You are currently viewing WBCS,POLICE, RAILWAY EXAM BENGALI MATH PRACTICE SET – 1

WBCS,POLICE, RAILWAY EXAM BENGALI MATH PRACTICE SET – 1

MATH PRACTICE SET - 1

হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য কিছু অংক নিয়ে এসেছি । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে। আমাদের এই পিডিএফ এর মধ্যে মোট 30 টি প্রশ্ন আছে ।  নিচে দেওয়া ডাউনলোড বোতামে ক্লিক করে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করুন।  

1) 20 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে, শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে 15.6 বছর। পাঁচজন নতুন শিক্ষার্থী ওই শ্রেণীতে যোগ দেবার পর শিক্ষার্থীদের গড় বয়স দাঁড়ালো 15.4 বছর। তাহলে শ্রেণীতে গড় বয়স বাড়লো বা কমলো কত শতাংশ ?

A

কমে গেল 0.04 শতাংশ

B

কমে গেল 0.4 শতাংশ

C

বেড়ে গেল 0.04 শতাংশ

D

বেড়ে গেল 0.3 শতাংশ

2) একজন মহিলার কাছে নির্দিষ্ট সংখ্যক আম রয়েছে যার মধ্যে 13 শতাংশ হচ্ছে খারাপ। অবশিষ্ট অমের 75 শতাংশ তিনি দান করলেন ও তারপরেও তার কাছে থেকে গেল 261 টি আম। তাহলে মোট আমের সংখ্যা হচ্ছে :

A

900

B

1200

C

1000

D

1100

3) একটি ফ্রিজের মুল্য 4000 টাকা। অফ সিজনের কারণে সেই ফ্রিজের মূল্যের উপর দোকানদার 5% ছুটের ঘোষণা করলো। তাহলে ফ্রিজের বিক্রয়মূল্য হবে :

A

3800 টাকা

B

3900 টাকা

C

3875 টাকা

D

কোনটিই নয়

4) সবচেয়ে বেশি দৈর্ঘ্যের কোন বাঁশ 12 মিটার লম্বা, 7 মিটার চওড়া ও 8 মিটার। উচ্চতাযুক্ত ঘরে রাখা যাবে ?

A

10 মিটার

B

12 মিটার

C

15 মিটার

D

17 মিটার

5) একটি গোলাকার জমির মোট আয়তন 154 স্কোয়ার মিটার। কত লম্বা তার লাগবে ওই জমিটিতে বেড়া দিতে ?

A

40 মিটার

B

42 মিটার

C

44 মিটার

D

45 মিটার

6) ধাতুর তিনটে ঘনকের তল হচ্ছে যথাক্রমে 3, 4 এবং 5 সেমি। যদি ধাতুর কোন ক্ষয় না করে এই তিনটে ঘনককে । গলিয়ে একটি ঘনক তৈরি করা হয়। তাহলে নতুন ঘনকটির তল হবে :   

A

5 সেমি

B

7 সেমি

C

6 সেমি

D

8 সেমি

7) একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিলো যদি 31 শতাংশ অকৃতকার্য হয় এবং যারা পাশ করেছে তাদের সংখ্যা অকৃতকার্য পরীক্ষার্থীর চেয়ে 247 জন বেশি হয় ?

A

650

B

750

C

68

D

কোনটিই নয়

 

8) একটি কারখানায় অফিসার ও কর্মীদের গড় বেতন 70 টাকা । 12 জন অফিসারের গড় বেতন 400 টাকা ও বাকিদের গড় বেতন হচ্ছে 60 টাকা। কারখানাটিতে কর্মীর সংখ্যা হচ্ছে –

A

376

B

386

C

396

D

400

9) একটি নির্দিষ্ট পরিমাণ টাকার যৌগিক হারে সুদ দুই বৎসরে 205 টাকা ও একই সময়ের জন্য একই পরিমাণ টাকার সরল সুদ 200 টাকা । তাহলে সুদের হার হচ্ছে :

A

4 শতাংশ

B

4.5 শতাংশ

C

5 শতাংশ

D

5.5 শতাংশ

10) যখন একটি ব্যাঙ্ক সুদের হার কমিয়ে 5 শতাংশ থেকে 4 শতাংশ করে তখন একজন ব্যক্তি আরো 2000 টাকা জমা করেন ও তার বার্ষিক রোজগার একই থাকে। ওই ব্যক্তি প্রথমে কত টাকা জমা করেছিলেন ?

A

7000 টাকা

B

7500 টাকা

C

8000 টাকা

D

8500 টাকা

11) কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছর পরে দ্বিগুণ হবে ?

A

4 শতাংশ প্রতি বছর

B

5 শতাংশ প্রতি বছর

C

5.5 শতাংশ প্রতি বছর

D

6 শতাংশ প্রতি বছর

12) যদি 2 (A এর মুলধন) = 3 (B এর মুলধন) = 5 (C এর মুলধন), মোট লাভ 930 টাকা হলে, C পাবে :

A

180 টাকা

B

200 টাকা

C

210 টাকা

D

240 টাকা

13) A এবং B এক বছরের জন্য পার্টনার হয় । A দেয় 1500 টাকা এবং B দেয় 2000 টাকা । চার মাস পরে তারা C কেও ব্যবসার অংশীদার করে । এরজন্য B দেয় 2250 টাকা । যদি B তার দেয় টাকা 9 মাস বাদে তুলে নেয় , তাহলে বছর শেষে লাভ ভাগ করা হবে কি অনুপাতে ?

A

1 : 1 : 1

B

2 : 1 : 2

C

1 : 2 : 1

D

3 : 2 : 1

14) A , B , C এর বেতনের অনুপাত হচ্ছে 1 : 2 : 3 । যদি C এর মাসিক বেতন হয় A এর চেয়ে 1200 টাকা বেশি তাহলে B এর বার্ষিক রোজগার কত ?

A

1200 টাকা

B

14400 টাকা

C

15000 টাকা

D

কোনটিই নয়

 

এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।

Leave a Reply