General Studies Part - 22 ( জেনারেল স্টাডিজ পর্ব – ২২ )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 22(General studies part 22) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) ফটোমিটার হল – আলোর তীব্রতা পরিমাপক যন্ত্র ।
2) উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধ বৃদ্ধি পাওয়ার কারণ কি ? – ইলেকট্রনের সংঘর্ষ ।
3) Platther পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় ? – সোনা ।
4) দুটি ছায়াপথের দূরত্ব কোন এককের সাহায্যে মাপা যায় ? – আলোকবর্ষ ।
5) ডায়নামো কোন নীতি অনুসারে কাজ করে ? – তড়িৎ চুম্বকীয় আবেশ ।
6) শব্দের তীব্রতা কিসের উপর নির্ভর করে ? – অ্যামপ্লিচিউড ।
7) কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন ? – ডারউইন ।
8) মানব নেফ্রণের কাজ কি ? – রক্তের পরিশ্রুতকরণ করা ।
9) মাছের ড্রপসি রোগ কি ঘটিত ? – ব্যাকটেরিয়া ।
10) ভিটামিন B , কে কি বলা হয় ? – প্যান্টোথেনিক অ্যাসিড ।
11) ফিতাকৃমির মুখ্য পোষক কে ? – মানুষ ।
12) সোডিয়াম কার্বনেট কি জাতীয় পদার্থ ? – উদত্যাগী পদার্থ ।
13) চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার কি পরিবর্তন হয় ? – দ্রাব্যতা বাড়ে ।
14) পরিবর্তনশীল যোজ্যতা কাদের দেখা যায় ? – F , Cu .
15) জৈব তেল থেকে ডালডা প্রস্তুতিতে কি ব্যবহৃত হয় ? – তরল হাইড্রোজেন ।
16) KCIO3 থেকে O2 প্রস্তুতিতে MnO2 কি হিসাবে ব্যবহৃত হয় ? – ধনাত্মক অনুঘটক হিসাবে ।
17) স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে অণুঘটক রূপে কি ব্যবহৃত হয় ? – ফসফরাস পেন্টাক্সাইড ( P2O5 )।
18) পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ ? – ঘাত বল ।
19) প্রদীপের পলতেতে তেল কোন প্রণালীতে ওপরে ওঠে ? – কৈশিক ক্রিয়া ।
20) তড়িৎলেপন প্রক্রিয়ায় ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয় ? – ক্রোমিক সালফেট ও ক্রোমিক অ্যাসিড ।
21) ইথানল থেকে ইথিলিন প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে ? – নির্জলীকরণ ।
22) গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দেহে যে ফ্লাজেলার মতো অংশ পাওয়া যায় তাকে কি বলে ? – পিল্লি ।
23) “ ছিপি চাপার যন্ত্র ” কোন শ্রেণির লিভার ? – দ্বিতীয় শ্রেণির লিভার ।
24) রাসায়নিকভাবে ইন্টারফেরন কি ? – গ্লাইকোপ্রোটিন ।
25) লাল গরম ঝামা পাথরের ওপর ফোঁটা ফোঁটা গাঢ় H2SO4 , ফেললে বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয় ? – জায়মান অক্সিজেন ।
26) ইথাইল অ্যালকোহল কি ? – জৈব দ্রাবক ।
27) 0° C উষ্ণতায় কার দ্রাব্যতা 35.7 – NaCl .
28) H2SO4 , HCl ও HNO3 এর মধ্যে কোন অ্যাসিড AgNO3 এর সঙ্গে বিক্রিয়ায় অধঃক্ষেপ পড়ে ? – HCl .
29) ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিড পাওয়া যায় তার অপর নাম কি ? – জিলোনিমা ।
30) এরোপ্লেনের ইঞ্জিন ভারতের কোথায় তৈরি হয় ? – কোরাপুট ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।