General Studies Part - 13 ( জেনারেল স্টাডিজ পর্ব – ১৩ )
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 13(General studies part 13) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) ‘ তিতুমীর ‘ গ্রন্থটির লেখক কে ? – বিহারীলাল সরকার ।
2) চন্দননগর বিপ্লবী সমিতি গঠন করেন কে ? – মতিলাল রায় ।
3) গান্ধীজির রাজনৈতিক চিন্তাধারা কোন গ্রন্থেব্যক্ত করা হয়েছে ? – হিন্দ স্বরাজ ।
4) বেঙ্গল প্যাক্ট – এর প্রবক্তা কে ? – চিত্তরঞ্জন দাশ ।
5) একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কি বলে ? – নিউরোন ।
6) কাকে 4 ০ ° clock Rain বলে ? – পরিচলন বৃষ্টিপাতাকে ।
7) দুধকে তিক্ত করে কোন ব্যাকটিরিয়া ? – Coliform ।
8) জোয়ার ভাটার স্থানে কোন ধরণের উদ্ভিদ ভালো জন্মায় ? – ম্যানগ্রোভ ।
9) উদ্ভিদের ফুল ধারণে আলো অন্ধকার বা দিনরাত্রির স্থিতিকালের প্রভাবকে কি বলে ? – ফটোপিরিওডিজম ।
10) ক্লোরোঅক্সি ক্যালশিয়াম ক্লোরাইডের বাণিজ্যিক নাম কি ? – ব্লিচিং পাউডার ।
11) মাইটোকনড্রিয়ার নামকরণ করেন কে ? – কার্লবেন্ডা ।
12) পরভোজী পুষ্টি পদ্ধতিকে কি বলে ? – হেরোফাইটিক পুষ্টি ।
13) যে স্নায়ু শব্দ উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায় তাকে কি বলে ? – গ্লসোফ্যারিঞ্জিয়াল ।
14) দক্ষিণ আফ্রিকার কোথায় গান্ধীজি তার কর্মকেন্দ্র গড়ে তুলেছিলেন ? – নাটালে ।
15) রাশিয়ায় কবে বলশেভিক বিপ্লব ঘটেছিল ? – ১৯১৭ সালে ।
16) ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছিলেন ? – দাদাভাই নৌরজি ।
17) বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত ? – মৈথিলি ।
18) ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দূর্গটির নাম কি ? – সেন্ট জর্জ ফোর্ট ।
19) ক্রিপস মিশন কার আমলে ভারতে আসেন ? – লর্ড লিনলিথগো ।
20) লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় আইন কবে পাশ করেন ? – ১৮৬৭ সালে ।
21) প্রকৃত জাতীয় পতাকার তিনটি রং কত সালে গৃহীত হয় ? – ১৯৩১ সালে ।
22) সারনাথের ‘ ডিয়ার পার্কে ’ বুদ্ধের প্রথম বক্তৃতাকে কি বলা হয় ? – ধর্মচক্র প্রবর্তন ।
23) বৈদিক সমাজে পরিবারের সমষ্টিকে কি বলা হত ? – জানা ।
24) কারাভেলা কোথাকার শাসক ছিলেন ? – কলিঙ্গ ।
25) অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধ ও তার ফলাফল বর্ণিত আছে ? – মাইনর অষ্টম শিলালিপি ।
26) কোন রাজা নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের সেনাদের পরাজিত করেছিলেন ? – দ্বিতীয় পুলকেশী ।
27) চন্দ্রগুপ্ত মৌর্য হুনদের কোথায় পরাজিত করেন ? – মগধে ।
28) কোন বংশের খোদিত লিপিতে জমি মঞ্জুরের উল্লেখ আছে ? – সাতবাহন ।
29) প্রাচীন ভারতের বাণিজ্যকেন্দ্র যা কলিঙ্গ ও ভেঙ্গী এর মধ্যে যোগাযোগ স্থাপন করেছিল তার নাম কি ? – তাগারা ।
30) ‘ মধ্যযুগে প্রথমভাগে ’ তুরস্কদানাজাকর আদায় করত কারা ? – প্রতিহাররা ।
31) ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রক্রিয়া কবে থেকে শুরু হয়েছে ? – ১৯৯০ – এর দশক থেকে ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।