General Studies Part - 38 ( জেনারেল স্টাডিজ পর্ব – 38 )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 38(General studies part 38) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে ? – প্যারাথিয়ন ।
2) ক্ষুদ্রান্ত্রের C আকৃতির অংশকে কী বলে ? – ডিওডিনাম ।
3) কোন স্তন্যপায়ী প্রাণীর RBC নিউক্লিয়াস যুক্ত ? – উট ।
4) কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না ? – প্লীহা।
5) দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ? – সায়াটিক ।
6) গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ? – পাকস্থলি ।
7) কোন হরমোন রক্তচাপ বাড়ায় ? – অ্যাড্রিনালিন।
8) পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ? – প্লাস্টিড ।
9) সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কী ? – অ্যানাবিন , নস্টক ।
10) ‘পিউটার’ ধাতু সংকর উপাদানে কী কী থাকে ? – ৫০% সীসা ও ৫০% টিন ।
11) ‘সেরেল সিমেন্ট’ কী কাজে ব্যবহার করা হয় ? – দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়।
12) স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয় ? – ইস্পাত ।
13) ‘টায়ালিন’ জাতীয় খাদ্যকে পাচিত করে ? – শ্বেতসার ।
14) মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কী ? – এনামেল ।
15) ভিনিগার কীসের জলীয় দ্রবণ ? – অ্যাসেটিক অ্যাসিড ।
16) লিটমাস পেপারের দ্রবণ কোন রংকে নির্দেশ করে ? – লাল রংকে ।
17) কোন স্তনপায়ী প্রাণীর দেহে লোম থাকে না ? – তিমি ।
18) মৌমাছি কতদিন বাঁচে ? – ৫০-৬০ দিন ।
19) মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রোগ কোন বয়সে দেখা যায় ? – ৪০-৪৫ বছর ।
20) সেন্ট্রিওল কে আবিষ্কার করেন ? – বোভেরি ( ১৮৮৮ সালে ) ।
21) স্ট্রেপটোকক্কাস ও গনোকক্কাস কী ? – গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটিরিয়ার।
22) তেল, ট্যানিন, ধাতৰ কেলাস ইত্যাদি কোন কোষ সঞ্চয় করে ? – ইডিওব্লাস্ট ।
23) ইন্টারফেরন কী ? – এক ধরনের কোষ নিঃসৃত রাসায়নিক পদার্থ, যা বীজাণু প্রতিরোধক পদার্থ ।
24) টাইফয়েড জীবাণুর আকৃতি কেমন ? – দণ্ডাকার ।
25) ক্যাপসিড় আবরণের এককগুলিকে কী বলে ? – ক্যাপসোমিয়ার ।
26) নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন ? – গোলাকার ।
27) মাছের পাখনা-পচন রোগ কী ঘটিত রোগ ? – জীবাণু ঘটিত ।
28) কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন ? – ডারউইন ।
29) লায়োনেট গ্রন্থির ক্ষরণ উপাদানের কাজ কী ? – উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা।
30) কোন মশাকে বাঘ মশা বলে ? – এডিস মশাকে ।
31) কোন মাছকে জিওল মাছ বলে ? – কই, শিঙি, মাগুরকে।
32) পুকুরে কেনা চুন দেওয়া ? – জলের অল্মতা নাশ করা ও রোগ প্রতিরোধ করার জন্য।
33) ভিটামিন B – এর রাসায়নিক নাম ? – প্যান্টোথেনিক অ্যাসিড ।
34) পায়রার বায়ুথলির সংখ্যা কটি ? – ৯ টি ।
35) ফিতাকৃমির মুখ্য পোশক কে ? – মানুষ।
36) জীবাণুর প্রোটিন দিয়ে তৈরি আবরণকে কী বলে ? – ক্যাপসিড ।
37) রান্নার গ্যাসে (LPG) কোন কোন উপাদান থাকে ? – বুটেন ও প্রোপেন ।
38) চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার পরিবর্তন হয় ? – বাড়ে।
39) রকেটে জ্বালানি হিসাবে কী ব্যবহৃত হয় ? – তরল হাইড্রোজেন ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।