হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
09.01.21 তারিখে দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 09.01.2021 Second shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) 45 তম G7 সামিট কোথায় হয়েছিল ?
= ফ্রান্স
২) 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেল ?
= World food Programme
৩) ভারতের 100 rupees এর নোটে কিসের ছবি থাকে ?
= রানি কি ভাব
৪) ঘুমর লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য ?
= রাজস্থান
৫) 2019 সালের ICC World Cup কোথায় হয়েছিল ?
= ওয়েলস , ইংল্যান্ড
৬) National Energy Leader Award 2020 কোন বিমানবন্দর পেয়েছে ?
= রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট , হায়দ্রাবাদ
৭) জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত ?
= 2 বছর
8) Natural Selection তত্ত্বটি কোন বই থেকে গৃহীত হয়েছে ?
= Origin of specie
৯) Father Blood Circulation কাকে বলা হয় ?
= উইলিয়াম হার্ভে
১০) 2020 সালে প্রতিটি ঘরে জ্বালানি গ্যাসের সুবিধা প্রদান করা প্রথম রাজ্য হয়ে উঠেছে ? হিমাচল প্রদেশ
১১) Environmental Performance Index 2020 তে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ?
= ডেনমার্ক
১২) স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো বক্তৃতা দিয়েছিলেন ?
= 1893
১৩) জীবাশ্ম , হাড় ইত্যাদির প্রাচীনতা নির্ধারণ করতে কোন পদ্ধতির ব্যবহার করা হয় ?
= রেডিও কার্বন পদ্ধতি বা Carbon 14
১৪) কাবুলিওয়ালা বইটির লেখক কে ?
= রবীন্দ্রনাথ ঠাকুর
১৫) কার্বনের যোজ্যতা কত ?
= 4
১৬) ICC মহিলা ওয়ার্ল্ড কাপ 2020 কোন দেশ জিতল ?
= অস্ট্রেলিয়া
১৭) কবে পুলওয়ামা হামলা হয়েছিল ?
= 14 ফেব্রুয়ারি 2019
১৮) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ?
= প্রতিভা পাতিল
১৯) সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় রয়েছে ?
= নিউইয়র্ক
২০) OPEC এর সদস্যসংখ্যা কত ? = 13
২১) আপেক্ষিক আদ্রতা পরিমাপের জন্য কিসের ব্যবহার করা হয় ?
= হাইগ্রোমিটার
২২) দমন ও দিউ কোন নদীর তীরে অবস্থিত ?
= দামান গঙ্গা
২৩) 1954 সালের ভারত – চীন চুক্তি কি নামে পরিচিত ?
= পঞ্চশীল চুক্তি