হ্যালো বন্ধুরা আমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তারিত তথ্যের পর্ব চালু করেছি আজ Odisha Bengali pdf টি তোমাদের সাথে শেয়ার করছি এই পিডিএফে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানো হয়েছে , তোমরা সবাই Odisha Bengali pdf টি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন , কারণ এখান থেকে কিছু প্রশ্ন আগত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে।
পিডিএফ এর নমুনা নীচে দেওয়া হল –
এক নজরে ওডিশা
১) অবস্থান = ভারতের পূর্ব উপকূল ।
২) গঠন কাল = 1949 সালের 19 আগস্ট ।
৩) আয়তন = 1,55,707 বর্গকিলোমিটার ।
৪) রাজধানী = ভুবনেশ্বর ।
৫) পূর্বনাম = কলিঙ্গ ।
৬) জনসংখ্যা = 4,19,47,358 জন (ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী)।
৭) জনঘনত্ব = 269 জন প্রতি বর্গকিলোমিটার।
৮) লিঙ্গ অনুপাত = 978 ( প্রতি 1000 জন পুরুষ মহিলার সংখ্যা )।
৯) মোট সাক্ষরতার হার = 73.45 % ( পুরুষ 82.40% , মহিলা 64.36% ) ।
১০) জেলার সংখ্যা = 30 টি।
১১) আইনসভা = 1 কক্ষযুক্ত ।
১২) রাজ্যপাল = Ganeshi Lal ।
১৩) মুখ্যমন্ত্রী = Naveen Patnaik ।
১৪) রাজ্যসভায় সদস্য = 10 জন ।
১৫) হাইকোর্ট = কটক ।
১৬) প্রধান ভাষা = ওড়িয়া ।
১৭) উপজাতি = খোদ , বোন্দো , খারিয়া , ভুঁইয়া , গঞ্জাম ।
১৮) রাজ্যের প্রাণী = সম্বর হরিণ।
১৯) রাজ্যের পাখি = ইন্ডিয়ান রোলার ।
২০) রাজ্যের গাছ = অশ্বত্থ ।
২১) রাজ্যের ফুল = অশোক ।
২২) প্রধান পর্বত = নীলগিরি ।
২২) প্রধান নদী = মহানদী , ব্রাহ্মণী , বৈতরণী ইত্যাদি।
২৩) প্রধান ফসল = ধান , মটর , তৈলবীজ , পাট , পেস্তা , আখ , নারিকেল।
২৪) প্রধান খনিজদ্রব্য = লৌহ আকরিক , ম্যাঙ্গানিজ , ডলোমাইট , বক্সাইট ,ইত্যাদি।
২৫) প্রধান উৎসব = রথযাত্রা , কোনারক উৎসব , দুর্গাপূজা , হোলি , রাসলীলা ।
২৬) প্রধান নৃত্য = ওডিশি, বাহকতা, দন্ডনাতে, ডালখই, ঘুমরা, রনপা, ছাভায়া।
২৭) শিল্প = ইস্পাত শিল্প ( রাউরকেল্লা ) , ফোরোক্রোম শিল্প , ফেরো ম্যাঙ্গানিজ ও ফেরো সিলিকন শিল্প , অ্যালুমিনিয়াম শিল্প ইত্যাদি ।
২৮) পর্যটন কেন্দ্র = ভুবনেশ্বর (সোমবংশীয় রাজা যযাতি কেশরী ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির নি করেন), পুরী, কোনারক, উদয়গিরি, খণ্ডগিরি, খুরদা, ধৌলি, তপ্তপানি, সিম -লিপাল জাতীয় উদ্যান, চিল্কা হ্রদ , নন্দনকানন, হুমা মন্দির ইত্যাদি ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।