General Studies Part - 19 ( জেনারেল স্টাডিজ পর্ব – ১৯ )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 19(General studies part 19) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) মঙ্গলের দুটি উপগ্রহ কি কি ? – ফোবোস ও ডেইমস ।
2) ফোরোথেন ম্যাগনাম কোথায় থাকে ? –মানবদেহের করোটিতে ।
3) ভারতীয় অর্কেস্ট্রার জনক কে ? – তিমিরবরণ ।
4) অ্যাসপিরিন কি ? – অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড।
5) কোন পরীক্ষা দ্বারা সিফিলিস নির্নয় করা হয় ? – হিলটনের পরীক্ষা ।
6) অক্সিডার্ম কোথায় আবিস্কৃত হয় ? – ইজরায়েলে ।
7) কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কি ? – কোরাসেটোফেনন ।
8) ভালকানাইজেশন কি ? –রবারের সঙ্গে সালফার মেশানোর পদ্ধতি।
9) গ্যাসের গন্ধের কারণ কি ? – ইথাইল মারকেপটান।
10) ভারতের প্রথম স্বর্ণ পরিশোধন কেন্দ্র কোথায় অবস্থিত ? – সিরপুর মহারাষ্ট্র।
11) সিলভার ব্রোমাইড কিসে ব্যবহৃত হয় ? – ফটোগ্রাফি শিল্পে।
12) পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে যৌন শিক্ষাদানের সাংকেতিক নাম কি ? – অপারেশন ওভারকাম ।
13) আইস হকিতে প্রতি দলে কতজন প্লেয়ার থাকে ? – ৬ জন।
14) প্লাস্টিক মানি কাকে বলে ? – ক্রেডিট কার্ডকে ।
15) গরুর দুধ কেন সামান্য হলদে দেখায় ? – বাইবোফ্লোবিন ।
16) সৌরজগৎ -এ দ্রুততম বায়ু কোন গ্রহে আছে ? – নেপচুন ।
17) পাট চাযের গবেষণাগার কোথায় অবস্থিত ? – ব্যারাকপুরে।
18) ইন্টারনেটের জনক কাকে বলা হয় ? – ভিন্টোন জি . কার্ক ।
19) কি থেকে আইভরি ব্ল্যাক তৈরি হয় ? – হাড়ের অঙ্গার ।
20) ডিমের হলুদ অংশে কি থাকে ? – গ্রিসেরো ফসফেট ।
21) ভারতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসৰ কৰে হয় ? – ১৯৫২ খ্রিস্টাব্দে ।
22) জীবনের বিধিসম্পর্কিত বিজ্ঞানকে কি বলে ? – বায়োনমি ।
23) কবে থেকে ফুটবল বিশ্বকাপে ম্যাসকট শুরু হয় ? – ১৯৬৬ থেকে ।
24) গাড়ির হেডলাইটে কি রকম দর্পন থাকে ? – অধিবৃত্তাকার দর্পন ।
25) প্রাপ্তবয়স্ক লোকের দিনে মূত্র ত্যাগের পরিমাণ কত ? – প্রায় দেড় লিটার ।
26) থাইরক্সিনের তাভাবে শিশুদের কি রোগ হয় ? – ক্রেটিনিজম ।
27) থাইরক্সিনের অভাবে বড়দের কি রোগ হয় ? – মিক্সিডিমা ।
28) কিসের ওপর উদ্ভিদের ট্রপিক চলন নির্ভর করে ? – অক্সিনের অসমান বন্টনের ওপর ।
29) কোন হরমোন মূল ও মুকুল গজাতে সাহায্য করে ? – অক্সিন ।
30) মানুষের রক্তচাপ কোথায় মাপা হয় ? – ব্র্যাকিয়াল ধমনীতে ।
31) অমেরুদন্ডী প্রাণীদের কোথায় হিমোগ্লোবিন থাকে ? – রক্তরসে ।
32) সিস্টোলিক ও ডায়াস্টলিক চাপের গাণিতিক গড় কি ? – মিন প্রেশার ।
33) ‘O’ বিভাগের রক্তে কি থাকে না ? – অ্যাগ্লুটিনোজেন।
34) সুস্থ মানুষের ডায়াস্টলিক চাপ কত ? – ৭০-৯০ Mm Hg।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।