General Studies Part - 10
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য Bengali GK Question Answer পর্ব নিয়ে নিয়ে এসেছি । আজ আমাদের পর্ব 10(General studies part 10) । আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে।
1) বোল্ডার ক্লে কোথায় সৃষ্টি হয় ? – হিমবাহ অধ্যুষিত অঞ্চলে ।
2) নদীর ষষ্ঠঘাতের সূত্র আবিষ্কারের কৃতিত্বটি কার ? – মরিসওয়ারের ।
3) আরবি শব্দ ‘ ওয়াদির অর্থ কি ? – শুষ্ক উপত্যকা ।
4) উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে ? – এক্সেল ।
5) NHPC কত সালে প্রতিষ্ঠিত হয় ? – ১৯৭৫ সালে ।
6) কোন বায়ুপ্রবাহ পূবালী জেট ’ নামে পরিচিত ? – ক্রান্তীয় জেট ।
7) ভারতের প্রাচীনতম সেচখাল কোনটি ? – গ্র্যান্ড অ্যানিকট খাল ।
8) পশ্চিমবঙ্গে কোন দিনটি জলাভূমি দিবস হিসেবে পালিত হয় ? – ১ লা আষাঢ় ।
9) পারিকুল ও মালুদ দ্বীপ দুটি কোন হ্রদের উপর অবস্থিত ? – চিল্কা ।
10) কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয় ? – উত্তল দর্পণের ।
11) অবতল দর্পণ কখন বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব গঠন করে ? – যখন বস্তুটি বক্রতা কেন্দ্রের ওপরে থাকে ।
12) উত্তল ও অবতল দর্পণের মধ্যে কি পার্থক্য ? – উত্তল দর্পণ সর্বদা বস্তুর অবিম্ব গঠন করে এবং অবতল দর্পণ সর্বদা বস্তুর সদবিম্ব গঠন করে ।
13) কোন যন্ত্রে 180 ° চ্যুতির প্রিজম ব্যবহার করা হয় ? – টেলিস্কোপ যন্ত্রে ।
14) ELISA- পুরো নাম কি ? – Enjyme Linked Immuno Sorbent Assay .
15) বায়োটেকনলজি শব্দটির প্রবর্তক কে ? – Karl Ereky .
16) PCR -র পুরো নাম কি ? – Polymerase Chin Reaction .
17) PCR -র আবিষ্কর্তা কে ? – Karry Mullis .
18) DNA খণ্ডক জুড়তে সাহায্য করে কে ? – DNA Ligase .
19) কারেয়াস কোথায় দেখা যায় ? – কাশ্মীরে ।
20) ‘পডসল ’ এর অর্থ কি ? – ধূসর মাটি ।
21) গিলডিং কি ? – কোন বস্তুর উপর সোনার পাতলা প্রলেপ দেওয়াকে বলে ।
22) IRDP চালু হয় কত সালে ? – ১৯৭৯-৮০ ।
23) সার্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? – নিউ দিল্লি ।
24) অ্যাডহক ট্রেজারি বিল ব্যবস্থা কত সালে বিলুপ্ত করা হয় ? – ১৯৯৭ সালের ৩১ শে মার্চ ।
25) অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকায় রয়েছে ? – যুগ্ন তালিকায় ।
26) কোন রাজ্যে শিশুমৃত্যুর হার সবচেয়ে কম ? – কেরালায় ।
27) Open Market Operation কিসের সাথে সম্পর্কিত ? – ক্রেডিট পলিসি ।
28) জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে প্রতিষ্ঠিত হয় ? – ১৯৫২ সালে ।
29) ইন্দ্রাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? – উড়িষ্যা ।
30) দক্ষিণ এশীয় বিকাশ তহবিল প্রতিষ্ঠা করেছে কোন সংস্থা ? – SAARC ।
31) কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী বর্তমানে কি নামে পরিচিত ? – NREP ।
32) তামাক উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ? – ষষ্ঠ ।
33) ভারতীয় টাকার সরকারি বিনিময় হার পরিগণিত হয় কিসের মাধ্যমে ? – কিছু নির্বাচিত কোম্পানির দ্বারা
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।