হ্যালো বন্ধুরা RRB NTPC EXAM GK QUESTION 2020 শেয়ার করছি তোমাদের সাথে
04.01.21 তারিখে দ্বিতীয় শিফটে আগত মেমোরি বেসড RRB NTPC EXAM GK প্রশ্নবলী শেয়ার করছি , এটি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও । আগামী পরীক্ষা গুলোতে তোমাদের জন্য এটি খুব হেল্পফুল হবে ।
RRB NTPC 2020 Question
RRB NTPC 04.01.2021 Second shift gk questions in bengali
প্রশ্নগুলি নিম্নে দেওয়া হলো
১) ভারতে প্রথম রেল কৰে চালু হয়েছিল ?
= 1853 (মুম্বাই থেকে থানে)
২) পন্ডিতা রামাৰাই কোন ভাষার পন্ডিত ছিলেন ?
= সংস্কৃত ।
৩) দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস কোথায় চালু হয়েছে ?
= দিল্লি থেকে কাটরা ।
৪) পদার্থবিজ্ঞানে 2বার নোবেল পুরস্কার কে পেয়েছেন ?
= জন বার্ডিন ।
৫) দিল্লী জামা মসজিদ কবে প্রতিষ্ঠিত হয় ?
= 1656।
৬) সাদা বিপ্লব কিসের সাথে যুক্ত ?
= দুধের সাথে ।
৭) MSP কে নির্ধারণ করে ?
= Department of agricultural and corporation , Government of India ।
8) ভারতের প্রথম ব্যাংক কি ?
= ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।
৯) সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত ?
= কুস্তি ।
১০) ISP এর পুরো নাম কি ?
= Internet Service Provider।
১১) পিঁপড়ের মধ্যে কোন অ্যাসিড থাকে ?
= ফরমিক অ্যাসিড ।
১২) NEFT এর পুরো নাম কি ?
= National Electronic Fund Transfer ।
১৩) Demonetisation কবে হয় ?
= ৪ নভেম্বর 2016।
১৪) রক্তচোষা প্রাণীদের কি বলা হয় ?
= Hematophage ।
১৫) শ্রীনগর এবং লে কোন সুড়ঙ্গের মাধ্যমে যুক্ত হয়েছে?
= জোজিলা সুরঙ্গ।
১৬) অষ্টম তফসিলে কয়টি ভাষা রয়েছে ?
= 22 ।
১৭) 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ?
= কেরালা ।
১৮) Bluetooth কে আবিষ্কার করেন ?
= Jaap Hartson ।
১৯) আলিগড় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
= স্যার সৈয়দ আহমেদ খান , 1875 ।