W.B Police SI & Constable Preliminary
W.B Police SI & Constable পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের বিনামূল্যে W.B Police SI & Constable Preliminary Practice Set Bengali PDF – 2 শেয়ার করছি । এই সেটটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্নাবলী পাবে । W.B Police পরীক্ষার প্রস্তুতির জন্য এই সেটটি প্র্যাকটিস করো , এর ফলে তোমরা তোমাদের প্রস্তুতি কে আরো মজবুত করতে পারবে . নিচে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হল –
১) মাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন বহুমুখীনদী পরিকল্পনার অন্তর্গত?
A | ভাকরা নাঙ্গাল | B | দামোদর উপত্যকা |
C | হীরাকুঁদ প্রকল্প | D | রিহান্দ প্রকল্প |
২) কোনো বিধেয় (Bill) কে সই (Singnecher) না করা পর্যন্ত তা আইনে পরিণত হয় না ?
A | প্রধানমন্ত্রী | B | লোকসভার অধ্যক্ষ |
C | রাষ্ট্রপতি | D | আইনমন্ত্রী |
৩) মহাবীরের পিতার নাম কী ?
A | সিদ্ধার্থ | B | চেতক |
C | শুদ্ধোদন | D | শুদ্ধোদন |
৪) ‘রাধারাণী’ গ্রন্থটির রচয়িতা কে ?
A | তুলসীদাস | B | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
C | রবীন্দ্রনাথ ঠাকুর | D | কৃষ্ণদাস কবিরাজ |
৫) বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক কে ?
A | গ্রেগরী ওলসেন | B | চার্লস সিমোনি |
C | ডেনিস টিটো | D | মার্ক সাটলওয়ার্থ |
৬) 40 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি/ঘন্টা গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির মোট 6 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় ব্যক্তির গতিবেগ কত ছিল ?
A | 10 কিমি/ঘন্টা | B | 20 কিমি/ঘন্টা |
C | 22 কিমি/ঘন্টা | D | 25 কিমি/ঘন্টা |
৭) এক ব্যক্তি 960 টাকায় একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনল। ঘোড়াটি 20% ক্ষতিতে এবং গাড়িটি 60% লাভে বিক্রয় করে দেখলেন দুটি বক্রয়মূল্য সমান হয়েছে। গাড়িটির ক্রয়মূল্য নির্ণয় করুন ?
A | 120 টাকা | B | 320 টাকা |
C | 480 টাকা | D | 640 টাকা |
৮) A, B কে 1200 টাকা 5 বছরের জন্য এবং C কে 1500 টাকা 2 বছরের জন্য ধার দিয়ে মোট 900 টাকা সুদ পায়, সুদের হার কত?
A | 5 % | B | 8 % |
C | 10 % | D | 15 % |
৯) 16000 টাকা একটি টিভির দাম এক ব্যক্তি প্রাথমিকভাবে এককালীন 4000 টাকা দেন এবং বাকি টাকা 15 মাস পরে বার্ষিক সরল সুদের হারে শোধ করেন। তাহলে তিনি টিভির জন্য মোট কত টাকা দিয়েছিলেন, নির্ণয় ?
A | 16800 টাকা | B | 17200 টাকা |
C | 17800 টাকা | D | 18200 টাকা |
১০) 3000 টাকা যতদিনে সুদেমূলে 4321 টাকা হয়েছে তার অর্ধেক সময়ে 3000 টাকা চক্রবৃদ্ধি হারে সুদেমূলে কত হবে ?
A | 3400 টাকা | B | 3500 টাকা |
C | 3600 টাকা | D | 3800 টাকা |
১১) 6 সেমি ব্যাসের একটি গোলাকাকার বলকে গলিয়ে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হল। যার ভূমির ব্যাস 12 সেমি, শঙ্কুরটির উচ্চতা কত ?
A | 2 cm | B | 3 cm |
C | 4 cm | D | 6 cm |
১২) একটি সারিতে, সাঁতারু মণীশ বাঁদিক থেকে 23 তম জায়গায় আছে। রমেশ আছে মণীশের বদিক থেকে 11 তম জায়গায়। যদি রমেশ ডান দিক থেকে 16 তম জায়গায় থাকে তাহলে ওই সারিতে মোট কতজন সাঁতারু আছে ?
A | 28 | B | 27 |
C | 30 | D | 29 |
১৩) প্রদত্ত শব্দটি থেকে নীচের বিকল্পগুলোর মধ্যের কোন শব্দটি তৈরি করা যাবে না ? “RESOURCES”
A | SOURCE | B | RISE |
C | POUR | D | SOUR |
১৪) যদি কোনো সাঙ্কেতিক ভাষায়, ‘FRAME’ কে লেখা হয় ‘79635’ ; ‘TOWEL’ কে লেখা হয় ‘21854’ তাহলে, ওই সাঙ্কেতিক ভাষায় ‘WORM’ কে কী লেখা হবে ?
A | 9376 | B | 8193 |
C | 9183 | D | 1593 |
১৫) যদি কোনো সাঙ্কেতিক ভাষায় ‘-’ মানে ‘×’, ‘÷’ মানে ‘+’, ‘+’ মানে ‘÷’ ও ‘×’ মানে ‘-’ হয় তাহলে নীচের সমীকরণটির উপযুক্ত মান কত হবে ? ‘12 – 6 + 4 × 10 ÷ 16 = ?’
A | 14 | B | 2 |
C | 24 | D | 5 |
১৬) নীচের সারির পরবর্তী পদটি কী হবে ? XXXXXXYY, XXXXXYXY, XXXXYXXY, XXXYXXXY, XXYXXXXY,_____
A | YXXXXXXY | B | XXXXXXYY |
C | XYXXXXXY | D | XXXXXYXY |
তোমাদের এই প্র্যাকটিস সেট কেমন লাগছে এবং আর অন্য কোন পরীক্ষার জন্য যদি প্র্যাকটিস সেট দরকার হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আমরা অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব ।
W.B Police SI & Constable Preliminary Practice Set – 2 PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।