হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2020 শেয়ার করছি তোমাদের সাথে
28.12.20 তারিখে দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2020 Question
RRB NTPC 28.12.2020 Second shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) গৌতম বুদ্ধের উচ্চতম প্রতিমার নাম কি ?
= Spring Temple, China .
২) GNP এর পুরো নাম কি ?
= Gross National product .
৩) গুলাম বংশের প্রতিষ্ঠাতা কে ?
= কুতুবউদ্দিন আইবক ।
৪) মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে ?
= বিল গেটস ।
৫) ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র ( solar power plant ) এর নাম কি ?
= কামুঠি সৌর বিদ্যুৎ কেন্দ্র, তামিলনাড়ু।
৬) ইয়েন কোন দেশের মুদ্রা ?
= জাপান।
৭) ভিটামিন ডি এর অভাবে কোন রোগ দেখা যায় ?
= শিশুদের রিকেট, প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেসিয়া ।
8) পরমাণুর নিউক্লিয়াস এর আবিষ্কর্তা কে ?
= রাদারফোর্ড।
৯) ভারতের উপরাষ্ট্রপতির বেতন কত ?
= 400000 ।
১০) COOH কি ?
= কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ।
১১) National aquatic animal of India কি ?
= গাঙ্গেয় ডলফিন।
১২) কোন ধারাবলে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদান করতে পারেন ?
= 72 নং ধারা ।
১৩) জালিওনাবাগ হত্যাকাণ্ডের সময় তৎকালীন ভাইসরয় কে ছিলেন?
= তৎকালীন ভাইসরয় ছিলেন মন্টেগু-চেমসফোর্ড (1919 সালের 13 এপ্রিল ) ।
১৪) BAFTA এর চেয়ারম্যান কে ?
= কৃষ্ণেন্দু মজুমদার ।
১৫) জাফরান শহর বা city of jafran কোন শহরকে বলা হয় ?
= জম্মু এবং কাশ্মীর।
১৬) রাজস্থানের রাজ্যপাল কে ?
= কলরাজ মিশ্র ।
১৭) মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল ?
= কেরালা,1921 ।
১৮) BARC (The Bhabha Atomic Research Centre) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
= মুম্বাই ।
১৯) UNSC – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
= United Nations security council, New York. ।
২০) FICCI এর পুরো নাম কি ?
= The federation of Indian chambers of commerce and Industry .
২১) Paytm এর CEO কে ?
= Founder ও CEO বিজয় শেখর শর্মা, Founded 2010, Head Quarter নয়ডা, উত্তর প্রদেশ।
২২) গোল গম্বুজ কোথায় অবস্থিত ?
= বিজয়াপুর, কর্ণাটক।
২৩) ভারী জল এর নাম কি ?
= D2O, ডিউটেরিয়াম অক্সাইড।
২৪) NDA ( National Defence Academy ) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
= খঢ়কওয়াসলা, পুনে, মহারাষ্ট্র।
২৫) G-20 ( 2020 ) সামিট কোথায় হল ?
= রিয়াদ, সৌদি আরব, (2021 – ইতালি, 2022 – ইন্দোনেশিয়া, 2023 – ভারত ) ।
২৬) কার্ল ল্যান্ডস্টিনার কত সালে নোবেল পুরস্কার পান ?
= 1930 সালে।
২৭) মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?
= 8,848.86 মিটার ।
২৮) উভয়ধর্মীয় অক্সাইড কি ?
= যার ক্ষারীয় ধর্ম ও আম্লিক ধর্ম উভয়ই থাকে ।
২৯) বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে পড়াশোনাকে (study of universe) কি বলা হয় ?
= Cosmology .
৩০) রক্তের ph এর মান কত ?
= 3 – 7.8 ।
৩১) ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ?
= উত্তর প্রদেশ ।
৩২) রাহুল গান্ধী কোন লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে জিতেছিলেন ?
= Waynad।