ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র সমন্ধে একটি PDF তৈরী করেছি । এই PDF এ ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র সমন্ধে জানতে পারবেন। আশা করছি এই PDF আপনাদর অনেক সাহায্য করবে। নিচে কয়েকটা মিসাইল সমন্ধে দেওয়া হলো। ভারতের সবগুলি মিসাইল সমন্ধে জানতে গেলে Download Button এ ক্লিক করে Full PDf Download করুন।
১) ত্রিশূল মিসাইল
প্রকৃতি = স্বল্প দূরত্বের ভূমি থেকে আকাশ।
ওজন = ১৩০ কেজি ।
দৈঘ্য = ৩.১ মিটার।
ব্যাস = ২০০ সেন্টিমিটার ।
বহন ক্ষমতা = ১৫ কেজি।
সর্বাধিক দূরত্ব = ৯ কিমি।
গতি = ২ ম্যাক ।
খরচ = ———– ।
নির্মাতা = Bharat Dynamics Limited .
২) অগ্নি-V মিসাইল
প্রকৃতি = মধ্যম দূরত্বের ব্যালিস্টিক মিসাইল।
ওজন = ৫০,০০০ কেজি ।
দৈঘ্য = ১৭.৫ মিটার।
ব্যাস = ২ মিটার ।
বহন ক্ষমতা = ১,৫০০ কেজি ।
সর্বাধিক দূরত্ব = ৫৫০০ কিমি থেকে ৮০০০ কিমি।
গতি = ২৪ ম্যাক ।
খরচ = ৫০ কোটি টাকা(RS) ।
নির্মাতা = Bharat Dynamics Limited .
৩) পৃথ্বী-III(ধনুষ) মিসাইল
প্রকৃতি = স্বল্প দূরত্বের ব্যালিস্টিক মিসাইল।
ওজন = ৫,6০০ কেজি ।
দৈঘ্য = ৮.৫৬ মিটার।
ব্যাস = ১ মিটার ।
বহন ক্ষমতা = ১০০০ কেজি ।
সর্বাধিক দূরত্ব = ৩৫০ কিমি থেকে ৬০০ কিমি ।
গতি = ——– ।
খরচ = ——— ।
নির্মাতা = Bharat Dynamics Limited .
৪) নভেটর KS-172 মিসাইল
প্রকৃতি = মধ্যম দূরত্বের আকাশ থেকে আকাশ।
ওজন = ৭৪৮ কেজি ।
দৈঘ্য = ৬.০১ মিটার।
ব্যাস = ৪০ সেন্টিমিটার ।
বহন ক্ষমতা = ৫০ কেজি ।
সর্বাধিক দূরত্ব = ৩০০ কিমি থেকে ৪০০ কিমি।
গতি = ৩.৩ ম্যাক ।
খরচ = ——- ।
নির্মাতা = NPO Novator.(Russia)
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।