হ্যালো বন্ধুরা আমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তারিত তথ্যের পর্ব চালু করেছি আজ Karnataka Bengali pdf টি তোমাদের সাথে শেয়ার করছি এই পিডিএফে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানো হয়েছে , তোমরা সবাই Karnataka Bengali pdf টি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন , কারণ এখান থেকে কিছু প্রশ্ন আগত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে।
পিডিএফ এর নমুনা নীচে দেওয়া হল –
একনজরে কর্ণাটক

১) অবস্থান = ভারতের দক্ষিণ অংশে ।
২) গঠন কাল = 1956 সালের।
৩) আয়তন = 1,91,791 বর্গকিমি।
৪) রাজধানী = বেঙ্গালুরু ।
৫) জনসংখ্যা = 3,33,87,677 জন (ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী)।
৬) জনঘনত্ব = 319 জন প্রতি বর্গকিলোমিটার।
৭) লিঙ্গ অনুপাত = ৪৪ জন ( প্রতি 1000 জন পুরুষ মহিলার সংখ্যা )।
৮) মোট সাক্ষরতার হার = 67.65 %।
৯) জেলার সংখ্যা = 33 টি।
১০) আইনসভা = 2 কক্ষযুক্ত ।
১১) রাজ্যপাল = Vajubhai Rudabhai Vala ।
১২) মুখ্যমন্ত্রী = B. S. Yediyurappa ।
১৩) রাজ্যসভায় সদস্য = 12 জন ।
১৪) হাইকোর্ট = বেঙ্গালুরু ।
১৫) প্রধান ভাষা = কন্নড়।
১৬) উপজাতি = ইডগা ।
১৭) রাজ্যের পশু = হাতি ।
১৮) রাজ্যের পাখি = ইন্ডিয়ান রোলার ।
১৯) রাজ্যের গাছ = চন্দন ।
২০) রাজ্যের ফুল = পদ্ম ।
২১) পূর্বনাম = মহীশূর।
২২) প্রধান নদী = কৃষ্ণা , কাবেরী। এছাড়া কৃষ্ণার শাখানদী ভীমা , তুঙ্গভদ্রা , ঘটপ্রভা , মালাপ্রভা, বেদবতী এবং কাবেরীর শাখানদী হেমবতী, লক্ষ্মণ, তীর্থ, কাবিনি ইত্যাদি নদী।
২৩) প্রধান ফসল = ধান , কফি , চন্দন কাঠ , তামাক , ছোট এলাচ , মিলেট , আখ ইত্যাদি । উৎপাদনে প্রথম ও এলাচ , সূর্যমুখী তেল ।
২৪) প্রধান খনিজদ্রব্য = সোনা চিনামাটি , লৌহ আকরিক , তামা , ম্যাঙ্গানিজ ইত্যাদি ।
২৫) শিল্প = মেশিন যন্ত্রাংশ , বিমানপোত শিল্প , টেলি যোগাযোগ শিল্প , সার শিল্প , কাগজ , সিমেন্ট , লৌহ ইস্পাত , ইলেকট্রনিক্স শিল্প , কম্পিউটার শিল্প ইত্যাদি ।
২৬) প্রধান উৎসব = দশেরা , কোনাগা , খাজা বান্দানওয়াজ চিড়ির উরস , শ্রাবণবেলাগালায় গামতেশ্বর , কারাগ , উগাডি ( কানাড়া ) নববর্ষ , চৈত্রের প্রথম দিন।
২৭) প্রধান নৃত্য = যক্ষগণা ।
২৮) পর্যটন কেন্দ্র = বাদামি (চালুক্য রাজবংশের রাজধানী) , বেঙ্গালুরু , বেলগাঁও , ভদ্রাবতী বিদর , বিজাপুর , চিকমাগালুর , শ্রবণাবেলাগোলা , শ্রীরঙ্গপত্তনম , বিজয়নগর (১৪শ শতকে ( ১৩৩৬ খ্রি. ) এটি হরিহর ও বুক্কা ভ্রাতাদের দ্বারা নির্মিত হয় ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।