General Studies Part - 44 ( জেনারেল স্টাডিজ পর্ব – 44 )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 44(General studies part 44) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) ভারত্রে নাগরিকত্ব আইন কোন বছর প্রবর্তিত হয় ? – ১৯৫৫ সালে ।
2) ভারতের সংবিধানে ক’ধরণের স্বাধীনতা স্বীকৃতি আছে ? – ৬ ।
3) কোন বছর সিকিম পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে মর্যাদা লাভ করে ? – ১৯৭৫ সালে ।
4) ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ? – তৃতীয় ।
5) সাংবিধানিক পরিষদ কবে ভারতের জাতীয় সঙ্গীতের হিন্দি অনুবাদ সরকারিভাবে মেনে নেয় ? – ১৯৫০ সালের ২৪ জানুয়ারি ।
6) ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার জরুরি অবস্থার সময় কোন ধারা বলে মুলতুবি রাখা হয় ? – ৩৫৯ নং ধারা।
7) সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত বিষয়টি কোন সংবিধানের প্রভাবে গৃহীত হয়েছে ? – আমেরিকার সংবিধান ।
8) জাতীয় প্রতীকের ‘সত্যমেব জয়তে’ উপদেশমূলক কথাটি কোন শাস্ত্র থেকে নেওয়া ? – মুণ্ডক উপনিষদ থেকে ।
9) সংবিধানের ‘প্রস্তাবনা’কতবার সংশোধন করা হয়েছে ? – ১ বার ।
10) সংবিধানের অংশ হিসাবে প্রস্তাবনাকে সুপ্রিম কোর্ট কোন মামলায় প্রথম স্বীকার করেছে ? – কেশবানন্দ ভারতী মামলায় ( ১৯৭৪ ) ।
11) ভারতে রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কী ? – জনসাধারণ (People) ।
12) রেশম মথের কোকুনে কতটা তন্তু থাকে ? – 900 – 1,400 মিটার ।
13) রেশম তন্তুর রঞ্জকের নাম কী ? – জ্যান্থোফিল , ক্যারোটিন , কেস্ফিসিন ।
14) কোন প্রকার চিংড়ি মিষ্টি জলে চাষ করা হয় ? – গলদা চিংড়ি ।
15) পশ্চিমবঙ্গের রেশম গবেষণা কেন্দ্র কোথায় আছে ? – মুর্শিদাবাদের বহরমপুরে ।
16) মধু ও ফুলের পরাগ মিশে কী তৈরি করে ? – বি ব্রেড ।
17) বিভিন্ন প্রকার মিষ্টি ফলে কী জাতীয় শর্করা রয়েছে ? – ফুক্টোজ ।
18) মানবদেহের গুরুত্বপূর্ণ কঠিন অ্যালকোহল বা, স্টেল কোনটি ? – কোলেস্টেরল ।
19) গ্যালাকটোজ বা ফুক্টোজ মানবদেহের কোথায় গ্লুকোজে পরিণত হয় ? – লিভার ।
20) প্লুরা কিসের আবরণ ? – ফুসফুসের ।
21) ব্রুনারের গ্রন্থি কোথায় থাকে ? – ক্ষুদ্রান্ত্রে ।
22) কৃত্রিম বীজ প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী ? – Murashige ও Skoog .
23) কানের বায়ুচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ ? – ইউস্টেচিয়ান নালী ।
24) চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয় না ? – ব্লাইন্ড স্পট ।
25) ‘পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর’ কোন ভিটামিনকে বলা হয় ? – ভিটামিন-B3 ।
26) ভিটামিন-B3, এর রাসায়নিক নাম কী ? – নিয়াসিন ।
27) কোন ধাতুর জন্য আতসবাজিতে সবুজ আলোর ছটা দেখা যায় ? – বেরিয়াম ।
28) মার্শ গ্যাস আসলে কী ? – মিথেন ।
29) ভোল্টামিটারেকী মাপা হয় ? – তড়িৎ প্রবাহ ।
30) কোন উষ্ণতাকে পরমশূন্য তাপমাত্রা বলে ? – 0 কেলভিন ।
31) মানুষের রক্তের সবচেয়ে বড় শ্বেতকণিকা কোনটি ? – মনোসাইট ।
32) ইলেক্ট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি ? – টাংস্টেন ।
33) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি আলাদা হয় ? – অ্যানাফেজ ।
34) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? – ৬০ টি ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।