হ্যালো বন্ধুরা আমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তারিত তথ্যের পর্ব চালু করেছি আজ tripura Bengali pdf টি তোমাদের সাথে শেয়ার করছি এই পিডিএফে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানো হয়েছে , তোমরা সবাই tripura Bengali pdf টি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন , কারণ এখান থেকে কিছু প্রশ্ন আগত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে।
পিডিএফ এর নমুনা নীচে দেওয়া হল –
এক নজরে ত্রিপুরা
১) অবস্থান = ভারতের উত্তর পূর্বাঞ্চলে ।
২) গঠন কাল = 21 জানুয়ারি 1972 ( ভারতের 2 য় ক্ষুদ্রতম রাজ্য )।
৩) আয়তন = 10,492 বর্গ কিলোমিটার ।
৪) রাজধানী = আগরতলা।
৫) জনসংখ্যা = 36,71,032 জন (ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী)।
৬) জনঘনত্ব = 350 জন প্রতি বর্গকিলোমিটার।
৭) লিঙ্গ অনুপাত = 961 ( প্রতি 1000 জন পুরুষ মহিলার সংখ্যা )।
৮) মোট সাক্ষরতার হার = 94.65%।
৯) জেলার সংখ্যা = ৪ টি।
১০) আইনসভা = 1 কক্ষযুক্ত ।
১১) রাজ্যপাল = Rambai Bais।
১২) মুখ্যমন্ত্রী = Biplab Kumar Deb।
১৩) রাজ্যসভায় সদস্য = 1 জন ।
১৪) হাইকোর্ট = গুয়াহাটি ।
১৫) প্রধান ভাষা = বাংলা , মণিপুরী , ককবরক।
১৬) উপজাতি = কুকি , লুসাই ।
১৭) রাজ্যের প্রাণী = লেঙ্গুর ।
১৮) রাজ্যের পাখি = পায়রা ।
১৯) রাজ্যের গাছ = আগর ।
২০) রাজ্যের ফুল = নাগ কেশর।
২১) রাজ্যের ফুল = ‘কুইন’ আনারস।
২২) প্রধান পর্বত = বেটলিংসিব ( 939 মিটার উঁচু )।
২৩) প্রধান নদী = খোয়াই , গোমতী , জুরি , দেও , ধলাই , মনু , লাই , হাওরা ।
২৪) প্রধান ফসল = ধান , গম , পাট , মেস্তা , আখ , ডাল , চা ও তৈলবীজ ।
২৫) প্রধান খনিজদ্রব্য = তাম্র আকরিক , কয়লা , ম্যাঙ্গানিজ , অভ্র , ইত্যাদি ।
২৬) প্রধান উৎসব = মকর সংক্রান্তি , দোল উৎসব , ব্ৰহ্মকুণ্ড উৎসব , রাস উৎসব , বাংলা নববর্ষ, হোজাগিরি উৎসব, মনসামঙ্গল উৎসব, খারচি উৎসব ও কের উৎসব ( উপজাতিদের দ্বিতীয় প্রধান উৎসব । কাচা বাঁশে দেবীরূপে কল্পনা করে পূজার্চনা করা হয় । অপদেবতার দৃষ্টি এড়াতে ও জনগণের কল্যাণে এই পুজো হয় )।
২৭) শিল্প = চা শিল্প , হস্তচালিত তাঁত শিল্প , হস্তশিল্প , চর্মশিল্প , প্লাইউড শিল্প ।
২৮) পর্যটন কেন্দ্র = নীরমহল প্রাসাদ , রুদ্রসাগর হ্রদ , সিপাহিজলা অভয়ারণ্য , ডম্বক লেক , কমলাসাগর জমপুই পাহাড় , ঊনকোটি , জগন্নাথ মন্দির , বুদ্ধমন্দির , ভুবনেশ্বরী মন্দির, ত্রিপুরাসুন্দরী মন্দির, আগরতলা, বিশালগড়, সোনামুড়া, ইত্যাদি ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।