হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2020 শেয়ার করছি তোমাদের সাথে
28.12.20 তারিখে প্রথম শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2020 Question
RRB NTPC 28.12.2020 First Shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) কম্পিউটারের মস্তিষ্ক কি ?
= সিপিইউ (CPU) .
২) চাঁদে ভ্রমণের সময় গণহারে কি প্রভাব পড়বে ?
= কোন প্রভাব নেই । সর্বত্রই একই রকম গণ ।
৩) মুকূর্তি জাতীয় উদ্যান কোথায় ?
= নীলগিরি, তামিলনাড়ু ।
8) আলোকবর্ষ একটি ইউনিট ?
= Distance .
৫) অমিতাভ ঘোষকে কবে জন্নানপিঠ পুরস্কার দেওয়া হয়েছিল ?
= ডিসেম্বর 2018 ।
৬) সারিকালচার হল ?
= রেশম চাষ ।
৭) চাঁদের ঘনত্ব কত ?
= 34 gm/cm3 ।
৮) ইউএস ওপেন 2020 (পুরুষ) কে জিতেছে ?
= ডমিনিক থিয়েম ।
৯) কমনওয়েলথ ইয়ুথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
= বেলফাস্ট (উত্তর আয়ারল্যান্ড) ।
১০) বাংলা বিভক্ত হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন ?
= লর্ড কার্জন ।
১১) সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?
= তাপ্তি নদী ।
১২) গোবি মরুভূমি কোথায় ?
= ম্যাঙ্গোলিয়া এবং চীন ।
১৩) বর্তমান সিজেআই কে ?
= শারদ অরবিন্দ ববদে ।
১৪) চন্দ্রায়ন 2 কবে চালু হয়েছিল ?
= 22 জুলাই, 2019 ।
১৫) রাজতারঙ্গিনীর লেখক কে ?
= কালহন ।
১৬) নারী দিবস কোথায় পালিত হয় ?
= 8 March ।
১৭) ওজোন দিবস কবে পালন করা হয় ?
= 16 সেপ্টেম্বর ।
১৮) ডিআরডিও প্রধান কে ?
= সতীশ রেড্ডি ।
১৯) ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
= জিম করবেট ন্যাশনাল পার্ক ।
২০) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল ?
= 1556 (আকবর হিমুকে পরাজিত করেছে) ।
২১) পরিবেশ দিবসের থিম ?
= প্রকৃতির জন্য সময়
২২) ব্যাংক অফ বরোদা সঙ্গে কোন দুটি ব্যাংক মিলিত ?
= ডেনা ব্যাংক ও বিজয় ব্যাংক ।
২৩) দূরত্বের ইউনিট কত ?
= মিটার ।
২৪) পৃথিবীর ঘনত্ব কত ?
= 51 gm/cm3 ।
২৫) স্যাডেল পিক বা স্যাডেল হিল কোথায় অবস্থিত ?
= আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।
২৬) স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছেন ?
= বাল গঙ্গাধর তিলক ।
২৭) নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদের অধীনে পরিচালিত হয় ?
= সংবিধানের অনুচ্ছেদ 324 – 329 ও অংশ 15 ।
২৮) আন্তর্জাতিক মাতৃ পৃথিবী দিবস পালিত হয় ?
= 22 April ।
২৯) পৃথিবীতে আপনার ওজন যদি 60 কেজি হয় । চাঁদে তোমার ওজন কত হবে ?
= চাঁদে ওজন 1/6 কেজি থাকলে, মূল ওজন 10 কেজিতে পরিণত হবে ।
৩০) সিপিসিবি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
= 1974 ।
৩১) জ্ঞানপীঠ 2019 কে পুরস্কার দেওয়া হয়েছিল ?
= আক্কিথাম আচুথান নামবোথিরি (মালায়ালাম) ।
৩২) রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন নৃত্যের সাথে যুক্ত ?
= ভারতনাট্যম ।
৩৩) ইউরিয়ার সূত্র কি ?
= CH4N2O .
৩৪) গ্লোবাল হাঙ্গার সূচকে ভারতের পদমর্যাদা কত ?
= 94 ।
৩৫) কোন রাজ্যের সবচেয়ে দীর্ঘ সমুদ্রতীর ?
= গুজরাট ।
৩৬) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে?
= জয় রাম ঠাকুর ।