হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2020 শেয়ার করছি তোমাদের সাথে
30.12.20 তারিখে দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2020 Question
RRB NTPC 30.12.2020 Second shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) 2021 অলিম্পিক কোথায় হবে ?
= টোকিও
২) কোষের আবিষ্কার কে করেছিলেন ?
= রবার্ট হুক।
৩) গুটি বসন্তের (Small pox ) টিকা কি আবিষ্কার করেছিলেন ?
= এডওয়ার্ড জেনার ।
৪) কিসের অধ্যায়ন কে Entomology বলা হয় ?
= পিঁপড়ে ।
৫) OLED এর পুরো নাম কি ?
= organic light emitting diode।
৬) ফেসবুক প্রতিষ্ঠাতা কে ?
= মার্ক জুকারবার্গ ।
৭) কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল ?
= বোম্বে 1885 খ্রিস্টাব্দে ।
8) বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা কবে চালু হয়েছিল ?
= 2015।
৯) ভারতের কোন শহরে Cleanest City 2020 এর তাকমা পেয়েছে ?
= ইন্দোর ।
১০) ভারতের মোট কত শতাংশ বনভূমি রয়েছে ?
= 56%।
১১) অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যের নাম কি ?
= কুচিপুড়ি।
১২) ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ?
= কেরালা ।
১৩) বট গাছের বৈজ্ঞানিক নাম কি ?
= ফিকাস বেঙ্গালেন্সিস।
১৪) ইসরো এর প্রতিষ্ঠাতা কবে হয়েছিল ?
= 15 আগস্ট 1969 সালে ।
১৫) সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করার অধিকার কতগুলি দেশ রয়েছে ?
= 5।
১৬) আর্যভট্ট উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল?
= 1975 সালের 19 এপ্রিল।
১৭) মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কোন PART এ রয়েছে ?
= PART – III ।
১৮) বিশ্ব পরিবেশ দিবস 2020 এর থিম ছিল ?
= Biodiversity।
১৯) নিচের মধ্যে কোনটি সার্কের সদস্য ?
= ভারত পাকিস্তান আফগানিস্তান ভুটান নেপাল বাংলাদেশ শ্রীলংকা মালদ্বীপ ।
২০) প্রথম কম্পিউটারের নাম কি ?
= ENIAC .
২১) নোবেল পুরস্কার কতগুলি বিষয় এর উপর দেওয়া হয় ?
= 6 .
২২) 15 তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ?
= K. Singh।
২৩) বলের SI একক কি ?
= নিউটন ।
২৪) রাজ্যসভার সদস্য সংখ্যা কত ?
= 250 ।
২৫) ভারতরত্ন 2020 কে কে পেয়েছেন ?
= প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ ও ভূপেন হাজারিকা ।
২৬) total length of the coast line of the the mainland including Andaman and nicobar and lakshadweep island is – ?
= 7,516.6 Km ।