General Studies Part - 40 ( জেনারেল স্টাডিজ পর্ব – 40 )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 40(General studies part 40) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? – ২৪ টি ।
2) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? – ২২ টি ।
3) মুরগিতে কয়টি ক্রোমোজোম থাকে ? – ৭৮ টি ।
4) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? – ৫৪ টি ।
5) পাকা কলায় কী থাকে ? – এমাইল অ্যাসিটেট ।
6) পাকা আনারসে কী থাকে ? – ইথাইল অ্যাসিটেট ।
7) পাকা কমলায় কী থাকে ? – অকটাইল অ্যাসিটেট ।
8) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কী বলে ? – জেরোফাইট ।
9) জিহ্বার অগ্রভাগ কোন ধরনের স্বাদ গ্রহণ করে ? – মিষ্টি ।
10) ব্লাড ক্যান্সার হয় কারণ কি ? – রক্তে শ্বেত কণিকা বেড়ে যায় ।
11) ইনসুলিনের কাজ কী ? – রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা ।
12) রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত ? – ৫০০ : ১ ।
13) মানব দেহের সবচেয়ে দৃঢ় ও দীর্ঘ অস্থি কী ? – উরু অস্থি ।
14) শিরা কোন ধরনের রক্ত বহন করে ? – কার্বন-ডাইঅক্সাইড ।
15) শিশুদের রিকেটস হয় কারণ ? – ভিটামিন D এর অভাবে ।
16) রক্তের PH এর মান কত ? – ৭.২ – ৭.৪ ।
17) হিমোগ্লোবিন বিহীন রক্ত কোষ কোনটী ? – শ্বেত কণিকা ।
18) মানুষের মুত্রের PH এর মান কত ? – ৪.৭ – ৮ ।
19) মানুষের দেহে কিড়নি আছে ? – ২ টি ।
20) মানুষের লালারসে যে এনজাইম থাকে ? – অ্যামাইলেজ ।
21) শীত , গ্রীষ্ম , লজ্জা , কোল ইত্যাদি অনুভূত থাকে ? – থ্যালামাসে ।
22) মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে কাজ করে ? – হরমোন ।
23) দেহে মেলানিনের প্রধান কাজ কী ? — সূর্য রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা ।
24) রক্তে প্রয়োজনের অতিরিক্ত গুকোজ পাওয়া গেলে কোন রোগ হয় ? – ভায়াবেটিস ।
25) কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ? – ইস্ট্রোজেন ।
26) চা পাতায় কি থাকে ? – ভিটামিন বি কমপ্লেক্স ।
27) প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে ? – মসুর ডালে ।
28) কচুশাক বিশেষভাবে মূল্যবান কীসের জন্য ? – লৌহ উপাদানের জন্য ।
29) রাতকানা রোগ হয় কীসের ফলে ? – ভিটামিন A এর অভাবে ।
30) লেবুতে বেশি থাকে কোন ভিটামিন ? – ভিটামিন C ।
31) সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন ভিটামিন ? – ভিটামিন D ।
32) ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে ? – অ্যালবুমিন ।
33) মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় ? – দুধকে ।
34) কোলেস্টরল হল এক ধরনের কি ? – অসম্পৃক্ত অ্যালকোহল ।
35) সহজে সর্দি কাশি হয় কীসের অভাবে ? – ভিটামিন সি এর অভাবে ।
36) মিষ্টি কুমড়ো কী জাতীয় খাদ্য ? – ভিটামিন জাতীয় খাদ্য ।
37) দুধে কোন অ্যাসিড থাকে ? – ল্যাকটিক অ্যাসিড ।
38) আয়োডিনের অভাবে কী রোগ হয় ? – গলগণ্ড রোগ হয় ।
39) হাড় ও দাঁত তৈরির জন্য প্রয়োজন হয় – D ভিটামিন ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।