হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2020 শেয়ার করছি তোমাদের সাথে
29.12.20 তারিখে দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2020 Question
RRB NTPC 29.12.2020 Second shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) GST এর পুরো নাম কি ?
= Good and service tax .
২) HLL এর পুরো নাম কি ?
= হাই লেভেল ল্যাংগুয়েজ .
৩) ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথ কোনটি ?
= চেন্নাই নাসরি টানেল ।
৪) শেরশাহের জন্মস্থান কোথায় ?
= সাসারাম , বিহার 1492 সালে।
৫) হুমায়ুন নামা কে লিখেছিলেন ?
= গুলবদন বেগম।
৬) UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
= নিউ ইয়র্ক , আমেরিকা যুক্তরাষ্ট্র।
৭) কাবেরী জল সংকট কোন কোন রাজ্যে হয়েছিল ?
= তামিলনাড়ু ও কর্ণাটক ।
8) ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল ?
= 1946 সালে।
৯) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি ?
= K. Palaniswami ।
১০) 2020 সালে ভারতে স্বতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন ?
= ব্রাজিলের প্রধানমন্ত্রী বলসোনারো ।
১১) চীনের রাজধানীর নাম কি ?
= বেজিং।
১২) ভারতের ইউরেনিয়াম খনি কোথায় রয়েছে ?
= জাডুগুদা ।
১৩) পালঘাট সুরঙ্গ কোন কোন রাজ্যকে যুক্ত করে ?
= কেরালা ও তামিলনাড়ুকে।
১৪) পাইথন কোন প্রকার ল্যাঙ্গুয়েজ ?
= হাই লেভেল ল্যাংগুয়েজ (High Level Language)।
১৫) ASCII এর পুরো নাম কি ?
= American standard code for information interchange।
১৬) Intel 9 কি ?
= প্রসেসর।
১৭) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজী সভাপতিত্ব করেছিলেন ?
= 1924 সালে বেলগাঁও অধিবেশন ।
১৮) Central Drug Research Institute কোথায় অবস্থিত ?
= উত্তরপ্রদেশের লখনউ।
১৯) ‘জাতক কথা’ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত ?
= বৌদ্ধ ধর্ম ।
২০) প্রথম কম্পিউটারের নাম কি ?
= ENIAC .
২১) পরিবেশ দূষণ রোধের উদ্দেশ্যে সরকার কি নিষিদ্ধ করেছিলেন ?
= প্লাস্টিক।
২২) চাপের SI একক কি ?
= Pascal।
২৩) মায়োপিয়াতে কোন দৃষ্টি ব্যবহৃত হয় ?
= দূরের দৃষ্টি, (অবতল লেন্স ব্যবহার হয় )।
২৪) নিচের মধ্যে কোন দেশটি সার্কের সদস্য ?
= বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
২৫) লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে ?
= স্পিকার ।
২৬) নিচের কোন নদী আরব সাগরে মিলিত হয়েছে ?
= নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী।
২৭) Rakshastal Lake কোথায় অবস্থিত ?
= চীন ।
২৮) গীতগোবিন্দম্ বইটি কে লিখেছেন ?
= জয়দেব ( লক্ষণ সেনের সভাকবি ) ।
২৯) UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
= ফ্রান্সের প্যারিস।
৩০) জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
= উত্তরাখণ্ড।
৩১) 2016 সালে অর্থাৎ Demonetisation এর সময় ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন ?
= উর্জিত প্যাটেল ।(24th)।
৩২) IPL 2020 কোন টিম জিতেছে ?
= মুম্বাই ইন্ডিয়ান্স।
৩৩) নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া কারনে হয় ?
= টাইফয়েড ।
৩৪) সিলিকন কি ?
= অর্ধপরিবাহী । (ধাতুকল্প)
৩৫) পরবর্তী এশিয়ান গেমস কোথায় হবে ?
= চীন ।
৩৬) রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে 2020 সালের নভেম্বর অনুসারে ?
= অ্যান্টোনিও গুতারেস ।