General Studies Part - 23 ( জেনারেল স্টাডিজ পর্ব – ২৩ )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 23(General studies part 23) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) হাইপোকেলেমিয়া রোগের কারণ কি ? – পটাশিয়ামের অভাব ।
2) লাইসোজাইম কি ? – এক প্রকার উৎসেচক ।
3) X ক্রোমোজোমে যে সব জিন অবস্থান করে তাদের কি বলা হয় ? – হোলানড্রিক জিন ।
4) ফুসফুসের প্লুরা স্তরে সংক্রমণ ঘটলে তাকে কি বলে ? – প্লুরেসি রোগ ।
5) প্রতিগ্রাম হিমোগ্লোবিন কত O2 , বহন করে ? – 34 মিলিগ্রাম ।
6) নিউমোনিয়া কি ? – ফুসফুসের ব্যাকটেরিয়া ঘটিত রোগ ।
7) অণুঘটক মৌলগুলি কি ? – Mg , Fe ইত্যাদি ।
8) মানুষের শ্বাসনালীতে ক’টি তরুণাস্থি বলয় থাকে ? – ১৬ থেকে ২০ টি ।
9) মানুষের দাঁতে ও কঙ্কালে কি পাওয়া যায় ? – ক্যালসিয়াম ফসফেট ।
10) আরগোস্টেরল কি ? – ভিটামিন ‘ D ’ এর প্রো ভিটামিন ।
11) কোরিয়াম কি ? – শ্লেষ্মাস্তরের নিচের যোগাকলা ।
12) এভিডিন কি ? – ভিটামিন ‘ H ‘ এর অ্যান্টিভিটামিন ।
13) গিজার্ড কাদের থাকে ? – পাখি , আরশোলা ও কেঁচো ।
14) হৃৎপিন্ডের Lubb ও Dubb শব্দের মধ্যবর্তী সময়ের ব্যবধান কত ? – ৮ সেকেন্ড।
15) জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক কি ? – সিস্ট্রন ।
16) মানুষের দেহেমূত্র উৎপাদনকালে তার ঘনত্ব বা জলসম নিয়ন্ত্রণ করে কোন হরমোন ? – ADH .
17) স্যাকারিন এর মধ্যে কি থাকে ? – C , H , O , N , S ।
18) কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ? – অটোলিথ ।
19) অক্ষিপটে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় , তা কি ধরণের ? – অবশীর্ষ ও অসদ ।
20) উদ্ভিদ সংবহনের ওপর আচার্য জগদীশচন্দ্র বসুর মতবাদের নাম কি ? – অধিপ্রান বাদ ।
21) বল্লভভাই প্যাটেলকে কে প্রথম সর্দার আখ্যা দেন ? – মহাত্মা গান্ধী ।
22) জওহরলাল নেহরু কোন সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন ? – National Herald .
23) কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? – অন্ধ্রপ্রদেশ ।
24) ‘চন্ডীশতক’ নামক গ্রন্থটি কার লেখা ? – বানের ।
25) ‘গঙ্গাস্তোত্রম ’ কার লেখা ? – শঙ্করাচার্যের ।
26) ডিরোজিও’র ছাত্রগণ কি নামে পরিচিত ছিল ? – নব্যবঙ্গদল ।
27) বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতে আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে কি বলে ? – গৌর ।
28) প্রাগজ্যোতিষপুর ভারতের কোন শহরের পুরনো নাম ? – গৌহাটি ।
29) নেপোলিয়ন বোনাপার্ট কোন যুদ্ধে পরাজিত হন ? – ওয়াটারলু ।
30) প্রোটিন কি ধরণের পার্টিকল ? – ফান্ডামেন্টাল ।
31) মাইকোলজি কি নিয়ে চর্চা করে ? – ছত্রাক ।
32) নুবিয়ন মরুভূমি কোথায় অবস্থিত ? – উত্তর আফ্রিকা ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।