হ্যালো বন্ধুরা আমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তারিত তথ্যের পর্ব চালু করেছি আজ Kerala Bengali pdf টি তোমাদের সাথে শেয়ার করছি এই পিডিএফে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানো হয়েছে , তোমরা সবাই Kerala Bengali pdf টি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন , কারণ এখান থেকে কিছু প্রশ্ন আগত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে।
পিডিএফ এর নমুনা নীচে দেওয়া হল –
একনজরে কেরালা

১) অবস্থান = ভারতের দক্ষিণ-পশ্চিম অংশে ।
২) গঠন কাল = 1956 সালের ১ নভেম্বর।
৩) আয়তন = 38,863 বর্গকিমি।
৪) রাজধানী = তিরুবনন্তপুরুম ।
৫) অপর নাম = God’s Own Country ( ঈশ্বরের আপন দেশ ) ।
৬) জনসংখ্যা = 3,33,87,677 জন (ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী)।
৭) জনঘনত্ব = 859 জন প্রতি বর্গকিলোমিটার।
৮) লিঙ্গ অনুপাত = 968 জন ( প্রতি 1000 জন পুরুষ মহিলার সংখ্যা )।
৯) মোট সাক্ষরতার হার = 93.91 %।
১০) জেলার সংখ্যা = 14 টি।
১১) আইনসভা = 1 কক্ষযুক্ত ।
১২) রাজ্যপাল = Arif Mohammad Khan ।
১৩) মুখ্যমন্ত্রী = Pinarayi Vijayan ।
১৪) রাজ্যসভায় সদস্য = ৩ জন ।
১৫) হাইকোর্ট = কেরালা ।
১৬) প্রধান ভাষা = মালয়ালম ।
১৭) উপজাতি = কাদার , পালিয়া , ইজারা , উড়ালি ।
১৮) রাজ্যের পশু = হাতি ।
১৯) রাজ্যের পাখি = গ্রেট হর্নবিল ।
২০) রাজ্যের গাছ = নারকেল ।
২১) রাজ্যের ফুল = গোল্ডেন শাওয়ার ।
২২) প্রধান পর্বত = আন্নামালাই পর্বত ।
২৩) প্রধান নদী = পেরিয়ার , পাম্বা , মণিমালা , আচেনকোভিল , মিনাচিল ইত্যাদি ।
২৪) প্রধান ফসল = নারিকেল, কাজুবাদাম, রবার, ছোট এলাচ, সুপারি, আখ, ধান , টপিওকা , তুলা , তৈলবীজ ।
২৫) প্রধান খনিজদ্রব্য = জিরকন, সিলিমেনাইট , ইলমেনাইট ইত্যাদি ।
২৬) শিল্প = কয়্যার শিল্প, চা শিল্প , ইঞ্জিনিয়ারিং শিল্প ও পর্যটন শিল্প ইত্যাদি ।
২৭) প্রধান উৎসব = ওনাম ( আগস্ট – সেপ্টেম্বরে ফসল বপনের উৎসব । ১০ দিন ব্যাপী এই উৎসব পালিত হয় ।
২৮) প্রধান নৃত্য = কথাকলি , মোহিনীআট্টম , চাকিয়ার কুণ্ডু , ওট্টাম থালুই , কোইকট্টিকাল্লি , থিরুভাতিকলি , পুলিকেলি।
২৯) পর্যটন কেন্দ্র = আলেপ্পি ( পূর্বের ভেনিস ) , অলওয়ে , কালিকট , কুমুর , এর্নাকুলাম , কালাডি , কোঝিকোড় , কোভালাম , পালাক্কাড় , পেরিয়ার, কুইলন , তিরুবনন্তপুরম , তেনমালা প্রজাপতি উদ্যান , অস্তমুদি লেক , ভেদানাদ লেক, ইত্যাদি ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।