RRB NTPC Questions in Bengali
হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
13.01.21 তারিখে প্রথম ও দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 13.01.2021 First Shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হল
১) উদ্ভিদবিদ্যা এর জনক কাকে বলা হয় ?
= থিওফ্রাস্টাস
২) বুলান্দ দরওয়াজা নির্মাণ করেন কে ?
= সম্রাট আকবর
৩) Statue of Unity কোথায় অবস্থিত ?
= গুজরাট
৪) 2011 জনগণনা অনুসারে মহিলা সাক্ষরতার হার কত ?
= 65.50%
৫) লেন্সের ক্ষমতার SI একক কি ?
= Dioptre
৬) ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
= সমুদ্র গুপ্ত
৭) JNNURM এর ফুল ফর্ম কি?
= Jawaharlal Nehru National Urban Renewal Mission
8) Computer কোন ভাষা জানে ?
= বাইনারি
৯) কোন দেশ প্রধানমন্ত্রীকে Zayed award দিয়েছে ?
= UAE
১০) চিপকো আন্দোলন কোনটি সাথে সম্পর্কিত ?
= বন সংরক্ষণ আন্দোলন
১১) নীতি আয়োগ কবে প্ল্যানিং কমিশনকে প্রতিস্থাপন করে ?
= 1 লা জানুয়ারী 2015
১২) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
= শের শাহ সুরি
১৩) ICC এর প্রথম মহিলা আম্পিয়ার কে?
= G S Lakshmi
১৪) 2018 তে Fifa World cup কোন দল জিতেছিল ?
= ফ্রান্স
১৫) 1770 সালে ব্রিটিশরা কোন ব্যাংক প্রতিষ্ঠা করেছিল ?
= Bank of Hindustan
১৬) শ্রীহরিকোটা কোথায় অবস্থিত?
= অন্ধ্রপ্রদেশ
১৭) গঙ্গা প্রকল্প কোন সংস্থা চালু করেছিল ?
= মিনিষ্ট্রি অফ জলশক্তি
১৮) 2019 এ কোন Aircraft কোম্পানি এর পরিষেবা বন্ধ করে ??
= Jet airways
১৯) মহিলাদের অগ্রাধিকার কোনটিতে দেয় ?
= পঞ্চায়েত রাজ
২০) 1969 সালে কতগুলি ব্যাংক কে জাতীয়করণ করা হয় ? = 14
২১) পূর্ণ স্বরাজ দাবি কত সালে ?
= 1929
২২) হিন্দ স্বরাজ কার লেখা?
= মহাত্মা গান্ধী
২৩) ব্রোঞ্জ Natraj মূর্তি কোথায় পাওয়া যায় ?
= মহেঞ্জোদারো
২৪) জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত?
= অমৃতসর
২৫) খোসা বিহীন ফল কোন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য?
= Gymnosperm
২৬) নীতি আয়োগ কবে প্ল্যানিং কমিশনকে প্রতিস্থাপন করে?
= 1 লা জানুয়ারী 2015
২৭) স্বরাজ পার্টির প্রতিষ্ঠা হয় কবে ?
= 1 January 1923
২৮) বায়োগ্যাসে কীসের পরিমাণ বেশি থাকে?
= মিথেন (50-70%)
২৯) হুমায়ুননামা কার লেখা?
= গুলবদন বেগম
৩০) 2018 সালে কমনওয়েলথে মহিলা বক্সিং এ গোল্ড পায় কে ?
= মেরি কম
৩১) UNDP এর ফুল ফর্ম কি?
= United Nations Development Programme
৩২) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
= লর্ড মাউন্টব্যাটেন
৩৩) Zero mile Stone কোথায় অবস্থিত ?
= নাগপুর, মহারাষ্ট্র
৩৪) City of places কাকে বলা হয়?
= কলকাতা
৩৫) C++ কি ?
= High Level Language
৩৬) Theory of Relativity কার ?
= অ্যালবার্ট আইনস্টাইন
৩৭) 1929 সালের লাহোর অধিবেশনে সভাপতিত্ব কে করে ছিলো?
= জওহরলাল নেহেরু
৩৮) ভূপেন হাজারিকা কোন রাজ্যের বাসিন্দা ?
= আসাম
৩৯) ইউনাইটেড নেশন ডে ?
= 24th Oct
৪০) MRTP আইন কার্যকরী হয় কত সালে?
= 1970
৪১) ভারতীয় পুরুষ দল কতবার ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলেছে ?
= 3 বার