You are currently viewing Kerala Bengali Pdf Free Download

Kerala Bengali Pdf Free Download

হ্যালো বন্ধুরা আমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তারিত তথ্যের পর্ব চালু করেছি আজ Kerala Bengali pdf টি তোমাদের সাথে শেয়ার করছি এই পিডিএফে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানো হয়েছে , তোমরা সবাই Kerala Bengali pdf   টি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন , কারণ এখান থেকে কিছু প্রশ্ন আগত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। 

পিডিএফ এর নমুনা নীচে দেওয়া হল –                   

একনজরে কেরালা

Kerala Bengali pdf

১) অবস্থান =  ভারতের দক্ষিণ-পশ্চিম অংশে ।

২) গঠন কাল = 1956 সালের ১ নভেম্বর।

৩) আয়তন = 38,863 বর্গকিমি।

৪) রাজধানী = তিরুবনন্তপুরুম ।

৫) অপর নাম = God’s Own Country ( ঈশ্বরের আপন দেশ ) ।

৬) জনসংখ্যা = 3,33,87,677 জন (ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী)।  

৭) জনঘনত্ব = 859 জন প্রতি বর্গকিলোমিটার।

৮) লিঙ্গ অনুপাত = 968 জন ( প্রতি 1000 জন পুরুষ মহিলার সংখ্যা )।

৯) মোট সাক্ষরতার হার = 93.91 %।

১০) জেলার সংখ্যা = 14 টি।

১১) আইনসভা = 1 কক্ষযুক্ত  ।

১২) রাজ্যপাল = Arif Mohammad Khan ।  

১৩) মুখ্যমন্ত্রী = Pinarayi Vijayan ।

১৪) রাজ্যসভায় সদস্য = ৩ জন ।

১৫) হাইকোর্ট = কেরালা ।

১৬) প্রধান ভাষা = মালয়ালম ।

১৭) উপজাতি = কাদার , পালিয়া , ইজারা , উড়ালি ।

১৮) রাজ্যের পশু = হাতি ।

১৯) রাজ্যের পাখি = গ্রেট হর্নবিল ।

২০) রাজ্যের গাছ = নারকেল ।

২১) রাজ্যের ফুল = গোল্ডেন শাওয়ার ।

২২) প্রধান পর্বত = আন্নামালাই পর্বত ।

২৩) প্রধান নদী = পেরিয়ার , পাম্বা , মণিমালা , আচেনকোভিল , মিনাচিল ইত্যাদি ।

২৪) প্রধান ফসল = নারিকেল, কাজুবাদাম, রবার, ছোট এলাচ, সুপারি, আখ, ধান , টপিওকা , তুলা , তৈলবীজ ।

২৫) প্রধান খনিজদ্রব্য = জিরকন, সিলিমেনাইট , ইলমেনাইট ইত্যাদি ।

২৬) শিল্প = কয়্যার শিল্প, চা শিল্প , ইঞ্জিনিয়ারিং শিল্প ও পর্যটন শিল্প ইত্যাদি ।

২৭) প্রধান উৎসব = ওনাম ( আগস্ট – সেপ্টেম্বরে ফসল বপনের উৎসব । ১০ দিন ব্যাপী এই উৎসব পালিত হয় ।

২৮) প্রধান নৃত্য = কথাকলি , মোহিনীআট্টম , চাকিয়ার কুণ্ডু , ওট্টাম থালুই , কোইকট্টিকাল্লি , থিরুভাতিকলি , পুলিকেলি।

২৯) পর্যটন কেন্দ্র = আলেপ্পি ( পূর্বের ভেনিস ) , অলওয়ে , কালিকট , কুমুর , এর্নাকুলাম , কালাডি , কোঝিকোড় , কোভালাম , পালাক্কাড় , পেরিয়ার, কুইলন , তিরুবনন্তপুরম , তেনমালা প্রজাপতি উদ্যান , অস্তমুদি লেক , ভেদানাদ লেক, ইত্যাদি ।

এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।

Leave a Reply