G.K PRACTICE SET - 6
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য জেনারেল নলেজ এর কিছু প্রশ্ন নিয়ে এসেছি । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে। আমাদের এই পিডিএফ এর মধ্যে মোট 50 টি প্রশ্ন আছে । নিচে দেওয়া ডাউনলোড বোতামে ক্লিক করে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করুন।
1) সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন্ যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন ?
A | নব্যপ্রস্তর যুগ (Neolithic age) |
B | মধ্যবর্তী যুগ (Mesolithic age) |
C | প্রাচীন প্রস্তর যুগ (Paleolithic age) |
D | ওপরের কোনোটিই নয় |
2) জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে ?
A | পার্শ্বনাথ | B | মহাবীর |
C | তীর্থঙ্কর | D | ঋষভদেব |
3) আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী ?
A | ‘নিষ্ক’ ও ‘মনা’ | B | ‘ঋক্’ ও ‘তাম্র’ |
C | ‘বৃহ’ ও ‘কারা’ | D | ‘কুরুস’ ও ‘কল্প’ |
4) আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?
A | 1001 খ্রিস্টাব্দে | B | 1018 খ্রিস্টাব্দে |
C | 712 খ্রিস্টাব্দে | D | 760 খ্রিস্টাব্দে |
5) চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি নীচের কোন্ শাসককে পরাজিত করেছিলেন ?
A | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | B | হর্ষবর্ধন |
C | ধর্মপাল | D | সমুদ্রগুপ্ত |
6) বাংলাতে আলিবর্দি খানের শাসনকালে কোন মারাঠা সেনাপতি আক্রমণ করেন ?
A | নানা ফরনবিশ | B | ভাস্কর পণ্ডিত |
C | বিশ্বাস রাও | D | নারায়ণ রাও |
7) সৈয়দ ভ্রাতৃদ্বয় কাদের বলা হয় ?
A | সৈয়দ হুসেন আলি ও সৈয়দ আবদুল্লা খান |
B | রফি উদ্ – দারাজাত ও রফি – উদ্ – দৌলা |
C | সৈয়দ মহম্মদ শাহ ও সৈয়দ হুসেন শাহ |
D | এদের কোনটাই নয় |
8) জিন্না কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভায় মুসলিমদের জন্য আসন সংরক্ষণের দাবি জানান কী ঘোষণার মাধ্যমে ?
A | চোদ্দো দফা শর্ত | B | প্রত্যক্ষ সংগ্রাম |
C | লক্ষ্ণৌ চুক্তি | D | সাম্প্রদায়িক বাটোয়ারা |
9) নানা পাটিল কোন সরকারের নেতৃত্বে ছিলেন ?
A | আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়ের সমাপ্তির পর গঠিত সরকার |
B | ভারত ছাড়ো আন্দোলনের সময়ে সাঁতারাতে গড়ে ওঠা প্রতি সরকার |
C | স্বাধীনতা প্রাপ্তির পরে কাশ্মীরে গঠিত স্বাধীন সরকার |
D | ওপরের কোনোটিই নয় |
10) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধিজির বিবেকরক্ষক ( Conscience keeper ) হিসাবে পরিচিত ছিলেন ?
A | ভুলাভাই দেশাই | B | যমুনালাল বাজাজ |
C | চক্রবর্তী রাজাগোপালাচারী | D | গোপালকৃষ্ণ গোখলে |
11) আবদুস সামাদ, মুঘল যুগের বিখ্যাত চিত্রশিল্পী কার দরবার অলংকৃত করতেন ?
A | বাবর | B | আকবর |
C | জাহাঙ্গীর | D | শাহজাহান |
12) মুদ্রা ব্যবস্থার অস্থিরতা দূরীকরণে ভারতে কোন কমিটি /কমিশন গঠিত হয় ?
A | হুইটলি কমিশন | B | সাইমন কমিশন |
C | ব্যাবিংটন স্মিথ কমিশন | D | সিভিল কমিশন |
13) কার প্রচেষ্টায় ‘কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়’ – টি ‘বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়’ রূপান্তরিত হয় ?
A | অ্যানি বেসান্ত | B | কর্নেল ওলকট |
C | মদনমোহন মালব্য | D | এঁদের কেউ নন |
14) কার্নালের যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়েছিল ?
A | 1738 খ্রীষ্টাব্দে | B | 1739 খ্রীষ্টাব্দে |
C | 1737 খ্রীষ্টাব্দে | D | 1740 খ্রীষ্টাব্দে |
15) 1939 খ্রিস্টাব্দে, 29 এপ্রিল সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেছিলেন। তিনি কাকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ?
A | ড . রাজেন্দ্র প্রসাদ | B | মহাত্মা গান্ধি |
C | জওহরলাল নেহরু | D | সরোজিনী নাইডু |
16) বিখ্যাত চিত্রশিল্পী মনসুর কোন মুঘল সম্রাটের রাজসভায় ছিলেন?
A | আকবর | B | হুমায়ুন |
C | শাহজাহান | D | জাহাঙ্গির |
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।