RRB NTPC Questions in Bengali
হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
16.01.21 তারিখে প্রথম ও দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 16.01.2021 First & Second Shift gk questions in Bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হল
১) কম্পিউটারের কোন অংশ Software কে ব্যবহার করে
= সিপিইউ (CPU) .
২) 1916 সালের কংগ্রেসের অধিবেশনে কে অংশগ্রহণ করেছিল?
= মুসলিম লীগ
৩) ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
= S. Swaminathan
8) ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
= রেটিনল
৫) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় ?
= হেগ , নেদারল্যান্ড
৬) ভিনিগার এর ফর্মুলা হল ?
= CH3COOH
৭) মাস্টার গ্ল্যান্ড কোনটি ?
= পিটুইটারি
৮) Chandrayaan-1 কবে লঞ্চ হয়েছিল?
= 22nd Oct 2008
৯) 1977-79 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
= মোরারজি দেশাই
১০) বাংলা বিভক্ত হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন ?
= লর্ড কার্জন ।
১১) আকবর গুজরাট বিজয় স্মৃতির উদ্দেশ্যে নিম্নোক্ত কোনটি নির্মাণ করিয়ে ছিলেন?
= বুলান্দ দারওয়াজা
১২) কপার লাইটিং রড কে আবিষ্কার করেছেন ?
= বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
১৩) 2011 জনগণনা অনুসারে সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য কোনটি?
= অরুণাচল প্রদেশ
১৪) দিল্লি কোন বছর ভারতের রাজধানী পরিণত হয়?
= 1911
১৫) এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাধ কোথায় অবস্থিত ?
= কেরালা Banasura sagar dam
১৬) প্রথম ট্রেন কতো সালে শুরু হয়েছিলো?
= 1853।
১৭) কোন মিশন প্রথম চাদের মাটি স্পর্শ করেছিলো?
= Luna 9
১৮) কোনটি ইনপুট ডিভাইস?
= MICR
১৯) ভারতের দীর্ঘতম রেলপথ ?
= ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস
২০) Why I Am a Hindu বইটির রচয়িতা কে ?
= Shashi Tharoor।
২১) পরিবেশ দিবসের থিম ?
= প্রকৃতির জন্য সময়
২২) UNICEF 2018 গুড ওইল ব্র্যান্ড অ্যাম্বাসেডর?
= প্রিয়াঙ্কা চোপড়া
২৩) INC প্রথম প্রেসিডেন্ট কে?
= উমেশচন্দ্র ব্যানার্জি
২৪) Indian rupees er symbol কত সালে এসেছে?
= 2010
২৫) ভারতের সাথে কোন দেশের স্থল ভাগের সাথে সীমানা যুক্ত নয় ?
= শ্রীলংকা
২৬) রেডিওর প্রসার ভারতে কত সালে হয় ?
= 1927।
২৭) রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড 2020 সালে কে পেয়েছে ?
= জাভেদ আখতার
২৮) Spreadsheet কার সাথে যুক্ত?
= MS Excel
২৯) কিডনির সমস্যা এর জন্য যে চিকিৎসা করা হয়?
= Hemodialysis।
৩০) নিম্নোক্ত কোনটি Web browser?
= Opera mini , google chrome ।
৩১) TCP এর পুরো নাম কি ?
= Transmission Control Protocol
৩২) IP এর পুরো নাম কি ?
= Internet protocol ।
৩৩) ইউরিয়ার সূত্র কি ?
= CH4N2O
৩৪) নীলচাষীদের বিরুদ্ধেই চম্পারন সত্যাগ্রহ সাথে সম্পর্কিত কে?
= মহাত্মা গান্ধী (1917)
৩৫) পরিস্কার পরিছন্ন শহর 2020 কোনটি?
= ইন্দোর ।
৩৬) সংবিধান সংশোধন কোন ধারায় বর্ণিত?
= ধারা 368।
৩৭) শ্রী গুরু রামদাস জী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত?
= অমৃতসর পাঞ্জাব
৩৮) মোপলা বিদ্রোহ কবে হয় ?
= 1921
৩৯) লোক নিত্য যেখানে তলোয়ার ব্যবহার করা হয় সেটি কোন রাজ্যের নৃত্য?
= উত্তরাখণ্ড
৪০) UNO হেডকোয়ার্টার কোথায় ?
= নিউইয়র্ক