General Studies Part - 39 ( জেনারেল স্টাডিজ পর্ব – 39 )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 39(General studies part 39) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) আইসোটনে কী সমান থাকে ? – নিউট্রন ।
2) আইসোটোপে কী ভিন্ন থাকে ? – ভর সংখ্যা ।
3) পরমাণুর নিউক্লিয়াসে থাকে না কোনটি ? – ইলেকট্রন ।
4) কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয় ? – শূন্য ডিগ্রি ।
5) একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কী বলা হয় ? – আইসোটোপ ।
6) পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কী হিসাবে ব্যবহৃত হয় ? – ধনাত্মক অণুঘটক হিসাবে ।
7) প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে ? – কৈশিক ক্রিয়ায় ।
8) কোল গ্যাসের মধ্যে থাকে এমন তিনটি হাইড্রোকার্বন কী ? – মিথেন , ইথিলিন ও অ্যাসিটিলিন ।
9) শুকনো ব্যাটারিতে যে দণ্ডটি ধনাত্বক দ্বার হিসাবে কাজ সেট কী দিয়ে তৈরি হয় ? – পিতল ।
10) ক্ষারকীয় লবণ কোনগুলি ? – Pb(OH)Cl , Pb(OH)NO3 ।
11) পারমাণবিক সংখ্যার আবিষ্কারক কে ? – বিজ্ঞানী মোসলে ।
12) লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় ? – দস্তা ।
13) জল কয় অবস্থায় থাকতে পারে ? – ৩ ।
14) সবচেয়ে হালকা মৌল কোনটি ? – হাইড্রোজেন ।
15) সবচেয়ে ভারী মৌল ? – ইউরেনিয়াম ।
16) ইউরেনিয়ামের আণবিক ভর কত ? – ২৩৮ ।
17) কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল ? – জিপসাম ।
18) আইসোবারে কী ভিন্ন থাকে ? – প্রোটন সংখ্যা ।
19) আইসোবারে সমান থাকে কোনটি ? – ভর সংখ্যা ।
20) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? – টারটারিক অ্যাসিড ।
21) আমলকীতে কোন অ্যাসিড থাকে ? – অক্সালিক অ্যাসিড ।
22) আঙুরে কোন অ্যাসিড থাকে ? – টারটারিক , ম্যালিক অ্যাসিড ।
23) কমলালেবুতে কোন অ্যাসিড থাকে ? – অ্যাসকরবিক অ্যাসিড ।
24) টম্যাটোতে কোন অ্যাসিড থাকে ? – সাইট্রিক অ্যাসিড ।
25) লেবুর রসে কোন অ্যাসিড থাকে ? – সাইট্রিক অ্যাসিড ।
26) আপেলে কোন অ্যাসিড থাকে ? – ম্যালিক অ্যাসিড ।
27) দুধে কোন অ্যাসিড থাকে ? – ল্যাকটিক অ্যাসিড ।
28) কচু খেলে গলা চুলকায় কেন ? – কারণ কচুতে ক্যালশিয়াম অক্সালেট থাকে ।
29) লাফিং গ্যাস কী ? – নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক ।
30) দার্শনিকের উল কী ? – জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
31) সাপের বিষে কোন ধাতুর অণু থাকে ? – জিঙ্ক ।
32) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? – ফার্নবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০ টি ।
33) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? – ১২ টি ।
34) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? – ৭৮ টি ।
35) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? – ৬০ টি ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।