General Studies Part - 18 ( জেনারেল স্টাডিজ পর্ব – ১৮)
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 18(General studies part 18) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
১) সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ? – ১০১৪ m b ।
২) কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ? – উইলিয়াম কোলভিল ।
৩) দক্ষিণ ভারতে কোন গ্রন্থ পঞ্চম বেদ নামে খ্যাত ? – তিরুক্কুরাল ।
৪) কোন পদ্ধতিতে অ্যামোনিয়া নিষ্কাষন করা হয় ? – হেবারের পদ্ধতি ।
৫) ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কোন রাসায়নিক অস্ত্র হিসেবে প্রয়োগ করেছিল ? – এজেন্ট অরেঞ্জ ।
৬) ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি ? – পীরপাঞ্জাল টানেল।
৭) কৃত্রিম উপগ্রহে ইলেকট্রিক শক্তির উৎস কি ? – সোলার কোষ ।
৮) রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল ? – রামডস ।
৯) অ্যালঝাইমার্স রোগে কি আক্রান্ত হয় ? – মস্তিষ্ক ।
১০) প্রথম রাজীবগান্ধী খেলরত্ন কে লাভ করেন ? – বিশ্বনাথন আনন্দ ।
১১) কপিলদেবের আত্মজীবনীর নাম কি ? – Strength from the heart ।
১২) টিউমারসংক্রান্ত বিদ্যাকে কি বলে ? – অঙ্কোলজি ।
১৩) ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া কোনটি ? – ভায়োলিস্টার নিউফেসেন্টস ।
১৪) মিউরেটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ? – লঘু সালফিউরিক অ্যাসিড ।
১৫) X – Ray কি ? – স্বল্প দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ।
১৬) শুক্রাণুর জীবাণুর দিকে চলনকে কি বলে ? – কেমোট্যাকটিক্স ।
১৭) ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত ? – পুনে ।
১৮) সৈয়দ মুজতবা আলির ছদ্মনাম কি ? – সত্যপীর ।
১৯) ডটার অব দ্য ইস্ট কাকে বলা হয় ? – বেনজির ভুট্টো ।
২০) ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া কোনটি ? – ভায়োলিস্টার নিউফেসেন্টস ।
২১) কোন রাজ্যে প্রথম মহিলা কমান্ডোর বাহিনী বানিয়েছে ? – তামিলনাড়ু ।
২২) কোন প্রাণীর কলা মানব শরীরে গ্রহণযোগ্য ? – শূকর ।
২৩) ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন ? – ১৯৭১ সালে ।
২৪) বন্দুকের গুলি কি দিয়ে তৈরি হয় ? – সীসা ও অ্যান্টিমনি ।
২৫) কাগজ পোড়াতে কত তাপমাত্রা লাগে ? – 451° F ।
২৬) হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ? – ৭৬ বছর অন্তর ।
২৭) কোন রাজ্যকে শ্বেত মানুষের কবর বলা হয় ? – নাগাল্যান্ডকে ।
২৮) সাবমেরিন কে আবিস্কার করেন ? – বুশডয়েল ।
২৯) গ্যাসইঞ্জিন কে আবিস্কার করেন ? – ডাইসলার ।
৩০) ভূ – গর্ভের বড় ফাটলে সোনার যে সব স্তর পাওয়া যায় তাকে কি বলে ? – ভেইনস্ ।
৩১) জীবাশ্ম বিদ্যাকে কি বলে ? – প্যালিএন্টোলজি ।
৩২) চর্মের কুঞ্চনের জন্য সূর্যের কোন রশ্মি দায়ী ? – অতিবেগুণি রশ্মি ।
৩৩) কর্দমাক্ত জল কি প্রকার দ্রবণ ? – কলয়ডীয় দ্রবণ ।
৩৫) টেবিল সুগারের বৈজ্ঞানিক নাম কি ? – মলটোজ ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।