General Studies Part - 26 ( জেনারেল স্টাডিজ পর্ব – ২৬ )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 25(General studies part 26) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) ১৭৬১ সালে পানিপথের কততম যুদ্ধ হয়েছিল ? – তৃতীয় ।
2) ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল ? – হিন্দুস্থান সোস্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন ।
3) কাকে নব্যবাংলার চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় ? – অবনীন্দ্রনাথ ঠাকুরকে ।
4) কোন মুঘল সম্রাট ইংরেজ কোম্পানীকে দেওয়ানী অধিকার দিয়েছিলেন ? – মুঘল সম্রাট শাহ আলম ।
5) লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ? – চক্রবর্তী রাজা গোপালাচারী ।
6) কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ? – ১৯২০ সালে ।
7) অমৃতসরের সন্ধি ( ১৮০৯ ) কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল ? – রণজিৎ সিংহের সঙ্গে ইংরেজদের ।
8) ১৭৩৯ সালে কে ভারতবর্ষ আক্রমণ করেছিল ? – নাদির শাহ ।
9) দক্ষিণ পূর্ব রেলের নতুন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে সম্প্রতি কে দায়িত্ব নেন ? – সঞ্জয় সিং গহলোট ।
10) “ One Part Woman ” গ্রন্থটি কার লেখা ? – পেরুমল মুরুগান ।
11) শব্দের উৎস কি ? – প্রত্যেক কম্পমান বস্তুই হল শব্দের উৎস ।
12) শব্দের উৎসকে কি বলে ? – স্বনক ।
13) শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ? – তিনভাগে শ্রুতিগোচর শব্দ , শব্দোত্তর শব্দ , শব্দেত্তর শব্দ ।
14) জলের ভেতর শব্দ হলে ঐ শব্দ বায়ু মাধ্যম থেকে শোনা যায় কি যায় না ? – শোনা যায় না ।
15) মানবদেহে মাইটোকনড্রিয়া কি উৎপাদনে সাহায্য করে ? – শক্তি উৎপাদন ।
16) তরঙ্গকয়প্রকার ও কি কি ? – তরঙ্গ দুই প্রকার , অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ ।
17) শব্দ তরঙ্গ কি জাতীয় তরঙ্গের উদাহরণ ? – অনুদৈর্ঘ্য তরঙ্গের ।
18) কোন দশায় সাইন্যাপসিস দেখা যায় ? – জাইগোটিন ।
19) কোষচক্রের M দশায় স্থায়িত্বকাল (স্তন্যপায়ীদের ক্ষেত্রে) কত সময় ? – ১ ঘন্টা ।
20) প্রতিক্রিয়া ইঞ্জিনের একটি উদাহরণ দাও ? – জেট ইঞ্জিন ।
21) পরাগরেণু কি ? – পরাগধানীতে উৎপন্ন রেণু ।
22) প্রেসার কুকারের আবিষ্কর্তা কে ছিলেন ? – ডেনিস প্যাপিন ।
23) পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রক হিসাবে কি কি ব্যবহৃত হয় ? – ভারী জল, গ্রাফাইট ও নিউট্রন ।
24) পর্বসন্ধি কি ? – ভ্রুণাক্ষের যে অংশে বীজপত্র লেগে থাকে ।
25) নিউক্লিয়াসকে কোষের কি স্বরূপ মনে করা হয় ? – কোষের মস্তিষ্ক ।
26) প্রোটোপ্লাজম নামকরণটি কে করেন ? – পারকিনজি ।
27) ‘একক পর্দা’ কথাটির প্রবর্তক কে ? – রবার্টসন ।
28) লাইসোজোম কে আবিষ্কার করেন ? – ডি ডুভে ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।