You are currently viewing Morjo samrajjo (History) Bengali Pdf Part 1

Morjo samrajjo (History) Bengali Pdf Part 1

Morjo Samrajjo (মৌর্য সাম্রাজ্যের) Part - 1

হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Morjo Samrajjo (মৌর্য সাম্রাজ্যের) Part – 1 নতুন PDF  নিয়ে এসেছি । আজ আমাদের এই PDF এ থাকছে  চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার & অশোক এর জন্ম ও বংশ পরিচয় এর সমন্ধে এক কথায় প্রশ্ন ।পরবর্তী পার্টের অশোকের বিবাহ ও পুত্র, রাজ্যভিষেক, রাজ্য জয়, ধর্ম প্রচার, অশোকের অনুশাসন, অশোকের স্তম্ভ লেখ, অশোকের শিলালিপি এবং মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ে পিডিএফ তৈরি করা হবে । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।

১) মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ? — 345 খ্রিস্টপূর্বাব্দে ।

২) মুদ্রারাক্ষস কার লেখা ? — বিশাখদত্তের লেখা।

৩) বিশাখদত্তের মুদ্রারাক্ষস – এ, চন্দ্রগুপ্ত মৌর্যের জন্য কোন শব্দটি ব্যবহার করেছিলো ? — বৃষাল (অর্থ – একটি নিম্ন পরিবারে উদ্ভূত)  ।

৪) চাণক্য অন্য আর কি নামে পরিচিত ছিলো ? — কৌটিল্য, বিষ্ণুগুপ্ত ।

৫) চন্দ্রগুপ্ত মৌর্যকে কার সাহায্য ঘনানন্দকে পরাজিত করেছিলেন ? —– চাণক্য (কৌটিল্য / বিষ্ণুগুপ্ত) ।

৬) চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কে ছিলেন ? — চাণক্য ।

৭) অর্থশাস্ত্র কার লেখা ? — চাণক্য ।

৮) অর্থশাস্ত্র কি বিষয়ে লেখা হয়েছে ? — রাজনীতির সম্পর্কিত বিষয়।

৯) চন্দ্রগুপ্ত কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে আরোহণ করেন ? —– 322 খ্রিস্টপূর্বাব্দে ।

১০) চন্দ্রগুপ্ত ছিলেন কোন ধর্মের অনুসারী ছিলে ? — জৈন ধর্মের অনুসারী ।

১১) চন্দ্রগুপ্ত তাঁর শেষ সময়টি কোন স্থানে কাটিয়েছিলেন ? —— কর্ণাটকের শ্রাবণবেলাগোলা নামক স্থানে ।

১২) চন্দ্রগুপ্ত কত খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকেটরকে পরাজিত করেন ? — 305 খ্রিস্টপূর্বাব্দে ।

১৩) সেলুকাস নিকেটর মেয়ে মেয়ের নাম কি ছিলো ? — হেলেনা(কর্নেলিয়া)।

১৪) হেলেনা সাথে কে বিয়ে করেন ? — চন্দ্রগুপ্ত মৌর্য।

১৫) সেলুকাস নিকেটর যুদ্ধের শর্ত অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যকে কয়টি প্রদেশ দেন ও কি কি ? — চারটি প্রদেশ দেন । যথা – কাবুল, কান্দাহার, হেরাত এবং মকরান ।

১৬) চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের দীক্ষা নেন কার কাছ থেকে ? ——- জৈন গুরু ভদ্রবাহুর কার কাছ থেকে ।

১৭) মেগাস্থিনিস ছিলেন কার দূত এবং তিনি কার আমলে ভারতে আসেন ? — সেলুকাস নিকেটরের দূত এবং চন্দ্রগুপ্ত মৌর্যে সময় ভারতে আসেন।

১৮) মেগাস্থিনিসের লেখা বই এর নাম কি ? — ইন্ডিকা ।

১৯) চন্দ্রগুপ্ত মৌর্য এর সময় মগধের রাজধানী  কোথাই ছিল ? — পাটালিপুত্রে ।

২০) চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব কত সালে মারা যান ? — 298 খ্রিস্টপূর্বাব্দে উপবাস করে শ্রাবণবেলাগোলায় মারা যায় ।

২১) চন্দ্রগুপ্ত মৌর্য এরপর মগধের সিংহাসন কে আরোহণ করেন ? — বিন্দুসার 298 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহ তে।

২২) বিন্দুসার আর কি নামে পরিচিত ছিল ? — অমিত্রঘাত।

২৩) অমিত্রঘাত মানে কি ? — শত্রুদের ধ্বংসকারা।

২৪) বিন্দুসার ছিলেন কোন সম্প্রদায়ের অনুসারী ? —– আজীবক সম্প্রদায়ের (আজীবক সম্প্রদায়টি মখলিপুত্র গোসাল প্রতিষ্ঠা করেছিলেন) ।

২৫) বায়ু পুরাণে বিন্দুসারকে কি বলা হয়েছে ? —– ভদ্রসার ।

২৬) সিরিয়ার রাজা অ্যান্টিওকাস বিন্দুসারের দরবারে একজন দূত পাঠান তার নাম কি ছিল ? —— ডিমাকাস ।

২৭) ডিমাকাস কার উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয় ? —– মেগাস্থেনিসের ।

২৮) জৈন গ্রন্থে বিন্দুসারকে কি বলা হয়েছে ? —– সিমাসেন ।

২৯) বিন্দুসারকে 16 টি রাজ্যের বিজয়ী বলে বর্ণনা করেছেন কে ? —— বৌদ্ধ পণ্ডিত তারানাথ ।

৩০) বিন্দুসার বিধানসভায় কত সদস্যের মন্ত্রী পরিষদ ছিল, এর প্রধান কে ছিলেন ? – 500 সদস্য এবং প্রাধান ছিল খল্লাতক ।

৩১) বিন্দুসারের উত্তরাধিকারী অশোক কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে আরোহণ করেছিলেন ? —— 269 খ্রিস্টপূর্বাব্দে ।

৩২) অশোকের পিতা ও মায়ের নাম কি ছিল ? —— বিন্দুসার ও সুভদ্রাঙ্গির ।

৩৩) সিংহাসনে বসার সময় অশোক কোথাকার রাজ্যপাল ছিলেন ? ——- অবন্তীর ।

৩৪) সিংহাসনে আরোহণের আগে ভ্রাতৃহত্যার কথিত আছে , অশোক কত গুলো ভ্রাতৃহত্যার করেছিলো ? —— 99 জন ।

৩৫) অশোক ভ্রাতৃহত্যার করে সিংহাসনে আরোহণের করার জন্য , অশোক কে নামে অভিহিত করা হতো ? ——- চণ্ডাশোক ।

৩৬) কোন শিলালিপিতে অশোক নিজেকে মগধের রাজা বলে বর্ণনা করেছেন ? ——- ভাব্রু ।

৩৭) কলিযুদ্ধের ভয়াবহতা তার মনোভাব পরিবর্তন করে এবং তিনি কোন ধর্মে দীক্ষিত হন আর কি নামে পরিচিত হন ? ——- বৌদ্ধধর্মে দীক্ষিত হন আর ধর্মাশোকে নামে পরিচিত হন ।

৩৮) অশোক ‘দেবানাং পিয় পিয়দসি’ নামে পদবির উল্লেখ পাওয়া যায় কোন লেখ থেকে ? ——- মাস্কি লেখ থেকে ।

৩৯) ‘পিয়দসি’ ও ‘পিয়দসি রাজা’ নামে পদবির উল্লেখ পাওয়া যায় কোন লেখ থেকে ? ——- কান্দাহার লেখ ও বারাবর লেখ ।

৪০) অশোক উজ্জয়িনীর শাসনকর্তা থাকাকালীন বিদিশার এক বণিকের কন্যা কাকে ভালোবেসে বিবাহ করেন ? —- মহাদেবীকে।

এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।

Leave a Reply