হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2020 শেয়ার করছি তোমাদের সাথে
29.12.20 তারিখে প্রথম শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2020 Question
RRB NTPC 29.12.2020 First Shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) সংবিধান দিবস কবে পালিত হয় ?
= 26 নভেম্বর ।
২) PMKVY এর পুরো নাম কি ?
= Pradhan Mantri Kaushal Vikas Yojana ।
৩) ATP এর পুরো নাম কি ?
= অ্যাডিনোসিন ট্রাইফসফেট ।
8) Lime water এর সংকেত কি ?
= Ca(OH)2 .
৫) শ্বরেস্বর মন্দির কোথায় অবস্থিত ?
= আসাম ।
৬) SAIL ( Steel Authority of India Limited) এর CEO কে ?
= অনিল কুমার চৌধুরী ।
৭) FAT এর পুরো নাম কি ?
= File Allocation Table ।
৮) সাঁচি স্তুপ কত সালে UNESCO World Heritage site এর তালিকায় নথিভুক্ত হয় ?
= 1989, অবস্থান – মধ্যপ্রদেশ ।
৯) ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ?
= শক্তিকান্ত দাস । পূর্ববর্তী গভর্নর ছিল উর্জিত প্যাটেল ।
১০) প্রোটন কণা কে আবিষ্কার করে ?
= রাদারফোর্ড ।
১১) কেরলের মুখ্যমন্ত্রী কে ?
= Pinarayi Vijayan।
১২) জাপানের প্রধানমন্ত্রী কে ?
= Yoshihide Suga।
১৩) ভুটানের রাজধানী নাম কি ?
= থিম্পু ।
১৪) চন্দ্রায়ন 2 কবে চালু হয়েছিল ?
= 22 জুলাই, 2019 ।
১৫) Covid Kavach কে লঞ্চ করেন ?
= insurance regulatory and development authority Indian government লঞ্চ করেন ।
১৬) SAIL ( Steel Authority of India Limited) এর CEO কে ?
= অনিল কুমার চৌধুরী ।
১৭) স্কেলার রাশি কি ?
= যে রাশি গুলিতে মান থাকে কিন্তু অভিমুখ থাকে না তাকে স্কেলার রাশি বলা হয়।
১৮) World environment Day 2020 এর থিম কি ছিল ?
= Biodiversity ।
১৯) HTTP এর পুরো নাম কি ?
= Hypertext Transfer Protocol .
২০) GST কি ধরনের কর ?
= অপ্রত্যক্ষ কর ।
২১) চন্দ্রযান – 2 কোন Vehicle এর মাধ্যমে পাঠানো হয়েছিল ?
= GSLV MK-II .
২২) ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
= কাঞ্চনজঙ্ঘা, উচ্চতা – 8586 মিটার ।
২৩) রাজীবগান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পেয়েছিলেন ?
= বিশ্বনাথন আনন্দ , 1992 ।
২৪) সংবিধানের 108 অনুচ্ছেদের বিষয় কি ?
= লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের অধিবেশনে রাষ্ট্রপতি আহ্বান করেন এবং স্পিকার সভাপতিত্ব করেন ।
২৫) পিত্তরস কোথায় উৎপন্ন হয় ?
= যকৃত।
২৬) কোশের আবিষ্কর্তা কে ?
= রবার্ট হুক ( কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন – রবার্ট ব্রাউন ) ।
২৭) Theory of relativity কে প্রদান করেছিলেন ?
= অ্যালবার্ট আইনস্টাইন ।
২৮) কবে স্বরাজের দাবি করা হয়েছিল ?
= 1906 সালে দাদাভাই নওরোজি করেছিলেন, কলকাতা।
২৯) ভারতে কতগুলি টাইগার রিজার্ভ রয়েছে ?
= 50 টি ।
৩০) ফকির বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
= মজনু শাহ, 1776 খ্রিস্টাব্দে।
৩১) ICC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
= দুবাই , চেয়ারম্যান – গ্রে বার্কলে , স্থাপিত – 1909 ।
৩২) হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এ প্রথম স্থানে কোন দেশ রয়েছে ?
= নরওয়ে । ভারতের স্থান 131 তম ।
৩৩) তেলেঙ্গানার রাজ্যপাল কে ?
= তামিলিসাই সুন্দররজন ।
৩৪) বাবর এর বাবা কে ছিলেন ?
= ওমর শেখ মির্জা ।