Magadh Samrajya (মগধ সাম্রাজ্য)
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Magadh Samrajya (মগধ সাম্রাজ্য) নতুন PDF নিয়ে এসেছি । আজ আমাদের এই PDF এ থাকছে হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশের নন্দ বংশ আলেকজান্ডার এর সমন্ধে এক কোথায় প্রশ্ন । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
বৈদিক যুগের শেষ পর্যায়ে সামাজিক বৈষম্য, জাতিভেদ প্রথা প্রভৃতিকে কেন্দ্র করে প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল। তৎকালীন সময়ে ভারতে 16 টি রাজ্যের সৃষ্টি হয়েছিল যাকে একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। ষোড়শ মহাজনপদের মধ্যে একটি মহাজন বা রাজ্য ছিল- মগধ। মূলত চারটে বংশকে কেন্দ্র করে মগধ গড়ে উঠেছিল, এগুলি হল- হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ। মগধের প্রথম রাজা বা প্রাচীনতম বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বৃহদ্রথ । এর রাজধানী ছিল রাজগৃহ । বৃহদ্রথের পুত্রের নাম ছিল জরাসন্ধ । জরাসন্ধ এর পুত্রের নাম ছিল সহদেব । সহদেবের পুত্রের নাম ছিল রূপপূঞ্জয় । ( এই বৃহদ্রথ বংশের কোনরকম পরিপূর্ণ ঐতিহাসিক সাক্ষ্য নেই , তাই বৃহদ্রথ বংশ কে প্রথম ঐতিহাসিক বংশ বলে মনে করা হয় না । এর জন্য প্রথম ঐতিহাসিক বংশ বলে মনে করা হয় হর্ষঙ্ক বংশকে ) ।
১) হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা কে ছিলেন ? — বিম্বিসার ।
২) বিম্বিসার কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসন আরোহন করেন ? — 544 খ্রিস্টপূর্বাব্দে ।
৩) বিম্বিসারের রাজধানী কোথায় ছিল ? — রাজগৃহ ।
৪) বিম্বিসার কোন ধর্মের অনুগামী ছিলেন ? — বৌদ্ধধর্ম ।
৫) বিম্বিসার প্রথম ভারতীয় রাজা হিসেবে কোন ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন ? — প্রশাসনিক ব্যবস্থার উপর ।
৬) বিম্বিসার কাকে পরাজিত করে অঙ্গরাজ্য কে মগধ রাজ্যের সাথে মিলিত করে ? — ব্রহ্মদত্তকে ।
৭) বিম্বিসার এর রাজবৈদ্যের নাম কি ছিলো ? — জীবক ।
৮) বিম্বিসার মগধের উপর কত বছর শাসন করেছিলেন ? — 52 বছর ।
৯) বিম্বিসারের পুত্রের নাম কি ছিল ? — অজাতশত্রু ।
১০) বিম্বিসার কে হত্যা করেন ? — বিম্বিসারের পুত্র অজাত শত্রু।
১১) অজাতশত্রু এর ডাক নাম কি ছিল ? — কুনিক ।
১২) অজাতশত্রু কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসন আরোহন করেন ? — 493 খ্রিস্টপূর্বাব্দে ।
১৩) অজাতশত্রু কোন ধর্মের অনুগামী ছিলেন ? — জৈন ধর্ম ।
১৪) অজাতশত্রু মগধের উপর কত বছর শাসন করেছিলেন ? — 32 বছর ।
১৫) অজাতশত্রু মন্ত্রীর নাম কি ছিল ? — বর্ষকার বা বর্ষক ।
১৬) অজাতশত্রু কার সাহায্যে বৈশালী রাজ্য জয় করেন ? — মন্ত্রী বর্ষকের।
১৭) অজাতশত্রু এর পুত্রের নাম কি ছিল ? — উদায়ীন ।
১৮) উদায়ীন মগধ সাম্রাজ্যের সিংহাসন আরোহন করে কত খ্রীষ্টপূর্বাব্দে ? — 461 খ্রীষ্টপূর্বাব্দে ।
১৯) উদায়ীন কোন ধর্মের অনুগামী ছিলেন ? — জৈন ধর্ম ।
২০) উদায়ীন মগধের রাজধানী রাজগৃহ থেকে কোথায় স্থানান্তরিত করেন ? — পাটালিপুত্রে ।
২১) উদায়ীন এর পুত্রের নাম কি ছিল ? — নাগদশক ।
২২) নাগদশকের সেনাপতি নাম কি ছিল ? — শিশুনাগ ।
২৩) নাগদশক কে হত্যা করেন ? — শিশুনাগ ।
২৪) হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ? — নাগদশক ।
২৯) শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ? – শিশুনাগ ।
৩০) শিশুনাগ কোন রাজাকে যুদ্ধে পরাজিত করেছিলেন ? – অবন্তী রাজাকে ।
৩১) শিশুনাগ এর পুত্রের নাম কি ছিল ? – কালাশোক ।
৩২) কোন দুটি রাজ্য কে তিনি সাম্রাজ্যভুক্ত করেন ? – বৎস ও কৌশল ।
৩৩) শিশুনাগ মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত করেন ? – বৈশালী ।
৩৪) শিশুনাগের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন ? – কালাশোক ।
৩৫) দ্বিতীয় বৌদ্ধ সংগীত কে আয়োজন করেন ? – কালাশোক ।
৩৬) বৈশালী কে কোন রাজা সাংস্কৃতি রাজধানী বানিয়েছেন ? – কালাশোক ।
৩৭) কালাশোক মগধের রাজধানী বৈশালী থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন ? – পাটালিপুত্র ।
৩৮) শিশুনাগ বংশের সবথেকে অযোগ্য শাসক কে ছিলেন ? – নন্দীবর্মন ।
৩৯) নন্দীবর্মনের সেনাপতি কে ছিলেন ? – মহাপদ্মনন্দ ।
৪০) নন্দীবর্মন কে হত্যা করেন ? – মহাপদ্মনন্দ ।
৪১) শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন ? – নন্দীবর্মন ।
৪২) নন্দ বংশের প্রতিষ্ঠা কে করেন ? – মহাপদ্মনন্দ ।
৪৩) মহাপদ্মনন্দ কোন জাতির ছিলেন ? – শূদ্য ।
৪৪) মহাপদ্মনন্দ কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন ? – 345 খ্রিস্টপূর্বাব্দে ।
৪৫) মহাপদ্মনন্দ এর রাজত্বকাল এর সময়সূচী কত ছিল ? – 345 খ্রিস্টপূর্বাব্দ থেকে 329 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ।
৪৬) দ্বিতীয় পশুরাম কাকে বলা হয় ? – মহাপদ্ম নন্দ কে ।
৪৭) সমস্ত ক্ষত্রিয় রাজাদের হত্যা করার পরিকল্পনা কোন রাজা করেছিলেন ? – মহাপদ্ম নন্দ ।
৪৮) কলিঙ্গ রাজ্যের উপর আক্রমন করে একরাট উপাধি কোন রাজা গ্রহণ করেছিলেন ? – মহাপদ্ম নন্দ ।
৪৯) মহাপদ্ম নন্দের পুত্রের নাম কি ছিল ? – ধননন্দ ।
৫০) নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন ? – ধননন্দ ।
৫১) ধননন্দ কে পরাজিত করেন ? – চন্দ্রগুপ্ত মৌর্য ।
৫২) ধননন্দের রাজত্বকালের সময় মগধ রাজ্যের উপর কোন বৈদেশিক আক্রমণ করেছিলেন ? – আলেকজান্ডার ।
৫৩) আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন ? – 356 খ্রিস্টপূর্বাব্দে ।
৫৪) আলেকজান্ডার এর পিতার নাম কি ছিল ? – ফিলিপ ।
৫৫) ফিলিপ কোথাকার শাসক ছিলেন ? – ম্যখসিডোনিয়ার ।
৫৬) ফিলিপ কত খ্রীষ্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ার শাসক হয়েছিলেন ? – 359 খ্রিস্টপূর্ব ।
৫৭) ফিলিপের হত্যা হয় কত খ্রিস্টপূর্বে ? – 329 খ্রীষ্টপূর্বাব্দে ।
৫৮) আলেকজান্ডার কার শিষ্য ছিলেন ? – অ্যারিস্টটলের ।
৫৯) আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত বিজয়ের অভিযান শুরু করেন ? – 326 খ্রিস্টপূর্বে ।
৬০) আলেকজান্ডারের সেনাপতির নাম কি ছিল ? – সেলুকাস ।
৬০) আলেকজান্ডার ভারতে আক্রমণের সময় প্রথমে কার সাথে যুদ্ধ করতে হয়েছিল ? – পাঞ্জাবের শাসক পুরুষের সাথে ।
৬১) আলেকজান্ডার ও পুরুষের সাথে যুদ্ধ কি নামে পরিচিত ছিল ? – হাইড্রা প্রেসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ ।
৬২) আলেকজান্ডারের সেনাবাহিনী কোন নদীর পশ্চিম তীরে পৌঁছে, নদী অতিক্রম করতে অস্বীকার করেছেন ? – ব্যাস নদী ।
৬৩) আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত থেকে ফিরে যান ? – 325 খ্রিষ্টপূর্বে ।
৬৬) আলেকজান্ডার ব্যাবিলনে কত খ্রিস্টপূর্বে এবং কত বছর বয়সে মারা যান ? – 323 খ্রিস্টপূর্বে 33 বছর বয়সে মারা যান ।
৬৭) আলেকজান্ডারের জল সেনাপতির নাম কি ছিল ? – নিড়িয়াকাস ।
৬৮) আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল ? – বোকেফলা ।
৬৯) কোন নদীর তীরে আলেকজান্ডার বোকেফেলা নামে একটি শহর তৈরি করেছিলেন ? – ঝিলাম নদী ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।