RRB NTPC Questions in Bengali
হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
12.01.21 তারিখে প্রথম ও দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 12 jan gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ?
= ভার্গিস কুরিন
২) The Wealth of nations বইটির রচয়িতা কে ?
= অ্যাডাম স্মিথ
৩) চিরস্থায়ী ব্যবস্থা এর সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ?
= লর্ড কর্নওয়ালিস
৪) জনপ্রিয় লোকসঙ্গীত কাজরী কোন রাজ্যে জনপ্রিয়?
= উত্তর প্রদেশ ও বিহার
৫) সৌভাগ্য স্কিম কোন মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত ?
= বিদ্যুৎ মন্ত্রণালয়
৬) নতুন পাকিস্তান গঠনের তীব্র বিরোধিতা করেছিলেন কে
= খান আবদুল গফফর খান ও মহাত্মা গান্ধী
৭) বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম?
= ওড়িশা
8) হাম্পি কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়
= 1986
৯) IUCN এর Full Form???
= International Union for Conservation of Nature
১০) জয় জওয়ান জয় কিষাণ কে বলেছিলেন?
= লাল বাহাদুর শাস্ত্রী
১১) নাদির শাহ কবে দিল্লি আক্রমণ করেছিল ?
= 1739
১২) National Informatics Centre কে স্থাপন করেন?
= 1976
১৩) Scientific study of Animal কে কি বলে?
= Zoology
১৪) WTO এর HQ কোথায়?
= জেনেভা, সুইজারল্যান্ড
১৫) 16 তম লোকসভা স্পিকার কে?
= সুমিত্রা মহাজন
১৬) মোপলা বিদ্রোহ কবে হয়েছিল ?
= 1921
১৭) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছে ?
= 1784 সালে
১৮) সূর্য মন্দির কোথায় অবস্থিত ?
= কোনার্ক, উড়িষ্যা
১৯) “Paste” এর শর্টকাট কী ?
= Ctrl + V
২০) লোক সভা ও রাজ্য সভা তে কোনো বিল পাস হলে কার সম্মতি লাগে?
= রাষ্ট্রপতি
২১) ক্ষুদ্রান্তের আঙ্গুলের মতো অংশটি কী?
= ভিল্লি
২২) কোন প্ল্যান্টটি রাশিয়ার সহযোগীতায় তৈরী করা হয়েছে ?
= ভিলাই স্টিল প্ল্যান্ট
২৩) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সংস্থা যা কি সুরক্ষার দিকে দৃষ্টি নিবদ্ধ করে ?
= মানব অধিকার
২৪) 2019 সালে জলবায়ু অ্যাকশন এবং দুর্যোগ প্রস্তুতির বিষয়ে 5 তম ABU মিডিয়া শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
= কাঠমান্ডু, নেপাল
২৫) GATT এর সম্পূর্ণ ফর্ম ?
= General Agreement on Tariffs and Trade
২৬) ল্যাকটিক অ্যাসিডে কার্বন অণু থাকে ?
= 3 (C₃H₆O₃)
২৭) প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী 2019 সালে দ্য রয়েল সোসাইটি যুক্তরাজ্যের ফেলোশিপ নির্বাচিত হলেন ?
= Gagandeep kang
২৮) বিখ্যাত নোভেল “Untouchable” এর রচয়িতা কে ?
= Mulk Raj Anand
২৯) Manora Fort কোথায় অবস্থিত?
= তামিলনাড়ু
৩০) BRO কবে প্রতিষ্ঠা হয়েছে?
= 7 মে 1960 সালে
৩১) ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটি?
= Apsara
৩২) W3C এর সম্পূর্ণ ফর্ম ?
= World wide web consortium
৩৩) WWW জন্য প্রোটোকল ব্যবহৃত হয়?
= http
৩৪) পঞ্চায়েত মেম্বার হতে কত বয়স লাগে?
= 21
৩৫) MRTP এর সম্পূর্ণ ফর্ম ?
= Monopolistic & Restrictive Trade Practices
৩৬) প্রথম ভারতীয় মহিলা যিনি BOOKER PRIZE জিতেছেন?
= Arundhati Roy
৩৭) Sariska wildlife Sanctuary অবস্থিত
= রাজস্থান
৩৮) গুরু নানকের জন্মদিন ?
= 24 Nov 1469
৩৯) World Heritage site এর তকমা দেয় কে ?
= UNESCO
৪০) অজন্তা গুহা কোথায় অবস্থিত?
= ঔরঙ্গাবাদ