General Studies Part - 31 ( জেনারেল স্টাডিজ পর্ব – 31 )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 31(General studies part 31) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) গোয়ার সরকারি ভাষা কি ? – কোঙ্কনি।
2) গুরু বিপিন সিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত ? – মণিপুরী ।
3) গুজরাটের রাজধানীর নাম কি ? – গান্ধীনগর ।
4) আয়রন লেডি কাকে বলা হত ? – মার্গারেট থ্যাচারকে ।
5) নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন ? – পল্লববংশের।
6) ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়েছিল ? – ১৭০৭ সালে।
7) নৌটঙ্কি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য ? – উত্তরপ্রদেশের ।
8) কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয় ? – রাষ্ট্রকূট ।
9) জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ? – পুনে ।
10) কোন গ্যাসকে ফিক্সড় এয়ার বলে ? – CO2।
11) নীপার কোথাকার প্রধান নদী ? – ইউক্রেন অঞ্চলের ।
12) সুরমাতে কি থাকে ? – লেড সালফাইড ।
13) নীল নদ কোন সাগরে পতিত হয় ? – ভূমধ্যসাগরে ।
14) পশ্চিম ভারতের একটি তৈল শোধনাগারের নাম কি ? – কয়ালি ।
15) টিল্ডাল এফেক্ট কি ? – কোলয়েড দ্রবণের আলোক বিচ্ছুরণ ।
16) প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন ? – নবাব আনোয়ারুদ্দিন ।
17) বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন ? – শাহ আলম।
18) সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান কত সালে হয় ? – 1763 সালে ।
19) মিনা ভারতের কোন রাজ্যের উপজাতি ? – রাজস্থান ।
20) মাদার টেরিজা কোন দেশের নাগরিক ছিলেন ? – যুগোশ্লাভিয়া ।
21) বিজয় হাজারে ট্রফিটি কোন খেলার সাথে যুক্ত ? – ক্রিকেট ।
22) ফিলিপ হিউজ কোন দেশের ক্রিকেট খেলোয়াড় ছিলেন ? – অস্ট্রেলিয়ার ।
23) বিজয় ঘাট কার সমাধিস্থল ? – লাল বাহাদুর শাস্ত্রীর ।
24) কিযাণ ঘাট কার সমাধিস্থল ? – চরণ সিং।
25) রাজ ঘাট কার সমাধিস্থল ? – মহাত্মা গান্ধী ।
26) শক্তিস্থল কার সমাধিস্থল ? – ইন্দিরা গান্ধী ।
27) ঐকতাস্থল কার সমাধিস্থল ? – জ্ঞানী জৈল সিং, চন্দ্রশেখর ।
28) চৈতন্যভূমি কার সমাধিস্থল ? – জগজীবন রাম ।
29) কাবুল কার সমাধিস্থল ? – বাবরের।
30) সেকেন্দ্রা কার সমাধিস্থল ? – আকবরের।
31) সাসারাম (বিহার) কার সমাধিস্থল ? – শের শাহের ।
32) নারায়ণ ঘাট কার সমাধিস্থল ? – শেরশাহ ।
33) নারায়ণ ঘাট কার সমাধিস্থল ? – গুলজারিলাল নন্দ ।
34) অভয়ঘাট কার সমাধিস্থল ? – মোরারজী দেশাই ।
35) বীরভূমি কার সমাধিস্থল ? – রাজীব গান্ধী ।
36) তাজমহল কার সমাধিস্থল ? – মমতাজ বেগমের ।
37) মরভি কার সমাধিস্থল ? – নানাসাহেব ।
38) ব্রিস্টলে কার সমাধিস্থল আছে ? – রাজা রামমোহন রায়ের ।
39) ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ? – লালা অমরনাথ ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।