RRB NTPC Questions in Bengali
হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
08.01.21 তারিখে প্রথম শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 08.01.2021 First Shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) সাগরমাথা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে ?
= নেপাল
২) CII ( confederation of Indian Industry ) এর CEO কে ?
= উদয় কোটাক
৩) ভারতে কতগুলি রামসার সাইট রয়েছে ?
= 42
৪) ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হয়ে যায় ? ?
= 1907 সালের সুরাট অধিবেশনে
৫) এলাহাবাদের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
= 1765 সালের 12 আগস্ট
৬) OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
= ভিয়েনা , অস্ট্রিয়া
৭) রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোথায় খােলা হয়েছে ?
= ভাদোদরা , গুজরাট
8) FORTRAN এর পুরাে নাম কি ?
= Formula Translation
৯) তামাশা লােকনৃত্যটি কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য ?
= মহারাষ্ট্র
১০) স্পেনের রাজধানী কি ?
= মাদ্রিদ
১১) তৃতীয় জেনারেশনের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল ?
= Integrated circuits
১২) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যকাল কত ছিল ?
= 1956 – 1961
১৩) এক বছরে কয়টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট হয় ?
= 4
১৪) ছত্রাক নিয়ে পড়াশােনাকে কি বলা হয় ?
= Mycology
১৫) 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
= লর্ড ক্যানিং
১৬) FIFO এর পুরাে নাম কি ?
= First in First Out
১৭) ISRO এর চেয়ারম্যান কে ?
= K. Sivan
১৮) সব থেকে ছােটো text File কি ?
= Cookies
১৯) চেঁচু উপজাতি কোথায় দেখা যায় ?
= ভারতের অন্ধ্রপ্রদেশে
২০) বিশ্বের সর্ববৃহৎ হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
= লাহাের , পাকিস্তান
২১) VRML এর পুরাে নাম কি ?
= Virtual Reality Modelling Language
২১) সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে ?
= অরবিন্দ বােবদে
২২) Plotter কোন ধরনের ডিভাইস ?
= Output Device
২৩) লংমার্চ 5 নামক রকেটটি কোন দেশ উদ্ভাবন করেছে ?
= চীন
২৪) প্রথম শীতকালীন অলিম্পিক কোথায় হয়েছিল ?
= সুইডেন ( 1976 )