RRB NTPC Questions in Bengali
হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
21.01.21 তারিখে প্রথম ও দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 21.01.2021 First & Second Shift gk questions in Bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হল
১) 2007 সালে নোবেল পুরস্কার পান ?
- Intergovernmental Panel on Climate Change & Albert Arnold।
২) RBI এর বর্তমান গভর্নর কে ?
- শক্তিকান্ত দাস।
৩) নীতি আয়োগ এর সিইও কে ?
- অমিতাভ কান্ত ।
8) INC এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন ?
- অ্যানি বেসান্ত ।
৫) কফি উৎপাদনে প্রথম দেশ কোনটি ?
- ব্রাজিল ।
৬) জন ধন যোজনা কবে লঞ্চ হয় ?
- 2014 ।
৭) লোকসভার প্রথম স্পিকার কে ?
- V Mavalankar ।
৮) গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
- গুজরাট ।
৯) কোন নেটওয়ার্ক বিভিন্ন অফিসে ব্যবহার করা হয় ?
- LAN ।
১০) মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- আমেরিকা যুক্তরাষ্ট্র ।
১১) রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
- কেরালা ।
১২) লাক্ষাদ্বীপের সরকারি ভাষা কি ?
- মালায়ালাম ।
১৩) কালাপানি কোথায় অবস্থিত ?
- উত্তরাখণ্ড ।
১৪) CaO কী ?
- ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইম ।
১৫) স্বরাজ পার্টি কে গঠন করেন ?
- মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস ।
১৬) ভারতে UNEP হেডকোয়ার্টার কোথায় ?
- নিউ দিল্লি ।
১৭) ন্যাশনাল ওয়াটার ওয়ে 2 কোন নদীর উপর অবস্থিত ?
- ব্রহ্মপুত্র নদী ।
১৮) ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দা আর্টস কোথায় অবস্থিত ?
- নিউ দিল্লি ।
১৯) Law of conservation of mass কে দিয়েছিলেন ?
- ল্যাভয়সিয়র ।
২০) The nice guy who finished first আত্মজীবনীটি কার ?
- রাহুল দ্রাবিড় ।
২১) পরিবেশ দিবসের থিম ?
- প্রকৃতির জন্য সময়
২১) Mallakhamba কোন রাজ্যের নৃত্য ?
- মধ্যপ্রদেশ ।
২২) ত্রয়ী সূত্র কে আবিষ্কার করেন ?
- Dobereiner ।
২৩) অষ্টক সূত্র কে আবিষ্কার করেন ?
- নিউল্যান্ড ।
২৪) চন্দ্রকান্তা বইটির রচয়িতা কে কি ?
- দেবকী নন্দন ।
২৫) তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত ?
- চীন ।
২৬) ইন্ডিয়া গেট এর ডিজাইন কে করেন ?
- Edwin Lutyens ।
২৭) আইপিএল 2020 তে অরেঞ্জ কাপ কে পায় ?
- KL Rahul ।
২৮) India divided বইটির রচয়িতা কে ?
- রাজেন্দ্র প্রসাদ ।
২৯) শ্রীলংকার প্রধানমন্ত্রী কে ?
- মহিন্দ্রখ রাজাপক্সা ।
৩০) পথের পাঁচালী কার লেখা ?
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।
৩১) Gulf Country ?
- কুয়েত ,সৌদি আরব , বাহরিণ কাতার , ইউনাইটেড আরব এমিরেটস , ওমান ।
৩২) BRICS দেশ ?
- ব্রাজিল রাশিয়া ভারত চীন সাউথ আফ্রিকা ।
৩৩) আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
- ফিলিপাইনস ।
৩৪) সুমেরু মহাসাগর ও প্রশান্ত মহাসাগর কে যুক্ত করেছে কোন প্রণালী ?
- বেরিং প্রণালী ।
৩৫) C++ ল্যাঙ্গুয়েজ তৈরি করেন কে ?
- Bjarne Stroustrup ।
৩৬) Law of Plantary Motion কে আবিষ্কার করেন ?
- কেপলার ।
৩৭) ভারতে মোট কতগুলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে ?
- 22 টি ।
৩৮) ভারতমালা পরিযোজনা কিসের সঙ্গে যুক্ত ?
- জাতীয় সড়ক উন্নয়ন ।
৩৯) প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা কিসের সঙ্গে যুক্ত।
- বয়স্ক লোকেদের পেনশনের সাথে ।
৪০) গমের বিজ্ঞানসম্মত নাম কি ?
- Triticum Aestivum ।