You are currently viewing General Studies Part 25

General Studies Part 25

General Studies Part - 25 ( জেনারেল স্টাডিজ পর্ব – ২৫ )

হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 25(General studies part 25)  । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।

1) জাতীয় কুষ্ঠ নিবারণ দিবস কবে পালিত হয় ? – ৩০ শে জানুয়ারি ।

2) নিজাম সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ? – অন্ধ্রপ্রদেশ ।

3) সিজিএস পদ্ধতিতে জলসমের এককের নাম কি ? – গ্রাম ।

4) ক্যালোরিমিটার নির্মিত হয় কোন ধাতু দ্বারা ? – তামা ।

5) কোদাল কোন শ্রেণীর লিভার ? – প্রথম শ্রেণীর ।

6) উষ্ণতা বৃদ্ধি পেলে কোন সরল দোলকের দোলন কালের কি জাতীয় পরিবর্তন ঘটে ? – বৃদ্ধি পায় ।

7) চাপের বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক বাড়ে না কমে ? – বাড়ে ।

8) কোন রংয়ের আলোর বেগ সবচেয়ে কম ? – বেগুনি ।

9) কোন লেন্সকে অভিসারী লেন্স বলে ? – উত্তল ।

10) কাবেরী নদীর একটি উপনদীর নাম কি ? – ভবানী নদী ।

11) সরলবর্গীয় অরণ্য অঞ্চলে কি জাতীয় মৃত্তিকা দেখতে পাওয়া যায় ? – পড়সল মৃত্তিকা ।

12) চিন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি ? – টাইফুন ।

13) ভোরঘাট গিরিপথটি কোন পর্বতে অবস্থিত ? – পশ্চিমঘাট পর্বতমালায় ।

14) কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত ? – ২৪ মিনিট ।

15) ভিসুভিয়াস কি জাতীয় আগ্নেয়গিরির উদাহরণ ? – জীবন্ত আগ্নেয়গিরি ।

16) পেডিমেন্ট কি ? – একজাতীয় সমভূমি ।

17) গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ? – আরাবল্লী ।

18) একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও ? – ছোটনাগপুর মালভূমি ।

19) স্লেট কি জাতীয় শিলার উদাহরণ ? – রূপান্তরিত শিলার ।

20) খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় ? – ১৫২৭ সালে ।

21) গোগরার যুদ্ধ কত সালে সংগঠিত হয় ? – ১৫২৯ সালে ।

22) ফরিদ খাঁ কোন মোঘল সম্রাটকে পরাজিত করে পুনরায় ভারতে আফগান সাম্রাজ্য স্থাপন করেন ? – হুমায়ুনকে ।

23) শের শাহ কোন বংশীয় আফগান ছিলেন ? – শূরবংশীয় ।

24) শের শাহের বাল্য নাম কি ছিল ? – ফরিদ খাঁ ।

25) “ পাট্টা ” কাকে বলা হত ? – শের শাহের শাসন ব্যবস্থায় প্রজাদের দেয় খাজনা তার স্বত্ব নিরূপণ করে সরকার থেকে যে লিখিত দলিল প্রজাদের দেওয়া হত , তাকে পাট্টা বলা হত ।

26) “ কবুলিয়ত ” কাকে বলা হত ? – শের শাহের আমলে প্রজারা নিজেদের স্বত্ব ও রাজস্ব প্রদানের শর্ত কবুল করে সরকারকে একটি দলিল স্বাক্ষর করে দিত । এই দলিলপত্রকেই কবুলিয়ত বলা হত ।

27) শেরশাহ কোন নামের তাম্রমুদ্রার প্রচলন করেন তাঁর সাম্রাজ্যে ? – দাম নামক তাম্রমুদ্রার ।

28) ‘ দাগ ’ ও ‘ হুলিয়া ’ ব্যবস্থার প্রবর্তন করেন কে ? – শেরশাহ ।

29) কে সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন ? – শেরশাহ ।

এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।

Leave a Reply