Morjo Samrajjo (মৌর্য সাম্রাজ্যের) Part - 2
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Morjo Samrajjo (মৌর্য সাম্রাজ্যের) Part – 2 নতুন PDF নিয়ে এসেছি । আজ আমাদের এই PDF এ থাকছে অশোকের বিবাহ ও পুত্র, রাজ্যভিষেক, রাজ্য জয়, ধর্ম প্রচার, অশোকের অনুশাসন, অশোকের স্তম্ভ লেখ, অশোকের শিলালিপি এর সমন্ধে এক কথায় প্রশ্ন ।আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
১) অশোক কাকে ভালোবেসে বিবাহ করেন ? – মহাদেবী কে ।
২) অশোক এর অন্যান্য রানীর নাম কি ছিল ? – অসন্ধিমিত্রা, কারূবাকি(কৌরবকি), পদ্মাবতী তিষ্যরক্ষা ।
৩) অশোকের শিলালেখতে, অশোকের একমাত্র পুত্র হিসেবে কার নাম উল্লেখ আছে ? – তিবতের ।
৪) তিবতের মাতার নাম কি ছিল ? – কারুবাকি(কৌরবকি) ।
৫) অশোকের অন্যান্য পুত্রের নাম কি ছিল ? – মহেন্দ্র ও কুনাল
৬) অশোকের কন্যার নাম কি ছিল ? – সংঘমিত্রা ও চারুমতি ।
৭) বিন্দুসারের মৃত্যুর পর অশোক কাকে পরাজিত করে সিংহাসন আরোহন ? – জ্যেষ্ঠ ভ্রাতা ।
৮) অশোকের জ্যেষ্ঠ ভ্রাতার নাম কি ছিল ? – সুসীম (সুমন) ।
৯) অশোক তার কয়জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন ? – 99 জন ভাইকে ।
১০) অশোক কার কোন ভাইকে হত্যা করেনি ? – একমাত্র ছোট ভাই তিশাকে ।
১১) অশোকের মন্ত্রীর নাম কি ছিল ? – রাধাগুপ্ত ।
১২) অশোক কে সিংহাসনে লাভের জন্য কে সাহায্য করেছিল ? – মন্ত্রী রাধাগুপ্ত ।
১৩) অশোকের রাজ্য অভিষেক হয় কত খ্রীষ্টপূর্বাব্দে ? – 269 খ্রিস্টপূর্বাব্দে ।
১৪) অশোক কত সালে সিংহাসনে বসেন ? – 273 খ্রিস্টপূর্বাব্দে ।
১৫) বিন্দুসারের অন্তিম শয্যায় সময় অশোক কোথায় রাজ প্রতিনিধি হিসেবে পদে আসীন ছিলেন ? – উজ্জয়নী ।
১৬) বিন্দুসারের রাজসভায় কে অশোকের জন্মের সময় ভবিষ্যৎবাণী করেন যে তিনি রাজা হবেন ? – আজীবিক সন্ন্যাসী পিঙ্গলাভস্ত।
১৭) অশোক তার সিংহাসন আরোহন কালে কার সমর্থন পেয়েছিলেন ? – মন্ত্রী রাধা গুপ্তের ।
১৮) রাজ তরঙ্গিনী কার লেখা ? – কলহন ।
১৯) অশোক কাশ্মীরের রাজা হিসাবে তার কোন পুত্র কে নিযুক্ত করেন ? – জলুকা ।
২০) কলিঙ্গ যুদ্ধ সূচনা হয় কত খ্রিস্টপূর্বাব্দে ? – 261 খ্রিস্টপূর্বাব্দে ( মতান্তরে 260 খ্রিস্টপূর্ব) ।
২১) অশোক তার যুদ্ধনীতি দ্বারা কোন নদীর তীরে সংঘটিত কলিঙ্গ যুদ্ধ জয় লাভ করেন ? – দয়া নদী ।
২২) কলিঙ্গ যুদ্ধের পরে অশোক কোন নীতি অবলম্বন করে ? – অহিংস নীতি ।
২৩) অশোক অহিংস নীতি গ্রহণের পরে চন্ডাশোক থেকে কিসে পরিণত হয় ? – ধর্মাশোক ।
২৪) অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত দেন কে ? – উপগুপ্ত ।
২৫) অশোকের “ভেরিঘোষ” যুদ্ধনীতি কোন ধর্মপ্রচারের রূপান্তরিত হয় ? – ধম্মঘোষ ।
২৬) অশোকের ধর্ম যাত্রার সূচনা এবং বুদ্ধগয়া ভ্রমণ কত খ্রীষ্টপূর্বাব্দে হয় ? – 259 – 258 খ্রিস্টপূর্বাব্দ।
২৭) কত খ্রিস্টাব্দে অশোক বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনীতে তীর্থযাত্রা করেন এবং সেখানে বুদ্ধের স্মৃতিতে রুম্মিনদেই স্তম্ভলেখ স্থাপন করেন ? – 249 – 248 খ্রিস্টপূর্বাব্দ।
২৮) অশোকের মৃত্যু হয় কত খ্রীষ্টপূর্বাব্দে ? – 233 – 232 খ্রিস্টপূর্বাব্দে ।
২৯) কে এবং কোথায় তৃতীয় বৌদ্ধ সংগীত আয়োজন করে ? – অশোক, পাটালিপুত্র ।
৩০) রাস্তা রঙ্গিনী অনুযায়ী সম্রাট অশোকের প্রিয় দেবতা কে ছিলেন ? – শিব ।
৩১) বিহারের বোধগয়ায় কে প্রথম মহাবোধি মন্দির স্থাপন করেন ? – অশোক ।
মুখ্য অনুশাসন | বিষয় |
প্রথম মুখ্য গিরিশাসন | পশুবলি নিষিদ্ধকরণ |
দ্বিতীয় মুখ্য গিরিশাসন | মানুষ ও পশুদের চিকিৎসা |
তৃতীয় মুখ্য গিরিশাসন | প্রাদেশিক , রাজুক ও যুতদের সম্পর্কে বিবরণ |
চতুর্থ মুখ্য গিরিশাসন | ‘ভেরিঘোষের’ স্থানে ‘ধম্মঘঘোষের’ নীতিগ্রহণ |
পঞ্চম মুখ্য গিরিশাসন | ধম্মমহামাত্র নিয়োগ |
ষষ্ঠ মুখ্য গিরিশাসন | মন্ত্রীপরিষদ এবং পুলিশনি ও প্রতিবেদিকার সম্বন্ধে বিবরণ |
সপ্তম মুখ্য গিরিশাসন | সব ধর্মের প্রতি ধর্মীয় সহিষ্ণুতার নীতি |
অষ্টম মুখ্য গিরিশাসন | অশোকের সম্বোধি (বোধগয়া) দর্শন |
নবম মুখ্য গিরিশাসন | বিভিন্ন অনুষ্ঠানের অপ্রাসঙ্গিকতা |
দশম মুখ্য গিরিশাসন | রাজার খ্যাতির ইচ্ছা প্রকাশ করা |
একাদশ মুখ্য গিরিশাসন | ধৰ্ম্মনীতি |
দ্বাদশ মুখ্য গিরিশাসন | সকল ধর্মের প্রতি সহনশীলতা |
ত্রয়োদশ মুখ্য গিরিশাসন | কলিঙ্গ যুদ্ধ |
চতুর্দশ মুখ্য গিরিশাসন | অনুশাসনগুলির উদ্দেশ্য |
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।