General Studies Part - 14 ( জেনারেল স্টাডিজ পর্ব – ১৪ )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 14(General studies part 14) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) ত্রিকোনমিতির স্রষ্টা কে ? – গ্রীক জ্যোতির্বিদ হিপারচস ।
2) স্লাইড প্রোজেক্টার কে আবিষ্কার করেন ? – কর্ণওয়ালিস ড্রেবেল ।
3) অক্সিজেন ছাড়া প্রথম কবে এভারেস্ট জয় হয় ? – ১৯৭৮ সালে ।
4) প্রথম নারী এভারেস্ট জয়ীর নাম কি ? – জুনকো তাবেই ।
5) লোয়ার ক্যালিফোর্নিয়া কোন দেশে ? – মেক্সিকো ।
6) জাপানের উত্তরতম দ্বীপ কোনটি ? – হোক্কাইডো ।
7) উপাঙ্গিক কঙ্গাল কাকে বলে ? – হাত ও পায়ের কঙ্কালকে ।
8) হাত ও মেরুদন্ডের সংযোগস্থলের হাড়কে কি বলে ? – উরশ্চক্র ।
9) একটি ফ্লেক্সর পেশীর উদাহরণ দাও – বাইসেপস ।
10) একটি অ্যাবডাক্টর পেশীর উদাহরণ দাও – ডেলটয়েড ।
11) মুখবিবর ও গ্রাসনালীর মাঝের অংশকে কি বলে ? – গলবিল বা ফ্যারিংস ।
12) মুখবিবর সংযোগকারী গলবিলকে কি বলে ? – মুখগলবিল ।
13) নাকের সঙ্গে সংযোগকারী গলবিলকে কি বলে ? – নাসাগলবিল ।
14) স্বরনালী সংযোগকারী গলবিলকে কি বলে ? – স্বরগলবিল ।
15) ক্ষুদ্রান্তের কোন অংশে খাদ্যের শোষণ ঘটে ? – ভিলাই ।
16) পাকরসে কি অ্যাসিড থাকে ? – হাইড্রোক্লোরিক অ্যাসিড ।
17) কিডনীর বাইরের স্তরকে কি বলে ? – কর্টিক্স ।
18) কোন রঞ্জকের উপর ত্বকের বর্ণ নির্ভর করে ? – মেলানিন ।
19) শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় কোন অঙ্গ ? – লিভার ।
20) কোন ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে ? – ভিটামিন – K ।
21) দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে কি বলে ? – সাইন্যাপস ।
22) হ্যালিবাট মাছের তেলে কি ভিটামিন থাকে ? – ভিটামিন – D ।
23) কোন ভিটামিন বন্ধ্যাত্ব প্রতিরোধক ? – ভিটামিন- E ।
24) কোন ভিটামিনের অভাবে চুল ওঠে ? – ভিটামিন – B2।
25) চিকিৎসায় ‘ কুনুন ’ গ্রন্থটি কে রচনা করেন ? – আরব পন্ডিত আবিসিনা।
26) চিকিৎসকদের আচরণবিধি প্রথম কে তৈরি করেন ? – হিপোক্রেটিস ।
27) লোহিত রক্তকণিকা কে আবিস্কার করেন ? – অ্যান্টনি ভ্যান লিউয়েন হক ।
28) মরফিন কে আবিস্কার করেন ? – ফ্রিডরিচ সারটারনার ।
29) ক্লোরোফর্ম কে আবিস্কার করেন ? – জেমস সিম্পসন ।
30) স্নায়ুবিজ্ঞান কে আবিস্কার করেন ? – ফ্রানজ যোশেফ গল ।
31) থাইরক্সিন কে আবিস্কার করেন ? – এডোয়ার্ড কেলভিন ।
32) প্রথম ওপেন হার্ট সার্জারি কে করেন ? – ওয়ালটন লিলেহেল ।
33) ক্যান্সার সংশ্লিষ্ট জিন কে আবিস্কার করেন ? – ওয়েইনবার্গ ।
34) কোন বছর থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ? – ১৯০১ খ্রিস্টাব্দ থেকে ।
35) কোন বছর থেকে অর্থনীতিতে নোবেল শুরু হয় – ১৯৬৯ খ্রিস্টাব্দ থেকে ।
36) মঙ্গোফসেন জলপ্রপাত কোথায় অবস্থিত ? – নরওয়ে ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।