General Studies Part - 36 ( জেনারেল স্টাডিজ পর্ব – 36 )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 36(General studies part 36) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ? – ফর্মিক অ্যাসিড ।
2) কোন অ্যাসিড মানুষের পাকস্থলীতে খাদ্যদ্রব্য পরিপাকে সাহায্য করে অ্যাসিড ? – হাইড্রোক্লোরিক অ্যাসিড ।
3) অণুর গঠন অনুযায়ী, অ্যাসিড কয় ধরণের হয় ? – দুই প্রকার , যথা হাইড্রাসিড ও অক্সি অ্যাসিড ।
4) কীসের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে ? – অ্যাসিডের ।
5) কোন অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড নামে পরিচিত ? – তরল হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ।
6) শিলং ছাড়া ভারতের আর কোথায় বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায় ? – পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে ।
7) ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম ? – সিকিম (৬,০৭,৬৮৮)।
8) ইউরোপের বৃহত্তম হ্রদ কোনটি ? – ল্যাডোগা (১৭,৭০০ বর্গ কিলোমিটার) ।
9) আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি ? – মিশিগান-হুরোন হ্রদ (১,১৭,৫৮৫ বর্গ কিলোমিটার) ।
10) বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদ কোথায় আছে ? – চোট এল জেরিড (৭,০০০ বর্গ কিলোমিটার, টিউনিশিয়া) ।
12) OCR’র পুরো কথাটি কী ? – Optical Corrector Reader .
13) UNIX কোন ধরনের সফটওয়্যার ? – Operating system .
14) বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী ? – ENIAC .
15) ভারতের কোন গ্রাম সর্বপ্রথম সম্পূর্ণ কম্পিউটারাইজড হিসাবে পরিচিতি পায় ? – কেরালার তিরুবনন্তপুরমের ভেল্লানাদ ।
16) পুণেতে Centre for Development and Advanced Computer কোন বছর গড়ে ওঠে ? – 1988 সালে।
17) জাহাজ মন্ত্রকের নাম বদলে কি রাখা হল ? – জাহাজ , বন্দর ও জলপথ মন্ত্রক ।
18) এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এমডি ও সিইও এখন কে ? – নবীন মুনোত।
19) রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের প্রথম চেয়ারপার্সন কে হলেন ? – ক্রিস গোপালকৃষ্ণন।
20) কলকাতা মেট্রো প্রথম স্মার্ট কার্ড কবে চালু করে ? – ২০১১ সালে ।
21) বন্ধন ব্যাঙ্ক সর্বভারতীয় ব্যাঙ্কে পরিণত হয় কবে ? – ২০১৫ সালে ।
22) ভারতের নাগরিকত্ব আইন কোন বছর প্রবর্তিত হয় ? – ১৯৫৫ সালে ।
23) ভারতের সংবিধানে কধরণের স্বাধীনতা স্বীকৃতি আছে ? — ৬ ।
24)কোন বছর সিকিম পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে মর্যাদা লাভ করে ? – ১৯৭৫ সালে ।
25) ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ? – তৃতীয় ।
26) সাংবিধানিক পরিষদ কবে ভারতের জাতীয় সঙ্গীতের হিন্দি অনুবাদ সরকারিভাবে মেনে নেয় ? – ১৯৫০ সালের ২৪ জানুয়ারি ।
27) ১৯৩০ – এর দশকে বিহারে সংগঠিত কৃষক আন্দোলনের নেতা কে ছিলেন ? – স্বামী সহজানন্দ ।
28) ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব প্রথম কোন ভারতীয় দেন ? – রামগোপাল ঘোষ (১৮৫৪ সালের ২৯ মার্চ ) ।
29) নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ? – গারো ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।