General Studies Part - 35 ( জেনারেল স্টাডিজ পর্ব – 35 )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 35(General studies part 35) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) ‘দি কমনওয়েলথ’ পত্রিকা কে কবে বের করেন – অ্যানি বেসান্ত, ১৯১৪ সালের ২ জানুয়ারি ।
2) জাতীয়তাবাদ প্রচারের জন্য কে ‘আলহিলাল’সংবাদপত্র প্রকাশ করেন ? — আবুল কালাম আজাদ ।
3) স্বাধীনতা আন্দোলনের সূচনাপর্বে কোন জাতীয়তাবাদী নেতা ইংল্যান্ডে ভারতীয় জাতীয় আন্দোলনের প্রতি জনমত গড়ার চেষ্টা চালান ? – দাদাভাই নওরোজি ।
4) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক ও’ডায়ারকে উধম সিং কোথায় কবে গুলি করে হত্যা করেন ? – ১৯৪০ সালের ১৩ মার্চ লন্ডনের ক্যাটন প্রেক্ষাগৃহে ।
5) মহারাষ্ট্রের কোন বিপ্লবী ‘দ্বিতীয় শিবাজী’ নামে খ্যাত ছিলেন – বাসুদেব বলবন্ত মাড়কে।
6) পঞ্জাবের প্রথম বিপ্লব প্রচেষ্টার নায়ক কে ? – অজিত সিং ।
7) মদনমোহন মালব্য কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন ? – ১৯০৯ সালের ২৯ ডিসেম্বর ২৪ তম অধিবেশনে ।
8) বাস্তার বিদ্রোহের নায়ক কারা ছিলেন ? – লাল সাহেব ও মুরিয়া রানি ।
9) ‘ন্যাশনাল লিগ’ কে প্রতিষ্ঠা করেন ? – বাল গঙ্গাধর তিলক ।
10) সুভাষ চন্দ্র বোস কবে কলিকাতা পৌরসভার মেয়র হন ? – ১৯৩০ সালের ২২ আগস্ট।
11) প্রথম গোলটেবিল বৈঠক কবে কোথায় হয় ? – ১৯৩০ সালের ১২ নভেম্বর লন্ডনে ।
12) দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে কোথায় শুরু হয় ? – ১৯৩১ সালের ৭ সেপ্টেম্বর লন্ডনে
13) কবে কোথায় মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব উত্থাপন করেন ? – ১৯৪২ সালের ৬ জুলাই ওয়ার্ধায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ।
14) সুভাষ চন্দ্র বোসের সঙ্গে হিটলারের কবে সাক্ষাৎ হয় ? – ১৯৪২ সালের ২৭ মে ।
15) কোন বছর নীল বিদ্রোহ সংগঠিত হয় ? – ১৮৫৯ সালে ।
16) বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড স্কুলের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ? – অরবিন্দ ঘোষ ।
17) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাকে ‘বাংলার মুকুটহীন রাজা’ ও ‘সারেন্ডার নট’বলা হত ? – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ।
18) ‘বাঙলার কথা’সাপ্তাহিক পত্রিকাটি কে কবে প্রথম প্রকাশ করেন ? – চিত্তরঞ্জন দাশ, ১৯২১ সালের ৩০ সেপ্টেম্বর ।
19) কোন জাহাজে ভারতে প্রথম নৌবিদ্রোহ সংগঠিত ? – তলোয়ার ।
20) ভারতে প্রকাশিত প্রথম ইংরিজি সংবাদপত্র কে বের করেন ? – জেমস অগাস্টাস হিকি।
21) কোন শিক্ষা কমিশন ভারতে ইংরিজি শিক্ষার ‘ম্যাগনা কার্টা’ নামে অভিহিত হয় ? – উডস ডেসপ্যাচ ।
22) ‘মন্টেগু – চেমসফোর্ড’ শাসন সংস্কারের প্রস্তাব কবে রিপোর্ট আকারে বেরোয় – ১৯১৮ সালের ৮ জুলাই ।
23) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ? – বদর-উদ-দ্বীন তৈয়বজী ।
24) ঐতিহাসিক লাল কেল্লা মামলায় ‘ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির’ স্বপক্ষে কে সওয়াল করেন ? – ভুলাভাই দেশাই ।
25) হরিজনদের জন্য আসন সংরক্ষণের দাবিতে মহাত্মা গান্ধী কবে আমৃত্যু অনশন শুরু করেন ? – ১৯৩২ সালের সেপ্টেম্বরে ।
26) ‘রায়তওয়ারি প্রথা’প্রথম কোথায় কার্যকরী হয় ? – চেন্নাই ও মুম্বাইয়ে
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।