টোকিও প্যারা অলিম্পিক গেমস 2020-21
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য টোকিও প্যারা অলিম্পিক গেমস 2020-21 PDF নিয়ে এসেছি । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে। সম্পূর্ণ পিডিএফটি নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন –
1) গ্রীষ্ম কালীন প্যারা অলিম্পিক গেমস 2020-21 25 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর টোকিও (জাপান) এ হয়েছে । এটি 16 তম সংস্করণ ।
2) শীত কালীন প্যারা অলিম্পিক গেমস 2022 4 মার্চ থেকে 13 মার্চ বেজিং (চীন) এ হবে। এটি 13 তম সংস্করণ হবে।
3) গ্রীষ্ম কালীন প্যারা অলিম্পিক গেমস 2024 28 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর প্যারিস (ফ্রান্স) এ হবে। এটি 17 তম সংস্করণ হবে।
4) শীত কালীন প্যারা অলিম্পিক গেমস 2026 6 মার্চ থেকে 15 মার্চ Milan-Cortina (ইতালি) তে হবে। এটি 14 তম সংস্করণ হবে।
5) গ্রীষ্ম কালীন প্যারা অলিম্পিক গেমস 2028 22 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর লস এঞ্জেল (ইউনাইটেড স্টেট) এ হবে। এটি 18 তম সংস্করণ হবে।
6) গ্রীষ্ম কালীন প্যারা অলিম্পিক গেমস 2032 24 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর Brisbane (অস্ট্রেলিয়া) তে হবে। এটি 19 তম সংস্করণ হবে।
স্থান | দেশ | মোট পদক | স্বর্ণ পদক | সিলভার পদক | ব্রোঞ্জ পদক |
প্রথম | চীন | 207 টি পদক | 96 টি | 60 টি | 51 টি |
দ্বিতীয় | গ্রেট ব্রিটেন | 124 টি পদক | 41 টি | 38 টি | 45 টি |
তৃতীয় | আমেরিকা | 104 টি পদক | 37 টি | 36 টি | 31 টি |
চতুর্থ | RPC | 118 টি পদক | 36 টি | 33 টি | 49 টি |
পঞ্চম | নেদারল্যান্ড | 59 টি পদক | 25 টি | 17 টি | 17 টি |
ষষ্ঠ | ইউক্রেন | 98 টি পদক | 24 টি | 47 টি | 27 টি |
সপ্তম | ব্রাজিল | 72 টি পদক | 22 টি | 20 টি | 30 টি |
অষ্টম | অস্ট্রেলিয়া | 80 টি পদক | 21 টি | 29 টি | 30 টি |
নবম | ইতালি | 69 টি পদক | 14 টি | 29 টি | 26 টি |
24 তম | ভারত | 19 টি পদক | 5 টি | 8 টি | 6 টি |
7) টোকিও প্যারা অলিম্পিক 2020-21 উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে হয়েছেন ? — টেকচাঁদ । যিনি Shot Put খেলার সাথে যুক্ত ।
8) 2020-21 প্যারা অলিম্পিকে ক্লোজিং(শেষ যাত্রা) অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন ? — অবনী লেখহারা । তিনি বলেন ভারতীয় Shooter .যিনি প্যারা অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছেন ।
9) টোকিও প্যারা অলিম্পিক এ মাসকট কি রাখা হয়েছে ? — সোমাইটি (Someity) . এর আগে টোকিও অলিম্পিক 2020 তে ম্যাসকট ছিল মিরাইটোয়া ( Miraitowa) .
10) টোকিও প্যারালিম্পিকস 2020-21 এর আদর্শ বাক্য (Motto) কি রাখা হয়েছে ? ইউনাইটেড বাই ইমোশন ।
11) টোকিও প্যারা অলিম্পিক এ কতজন ভারতে অ্যাথলেটিক অংশগ্রহণ করেছেন ? — 54 জন । আর 54 জন মোট 9টি খেলাতে অংশগ্রহণ করেছেন ।
11) প্যারা অলিম্পিক খেলা প্রথম কত সালে আয়োজন করা হয়েছিল এবং কোথায় ? — 1960 সালে, ইতালির রাজধানী রোমে ।
12) প্রথমবার প্যারা অলিম্পিক খেলাতে মোট কয়টি দেশ ও কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল ? — 23 টি দেশ ও 400 জন খেলোয়ার ।
13) ভারত প্রথম কত সালে প্যারা অলিম্পিক খেলায় অংশগ্রহণ করে ? — 1968 সালে ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।