RRB NTPC Questions in Bengali
হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
10.01.21 তারিখে প্রথম শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 10.01.2021 First Shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) আর্থ সামিট কোথায় হয়েছে ?
= 1992 , রিও ডি জেনিরোতে
২) সিমলা এগ্রিমেন্ট কবে হয়েছিল ?
= 1972 , ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলি ভুট্টো এর মধ্যে
৩)হলুদ বিপ্লব কীসের সঙ্গে যুক্ত ?
= তৈলবীজ
৪)ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয় ?
= 1600 সালে
৫) সোলডার কোন দুটি ধাতুর মিশ্রনে তৈরী ?
= টিন ও লেড
৬) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে ?
= পি. সি. মহলানবীশ
৭) ইরানের রাজধানীর নাম কি ?
= মজলিস
8) কালপক্কম পাওয়ার প্ল্যান্ট এর নাম কী ?
= Madras Atomic Power Station
৯) জিভ এর রিসেপ্টরকে বলা হয় ?
= Gustratory Cells
১০) পুনা প্যাক্ট কাদের মধ্যে হয়েছিল ?
= গান্ধীজি ও বি. আর আম্বেদকর
১১) পেশীতে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি তৈরী হয় ?
= ল্যাকটিক অ্যাসিড
১২) তামা ও দস্তার মিশ্রন ?
= Brass
১৩) দুটি Device কে কানেক্ট করতে কী ব্যবহার করা হয় ?
= USB Port
১৪) জমিতে নাইট্রোজেন বৃদ্ধি করতে কোনটি চাষ করা হয়
= ডালজাতীয় শস্য
১৫) বজরং পুনিয়া কীসের সঙ্গে যুক্ত ?
= Wrestling
১৬) কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত ?
=আসাম , গুয়াহাটিতে
১৭) ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি কবে প্রতিষ্ঠা হয় ?
=1957
১৮) ক্রোয়েশিয়া এর Highest Civilian Award কে পেয়েছেন ?
= রামনাথ কোবিন্দ
১৯) তানসেন নিম্নোক্ত কোনটি সাথে সম্পর্কিত ?
= হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউসিক
২০) নীতি আয়ােগ এর Chairperson কে ?
= নরেন্দ্র মোদি