You are currently viewing রেলওয়ে গ্রুপ ডি ও NTPC স্পেশাল GK

রেলওয়ে গ্রুপ ডি ও NTPC স্পেশাল GK

Railway group d and ntpc gk pdf in bengali

 

সম্পূর্ন পিডিএফ পাবে নীচে

 
 

Ø আয়রনের আকরিকের নাম হল – রেড হিমাটাইট ।

 

Ø  কপার পাইরাইটস – এর রাসায়নিক সংযুক্তি হল – Cu2S.Fe2S3

 

Ø প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় ধাতুটি হল – গোল্ড ( Au )

 

Ø ইম্পাতে কার্বনের পরিমাণ হল – 0.15–1.5 %

 

Ø  থামিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় – তার নাম হল লোহা ও ক্রোমিয়াম

 

Ø  কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম হল জিঙ্ক ও কপার

 

Ø তড়িবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দু’টি ধাতুর নাম হল – সোডিয়াম ও অ্যালুমিনিয়াম

 

Ø  থামিট পদ্ধতিতে বিক্রিয়াকালীন তাপমাত্রা হল – 2000 ° C

 

Ø  মরিচার সংকেত হল – Fe2O3.XH2O

 

Ø তামার উপর খোলা বায়ুতে যে সবুজ বর্ণের আস্তরণ পড়ে তার নাম — বেসিক কপার কার্বনেট

 

Ø  মরিচা নিবারণের একটি উপায় হল – লোহার উপর আলকাতরার প্রলেপ দেওয়া

 

Ø  লেজার প্রিন্টারে যে ধরণের লেজার ব্যবহার করা হয় – সেমি কন্ডাকটর লেজার

 

Ø  তড়িৎপ্রবাহের ব্যবহারিক এস আই একক হল – অ্যাম্পিয়ার

 

Ø  তড়িৎ পরিমাণের এস আই একক হল = কুলম্ব

 

Ø  এক্স – রশ্মি হল – নিস্তড়িৎ

 

Ø  সেলিনিয়াম ধাতুর উপর আলো পড়লে ওর – রোধ কমে যায়

 

Ø  চাপ বাড়লে যে সমস্ত ধাতুর রোধ কমে যায় সেগুলি হল – লিথিয়াম , ক্যালশিয়াম ইত্যাদি

 

Ø  এস আই পদ্ধতিতে তাপমাত্রার একক হল – কেলভিন

 

Ø পরম শূন্য উষ্ণতা হল – –273 ° C

 

Ø বিশ্বের বৃহত্তম খাদ্য মেলা ANUGA – 2017 আয়োজিত হয়েছে  – জার্মানিতে

 

Ø  নিউক্লিও রিঅ্যাক্টরে বহুল প্রচলিত দু’টি মডারেটর হল – ভারী জল ও গ্রাফাইট

 

Ø  ‘ প্রভুগ্রন্থি ’ বা ‘ মাস্টার প্ল্যান্ড ’ গ্রন্থি হল – পিটুইটারি গ্রন্থি

 

Ø  প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম হল – সিক্রেটিন

 

Ø  দেহে যে হরমোনটি প্রায় সব জায়গায় পাওয়া যায় তা হল প্রোস্টাগ্লান্ডিন

 

Ø সর্বপ্রথম হরমোন নামটি ব্যবহার করেন – বিজ্ঞানী বেলিস এবং স্টারলিং

 

Ø  যে হরমোনকে ‘ হাইপারগ্লাইসেমিয়া হরমোন বলা হয় সেটি হল – গুকাগন

 

Ø  যে হরমোন কোলেস্টেরল থেকে সংশ্লেষিত হয় সেটি হল – টেস্টোস্টেরন হরমোন

 

Ø জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় 1946 খ্রিস্টাব্দের 24 মার্চ

 

Ø  ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় – 1947 খ্রিস্টাব্দের ১৪ জুলাই

 

Ø ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন – ক্লিমেট এটলি

 

Ø ‘ Instrument of Accession ‘ বা ‘ সংযুক্তি দলিল হল – দেশীয় রাজ্যের ভারতভুক্তির দলিল

 

Ø  পাক – অধিকৃত কাশ্মীর অধিক নামে পরিচিত – আজাদ কাশ্মীর

 

Ø  স্বাধীনতার সময় ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্য ছিল হায়দরাবাদ

 

Ø The Shadow Lines ‘ গ্রন্থের লেখক হলেন অমিতাভ ঘোষ

 

Ø  ‘ Midnight’s Children ‘ গ্রন্থের লেখক – সলমন রুশদি

 

PDF টি ডাউনলোড করুন

Leave a Reply