হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2021 শেয়ার করছি তোমাদের সাথে
08.01.21 তারিখে দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2021 Question
RRB NTPC 08.01.2021 Second shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) COBOL এর পুরো নাম কি ?
- Common Business Oriented Language ।
২) মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি ?
- সেরিব্রাম ।
৩) চীনের মুদ্রার নাম কি ?
- renminbi ।
৪) কীবোর্ড এ function key কয়টি থাকে ?
- 12 ।
৫) অন্ধপ্রদেশ হাইকোর্ট কোথায় অবস্থিত ?
অমরাবতী
৬) মাটির ph কত ?
- 3 – 10 ।
৭) সাইমন কমিশন কবে ভারতে এসেছিল ?
- 1928 ।
8) DRDO কবে প্রতিষ্ঠিত হয় ?
- 1958।
৯) (Us air quality index 2020) অনুযায়ী সবচেয়ে দূষিত শহর কোনটি ?
- লাহোর ।
১০) বংশগতির জনক কে ?
- জর্জ মেন্ডেল।
১১) Mobile India এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?
- বজরঙ্গ পুনিয়া।
১২) হাজারীবাগ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
ঝাড়খন্ড
১৩) ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কবে সংগঠিত হয়েছিল ?
- 1974।
১৪) গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
- গোপালকৃষ্ণ গোখলে।
১৫) FTP এর পুরো নাম কি ?
- File Transfer Protocol।
১৬) পাঞ্জাবের রাজধানী কি ?
- চন্ডিগড়।
১৭) কম্পিউটারের জনক কে ?
- চার্লস ব্যাবেজ ।
১৮) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন
- সৈয়দ আহমেদ খান ।
১৯) অসহযোগ আন্দোলন কবে শুরু হয় ?
- 1920 ।
২০) Butterfly শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
- সাঁতার ।
২১) ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- জেনেভা।
২২) Vitamin b12 এর রাসায়নিক নাম কি
- cyanocobalamin ।
২৩) মরিশাসের প্রধানমন্ত্রীর নাম কি ?
- প্রোবিন্দ জগন্নাথ ।
২৪) সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে ?
- অরবিন্দ বোবদে ।