General Studies Part - 43 ( জেনারেল স্টাডিজ পর্ব – 43 )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 43(General studies part 43) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) অশ্বশক্তি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ? – জেমস ওয়াট ।
2) চামড়ার ট্যানারির দূষণে কোন পদার্থ উৎপন্ন হয় ? – ক্যাডমিয়াম ।
3) কোন গ্যাসের কোনো রং নেই অথচ অত্যন্ত বিষাক্ত ? – সায়ানোজেন ।
4) মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি ? – ৩ জোড়া ।
5) প্রস্বেদন – এর সমার্থক শব্দ কী ? – বাষ্পমোচন ।
6) গিনিপিগে কোন শিরা থাকে না ? – রেনাল পোর্টাল ।
7) কোন স্তর থেকে হৃৎপিণ্ডের কপাটিকা তৈরি হয় ? – মেসোকার্ডিয়াম ।
8) কোন বৈশিষ্টটি ব্রায়োফাইটে থাকে না ? – রেণুপত্র ।
9) নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কী ? – অ্যানাবেন ।
10) বুলেট প্রুফ গাড়িতে কোন ধরনের কাচ ব্যবহৃত হয় ? – Pyrex glass ।
11) মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে ? – ব্রেদালাইজার ।
12) বিশুদ্ধ সূর পাওয়া যায় শুধুমাত্র কীসে ? – সুরশলাকায় ।
13) গোনাডস কী ? – পুং জননকোশ ও স্ত্রীজননকোশ উৎপন্নকারী যৌন গ্রন্থি দুটিকে গোনাডস বলে ।
14) সিসমোগ্রাফ কী ? – ভূকম্পন মাত্রার যন্ত্র ।
15) বহু দূরের দুটি জাহাজের মধ্যে দূরত্ব মাপতে কোন একক ব্যবহৃত হয় ? – নটিক্যাল মাইল ।
16) পতনশীল বস্তুর বিভিন্ন সূত্র কে বের করেন ? – গ্যালিলিও গ্যালিলেই ।
17) কোন যন্ত্র দিয়ে বস্তুর ওজন মাপা হয় ? – স্প্রিং তুলা ।
18) সব ধরনের শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে হতে শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় ? – তাপশক্তিতে ।
19) কপূরকে গরম করলে তা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলা হয় ? – উর্ধ্বপাতন ।
20) রিকসিয়া কোন জাতীয় উদ্ভিদ ? – উভচর ।
21) পায়রার বৃক্কের সামনে থাকা হলদু রঙের গ্রন্থিকলাকে কী বলে ? – ক্রোমাফিল কলা ।
22) আনুভূমিক অবস্থিত দুর্বল কাণ্ডের অন্য নাম কী ? – ব্রততী ।
23) আলোকবর্ষ কীসের একক ? – দূরত্বের ।
24) উড়োজাহাজের উত্থান কোন নীতির ওপর নির্ভর করে ? – বার্ণোলীর নীতি ।
25) পেট্রোলের রাসায়নিক এর নাম কি ? – গ্যাসোলিন ।
26) ব্যারোমিটার কে আবিষ্কার করে ? – টরেসেলি ।
27) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? – ভিটামিন সি ।
28) পিপড়ে হুলে কী অ্যাসিড থাকে ? – ফরমিক অ্যাসিড ।
29) রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কী বলে ? – ভালকানাইজেশন ।
30) বেকিং সোডার রাসায়নিক নাম কী ? – সোডিয়াম বাই কার্বোনেট ।
31) মানুষের হাত কোন শ্রেণির লিভার ? – তৃতীয় শ্রেণির ।
32) ইলেকট্রন কে আবিষ্কার করেন ? – টমসন ।
33) ফুসফুসের গাঠনিক একক কী ? – এলভিওলাই ।
34) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কী ? – Sea Wasp বা সমুদ্র বোলতা ।
35) টেলিগ্রাফিক কোড আবিষ্কার কারেন কে ? – স্যামুয়েল মর্স ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।