RRB NTPC Questions in Bengali
হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
22.01.21 তারিখে প্রথম ও দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 22.01.2021 First & Second Shift gk questions in Bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হল
১) পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
= USSR
২) জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন না কে ?
= বি আর আম্বেদকর
৩) পৃথিবী দিবস কবে পালন করা হয় ?
= 22 শে এপ্রিল
৪) ন্যাশনাল ভোটার দিবস কবে পালন করা হয় ?
= 25 জানুয়ারি
৫) UN দ্বারা স্বীকৃত ভাষা ?
= চাইনিস মান্দরিন
৬) জম্মু-কাশ্মীরের স্যাফরন শহর কোনটি ?
= Pampore , Pulwama
৭) পদ্ম ভূষণ 2020 পেলেন কোন খেলোয়ার ?
= P.V. Sindhu
8) আধুনিক পর্যায় সারণী কিসের উপর নির্ভর করে করা হয়েছে ?
= পরমাণু ক্রমাঙ্ক (Atomic Number)
৯) ইন্দিরা গান্ধী অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত
= তামিলনাড়ু
১০) সংখ্যালঘু সংরক্ষণ ধারা কোনটি ?
= আর্টিকেল 29
১১) AGMARK এর সদর দপ্তর কোথায় ?
= ফরিদাবাদ , হরিয়ানা
১২) HTML কে তৈরি করেন ?
= টিম বার্নার্স লি
১৩) কোনটি বায়ো-ডিগ্রেডেবল ?
= উদ্ভিদ
১৪) হাতি দিবস কোথায় পালন হয় ?
= রাজস্থানের জয়পুরে
১৫) কে দেশবন্ধু নামে পরিচিত ?
= চিত্তরঞ্জন দাস
১৬) মিশন ইন্দ্রধনুষ কিসের সঙ্গে সম্পর্কিত ?
= টিকাকরণ
১৭) আদি গ্রন্থ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত ?
= শিখ
১৮) কোন রাজ্যে একটি মাত্র লোকসভা সিট আছে ?
= সিকিম ,নাগাল্যান্ড , মিজোরাম
১৯) দাদাসাহেব ফালকে পুরস্কার কিসের সঙ্গে যুক্ত ?
= সিনেমা
২০) কোনটি উদ্ভিদ হরমোন নয় ?
= অ্যাড্রিনালিন
২১) হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার কোথায় অবস্থিত ?
= ব্যাঙ্গালোরে
২২) ক্লিমেন্ট এটলি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে কোন মিশন চলছিল ?
= ক্যাবিনেট মিশন
২৩) সাইক্লোন থার্টি কোন রোগের সঙ্গে সম্পর্কিত ?
= ক্যান্সার
২৪) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কবে লঞ্চ করা হয় ? = 24 ফেব্রুয়ারি 2019
২৫) এ আর রহমান অস্কার পেয়েছেন কত সালে ?
= 2009 সালে
২৬) Pattiseema Lift Irrigation Project কোন নদীর উপর অবস্থিত ?
= গোদাবরী
২৭) কৃষকদের 6000 টাকা দেয়া হয় কোন যোজনায় ?
= প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা
২৮) 2020 সালে কলা বিভাগে পদ্মবিভূষণ’ পেয়েছেন কে ?
= Chhannulal Mishra
২৯) একই জমিতে দুই বা তার বেশি চাষ করাকে কি বলে
= InterCropping
৩০) কুম্ভ মেলা কোথায় হলো ?
= উত্তরপ্রদেশে
৩১) কোন যোজনায় মৃত ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয় ?
= প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা
৩২) ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয়?
= 11 ই মে
৩৩) ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয় ?
= 3 মার্চ
৩৪) নিচের কোনটি প্রাণী হরমোন ?
= ইনসুলিন , থাইরক্সিন , অ্যাড্রিনালিন
৩৫) লালা লাজপত রায় কোন আন্দোলন করতে গিয়ে মারা যায় ?
= সাইমন কমিশন এর বিরোধিতা করতে গিয়ে
৩৬) রুপার অলংকার কালো হয়ে যায় কারণ ?
= বাতাসে হাইড্রোজেন সালফাইড থাকে
৩৭) ব্রহ্মপুত্র কি নামে পরিচিত চীনে ?
= Tsangpo
৩৮) কালাজ্বর কিসের জন্য হয় ?
= প্রোটোজোয়া
৩৯) PETA India কবে গঠিত হয় ?
= 2000 সালে
৪০) MS DoS কি ?
= মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম
৪১) ardo Chham কোন রাজ্যের নৃত্য ?
= অরুণাচল প্রদেশ