General Studies Part - 15 ( জেনারেল স্টাডিজ পর্ব – ১৫ )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 15(General studies part 15) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) এয়ার কন্ডিশনার কে আবিস্কার করেন ? – উইলিয়াম মর্টল ।
2) কৃত্রিম হৃৎপিন্ড কে আবিস্কার করেন ? – উইলেম কলফ ।
3) সুইজারল্যান্ডের সংসদের নাম কি ? – ফেডারেল অ্যাসেম্বলি ।
4) আবিসিনিয়ার বর্তমান নাম কি ? – ইথিওপিয়া ।
5) ইন্দোনেশিয়ার পুরনো নাম কি ? – ডাচ ইস্ট ইন্ডিজ ।
6) টেপ রেকর্ডার কে আবিস্কার করেন ? – লুই ব্ল্যাটনার ।
7) স্পিনিং মিল কে আবিস্কার করেন ? – স্যামুয়েল ক্রম্পটন ।
8) অপটিক্যাল ফাইবার কে আবিস্কার করেন ? – নবিন্দর কাপানি ।
9) পেসমেকার কে আবিস্কার করেন ? – উইলসন গ্রেটবাখ ।
10) মোটর সাইকেল কে আবিস্কার করেন ? – গটলিয়েব ডেমলার ।
11) সেফটি ল্যাম্প কে আবিস্কার করেন ? – হামফ্রে ডেভি ।
12) অনুবীক্ষণ যন্ত্র কে আবিস্কার করেন ? — জাকারিয়াস জ্যানসেন ।
13) বিদ্যুৎচালিত তাত কে আবিস্কার করেন ? – এডমন্ড কার্টরাইট ।
14) যান্ত্রিক লিফটি কে আবিস্কার করেন ? – এলিশা জি ওটিস ।
15) লেজার কে আবিস্কার করেন ? – থিয়োডোর মেইমান ।
16) জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন ? – স্যার ফ্র্যাঙ্ক হুইটেল ।
17) অটোমেটিক রাইফেল কে আবিস্কার করেন ? – জন ব্রাউনিং ।
18) পার্কিং মিটার কে আবিস্কার করেন ? – কার্লটন সি ম্যাগি ।
19) প্যারাশুট কে আবিস্কার করেন ? – জ্য পিয়েরে ব্ল্যাঙ্কার্ড ।
20) পেন্ডুলাম ঘড়ি কে আবিস্কার করেন ? – ক্রিস্টিয়ান হাইজেন্স ।
21) পেনসিল কে আবিস্কার করেন ? – নিকোলাস জ্যাক কন্টি ।
22) পেনিসিলিন কে আবিস্কার করেন ? – স্যার আলেকজান্ডার ফ্লেমিং ।
23) জাহাজের প্রপেলার কে আবিস্কার করেন ? – ফ্রান্সিস স্মিথ ।
24) বৈদ্যুতিক রেল কে আবিস্কার করেন ? – আর্নস্ট সিমেন্স ।
25) বাস্পীয় জাহাজ কে আবিস্কার করেন ? – জে সি পেরিয়া ।
26) ককেশাস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত ? – ইউরোপ ।
27) কোন সময় রেড ইন্ডিয়ানরা নিশ্চিহ্ন হয়ে যায় ? – ১৮২৯ খ্রিস্টাব্দে ।
28) আধুনিক রসায়নবিদ্যার জনক কে ? – যোশেফ প্রিস্টলে ।
29) অস্কার ব্রোঞ্জমূর্তির উচ্চতা কত ? – সাড়ে তের ইঞ্চি ।
30) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ? – মদনমোহন মালব্য ।
31) আমেরিকা ও এশিয়ার মধ্যে কোন প্রণালী অবস্থিত ? – বেরিং প্রণালী ।
32) কোন গ্রহ তার অক্ষে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে ? – বৃহস্পতি ।
33) কুলীজ নল কি কাজে ব্যবহৃত হয় ? – এক্সরশ্মি উৎপাদনের জন্য ।
34) কে ভারতের সংসদভবনের নক্সা করেছেন ? – হার্বার্ট বেকার ।
35) পৃথিবীর ক্ষুদ্রতম কুকুর কি ? – চি ওয়া ওয়া ।
36) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি কি ? – টাকমাথা ইগল ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।