হ্যালো বন্ধুরা আমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তারিত তথ্যের পর্ব চালু করেছি আজ Meghalaya Bengali pdf টি তোমাদের সাথে শেয়ার করছি এই পিডিএফে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানো হয়েছে , তোমরা সবাই Meghalaya Bengali pdf টি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন , কারণ এখান থেকে কিছু প্রশ্ন আগত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে।
পিডিএফ এর নমুনা নীচে দেওয়া হল –
এক নজরে মেঘালয়

১) অবস্থান = ভারতের উত্তর – পূর্ব সীমান্ত অঞ্চলে ।
২) গঠন কাল = 21 জানুয়ারি 1972 ।
৩) আয়তন = 22,429 বর্গ কিলোমিটার ।
৪) রাজধানী = শিলং ।
৫) জনসংখ্যা = 32,11,007 জন (ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী)।
৬) জনঘনত্ব = 140 জন প্রতি বর্গকিলোমিটার।
৭) লিঙ্গ অনুপাত = 986 ( প্রতি 1000 জন পুরুষ মহিলার সংখ্যা )।
৮) মোট সাক্ষরতার হার = 75.84 %।
৯) জেলার সংখ্যা = 11 টি।
১০) আইনসভা = 1 কক্ষযুক্ত ।
১১) রাজ্যপাল = Satya Pal Malik ।
১২) মুখ্যমন্ত্রী = Conrad Sangma ।
১৩) রাজ্যসভায় সদস্য = 1 জন ।
১৪) হাইকোর্ট = গুয়াহাটি ।
১৫) প্রধান ভাষা = খাসি , গারো ও ইংরেজি ।
১৬) উপজাতি = খাসি , জয়ন্তিকা , গারো ।
১৭) রাজ্যের প্রাণী = প্রাচ্যের স্কটল্যাণ্ড ।
১৮) রাজ্যের পাখি = হলুদ পা যুক্ত সবুজ পায়রা ।
১৯) রাজ্যের গাছ = আম ।
২০) রাজ্যের ফুল = জরুল ।
২১) রাজ্যের ফুল = ‘কুইন’ আনারস।
২২) প্রধান পর্বত = উচ্চতম শৃঙ্গ শিলং পিক ( উচ্চতা 1,965 মিটার ) ।
২৩) প্রধান ফসল = ধান , আলু , ভুট্টা , আদা , পাট ইত্যাদি ।
২৪) প্রধান খনিজদ্রব্য = কয়লা, চুনাপাথর, ডলোমাইট, ফেলসপার, কোয়ার্টজ ইত্যাদি
২৫) প্রধান নৃত্য = লাহো , নংক্রেম ।
২৬) শিল্প = সিমেন্ট শিল্প , হস্তশিল্প ইত্যাদি ।
২৭) পর্যটন কেন্দ্র = শিলং , নার্তিয়াং , উনিয়াম হ্রদ , চেরাপুঞ্জি ( বর্তমান নাম সোহরা , বিশ্বের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল , বার্ষিক গড় বৃষ্টিপাত ৪৫০ ইঞ্চি বা ১১,৪৩০ মিমি ) ইত্যাদি ।
ভারত তথা এশিয়ার বৃহত্তম জলপ্রপাত নোকালিকাই জলপ্রপাত । এটি সোহরা , মেঘালয়ে অবস্থিত । এর উচ্চতা 335 মিটার ।
২৮) অপর নাম = প্রাচ্যের স্কটল্যাণ্ড ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।