RRB NTPC Questions in Bengali
হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
17.01.21 তারিখে প্রথম ও দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 17.01.2021 First & Second Shift gk questions in Bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হল
১) লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন ?
- মীরা কুমার।
২) হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন ?
- দয়ারাম সাহানি , 1921 সালে।
৩) জাতীয় সড়ক NH-44 কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?
- শ্রীনগর থেকে কন্যাকুমারী।
8) কোন রোবটকে প্রথম নাগরিকত্ব দেওয়া হয়েছে ?
- সোফিয়া ।
৫) মহিলাদের এলপিজি গ্যাস দেওয়া হচ্ছে এই যোজনার নাম কি ?
- প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা।
৬) ভঙ্গিল পর্বত কোনটি ?
- হিমালয়।
৭) মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে ?
- রাখালদাস ব্যানার্জি , 1922 সালে ।
৮) চন্দ্রযান 2 কোথা থেকে লঞ্চ করা হয় ?
- শ্রী হরিকোটা , অন্ধ্রপ্রদেশ ।
৯) নিচের কোনটি সার্চ ইঞ্জিন ?
- Google , Yahoo ।
১০) ইউনাইটেড নেশন এর কোন সংস্থা স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করে ?
- WHO।
১১) ইলেকট্রিক কারেন্ট কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
- অ্যামমিটার।
১২) 46 তম সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি কে ছিলেন ?
- রঞ্জন গগৈ।
১৩) অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল ?
- 1920 ।
১৪) India: The Future is now বইটির রচয়িতা কে ?
- শশী থারোর ।
১৫) লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় ?
- বিজয় ঘাট।
১৬) UNO এর সদর দপ্তর কোথায় ?
- নিউ ইয়র্ক ।
১৭) GSLV MARK III এর অপর নাম কি ?
- Fat boy ।
১৮) রাস্ট্রপতির সমাধান কোন ধারার সঙ্গে সম্পর্কিত ?
- ধারা 72 ।
১৯) সিটি অফ পার্ল কাকে বলা হয় ?
- হায়দ্রাবাদ ।
২০) চাকরির জন্য সমান অধিকার কোন ধারায় রয়েছে ?
- ধারা 16।
২১) পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?
- মধ্যপ্রদেশ
২১) কোন অ্যাসিড দিয়ে চোখ পরিস্কার করা যায় ?
- বোরিক অ্যাসিড ।
২২) শারিয়া আইন কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত ?
- ইসলাম।
২৩) বর্তমানে অ্যামাজনের সিইও কে ?
- Jeff Bezos ।
২৪) কফি উৎপাদনে প্রথম রাজ্য ?
- কর্ণাটক।
২৫) প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল ?
- 1951 সাল ।
২৬) হস্তিনাপুর পুরাতাত্ত্বিক স্থানের খননকার্য কবে হয়েছিল ?
- 1950-52 ।
২৭) বিশ্বের সেরা 30 টি পোর্ট এর মধ্যে একমাত্র ভারতীয় পোর্ট কোনটি ?
- জহরলাল নেহেরু পোর্ট ।
২৮) বর্তমান ক্রীড়া মন্ত্রী কে ?
- কিরেন রিজিযু ।
২৯) Cache মেমোরি কোথায় দেখা যায় ?
- CPU তে।
৩০) ওয়াগা বর্ডার কোন রাজ্যে অবস্থিত ?
- পাঞ্জাব।
৩১) মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
- HCL ।
৩২) কোন রাজ্য প্রথম EWS জারি করে ?
- গুজরাট।
৩৩) ব্লু অরিজিন এর ফাউন্ডার কে ?
- জেফ বেজোস।
৩৪) সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?
- হাইড্রোজেন।
৩৫) ইব্রাহিম লোদী সঙ্গে বাবর এর যুদ্ধ হয়েছিল কবে ?
- পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে ।
৩৬) IPBES এর পুরো নাম কি ?
- the intergovernmental science-policy platform on biodiversity and ecosystem services ।
৩৭) প্রাথমিক রং কোনগুলো ?
- লাল নীল সবুজ।
৩৮) FAO এর পুরো নাম কি ?
- ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ।
৩৯) ONGC কি।
- oil and natural gas corporation।
৪০) Ghoomar লোকনৃত্য টি কোথাকার ?
- রাজস্থান।