You are currently viewing General Studies Part 32

General Studies Part 32

General Studies Part - 32 ( জেনারেল স্টাডিজ পর্ব – 32 )

হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 32(General studies part 32)  । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।

1) এশিয়ার উচ্চতম স্থানের নাম কী ? – মাউন্ট এভারেস্ট ।

2) ‘পৃথিবীর ছাদ’ কাকে বলা হয় ? – পামির মালভূমিকে ।

3) ভারতের সেচসেবিত কৃষিজমির সর্বাধিক অংশে কোন পদ্ধতির মাধ্যমে জলসেচ করা হয় – খাল ।

4) পশ্চিমবঙ্গের কোন নদীতে বহুমুখী নদী পরিকল্পনা রূপায়িত হয়েছে ? – দামোদর ।

5) ভারতের সেচপ্লাবিত জমির হিসাবে প্রথম স্থান অধিকার করে আছে কোন রাজ্য ? – পঞ্জাব ।

6) জলাশয়ের সাহায্যে জলসেচের প্রচলন বেশি ভারতের কোন অংশে ? – দক্ষিণ ভারতে।

7) নিরক্ষীয় অঞ্চলে কী ধরণের বৃষ্টিপাত হয় ? – পরিচলন বৃষ্টিপাত ।

8) এশিয়ার বৃহত্তম সমভূমির নাম কী ? – সাইবেরীয় সমভূমি ।

9) এশীয় তথা পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী ? – তিবৃত মালভূমি ।

10) ভারতের উচ্চতম মালভূমির নাম কী ? – লাদাখ মালভূমি ।

11) ‘চিনের দুঃখ’ কোন নদীকে বলে ? – হোয়াংহো ।

12) এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী ? – ইয়াঙ – সি – কিয়াঙ ।

13) বাল্টিক ও টরাস বেরিয়েছে কোথা থেকে ? – আর্মেনীয় গ্রন্থি থেকে ।

14) পৃথিবী তথা এশিয়ার বৃহত্তম বনভূমির নাম কী ? – তৈগা ।

15) শীয় তথা পৃথিবীর নিম্নতম হ্রদের নাম কী ? – মরুসাগর ।

16) এশিয়ার দীর্ঘতম অন্তৰ্বাহিনীনদীর নাম কী ? – আমুদরিয়া ।

17) এশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কী ? – স্তেপ ।

18) সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান কত সালে হয় ? – 1763 সালে ।

19) মিনা ভারতের কোন রাজ্যের উপজাতি ? – রাজস্থান ।

20) সেগুন, শাল, শিশু ও পলাশ কোন জাতীয় উদ্ভিদ ? – পর্ণমোচী ।

21) এশিয়ার মরুঅঞ্চলে কোন জাতীয় উদ্ভিদ জন্মে ? – জেরোফাইট ।

22) তৈগা কী ধরণের বনভূমি ? – সরলবর্গীয় বনভূমি ।

23) তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর তৈরি হয়েছে ? – ময়ূরাক্ষী ।

24) কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ? – উত্তর দিনাজপুর ।

25) জর্ডন নদী কোথায় পড়েছে ? – মরুসাগরে ।

26) ইউরাল পর্বত ও ইউরাল নদী কোন দুই মহাদেশের সীমানায় আছে ? – এশিয়া ও ইউরোপ ।

27) কোন নদীকে ‘স্বর্ণরেণুর নদী’ বলা হয় ? – ইয়াঙ – সি – কিয়াঙ ।

28) পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী ? – ইউরেশিয়ার সমভূমি ।

29) বাল্টিক ও টরাসের মাঝে কোন মালভূমি রয়েছে ? – তুরস্ক মালভূমি ।

30) গোবি কোন ধরণের মরুভূমি ? – নাতিশীতোষ্ণ ।

31) ফিলিপিন্স দ্বীপপুঞ্জ কোন ধরণের দ্বীপ ? – আগ্নেয় দ্বীপ ।

32) এশিয়া মহাদেশের দুটি পর্বতগ্রন্থির নাম কী ? – পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি ।

33) কোন আবহবিকারের ফলে শিলায় মরচে ধরে – রাসায়নিক আবহবিকার (অক্সিডেশন)।

34) পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী ? – তিব্বতের মালভূমি ।

35) পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী ? – সাইবেরিয়ান সমভূমি ।

36) লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কী ? – মালায়ালাম ।

37) তিবৃতের মালভূমি কী জাতীয় মালভূমি ? – পর্বতবেষ্টিত মালভূমি ।

38) মহারাষ্ট্রের মালভূমি কী জাতীয় মালভূমি ? – লাভা গঠিত মালভূমি ।

এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।

Leave a Reply