RRB NTPC Questions in Bengali
হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
09.01.21 তারিখে প্রথম শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 09.01.2021 First Shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) কালাজ্বর কোন পতঙ্গের দ্বারা সংক্রামিত হয় ?
= বালি মাছি
২) রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে?
= সুনিত শর্মা
৩) চীনের মুদ্রার নাম কি ?
= renminbi ।
৪) Non stick বাসনপত্রের নিচের তল কি দিয়ে তৈরি হয়
= Teflon
৫) ইরানের আইনসভার নাম কি ?
= মজলিস
৬) ATP এর পুরো নাম কি ?
= Adenosine Triphosphate
৭) ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী ছিল ?
= মিথাইল আইসোসায়ানাইড
8) ভারতের লোকসভার কনিষ্ঠতম মহিলা সাংসদ কে ?
= চন্দ্রানী মুর্মু
৯) Life of Pi Cover বইটি কে লিখেছেন ?
= Yann Martel
১০) 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন ?
= Abiy Ahmed
১১) অনুঘটক কে আবিষ্কার করেছিলেন ?
= জন জ্যাকব বার্জেলিয়াস
১২) কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে ?
= CPU
১৩) COBOL এর পুরো নাম কি ?
= Common Business Oriented Language
১৪) রক্তে কোন প্রোটিন থাকে ?
= Albumin , Globulin , Fibrinogen
১৫) World Turtle Day কবে পালিত হয় ?
= 23 মে
১৬) চিনুক বায়ু কোথায় প্রবাহিত হয় ?
= আমেরিকা ও কানাডা
১৭) কোশের কোন অঙ্গটির নিজস্ব DNA থাকে ?
= মাইটোকন্ড্রিয়া
১৮) Covid – 19 5T যোজনা কোন রাজ্য চালু করেছে ?
= দিল্লি
১৯) CAB এর পুরো নাম কি ?
= Citizenship Amendment Bill
২০) আতশবাজিতে সবুজ রং কিসের মাধ্যমে তৈরি করা হয় ?
= বেরিয়াম
২১) রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় ?
= kerosene, alcohol, hydrazine and its derivatives
২২) Vitamin b12 এর রাসায়নিক নাম কি
= cyanocobalamin
২৩) পঁচা ডিমের গন্ধের সমান গন্ধযুক্ত গ্যাসের নাম কি ?
= হাইড্রোজেন সালফাইড